૯૭ર সেও ভাল, ভথাপি যাহ। ক্ষুদ্র যাহা লোকচক্ষুর অন্তরালে নীরবে সম্পন্ন হইতে পারে, তাহার প্রতি আস্থা আমাদের নাই । প্রকা গু কল্পনা এবং অননুকরণীয় আদর্শ লইয়া আমরা সন্তুষ্ট, কিন্তু ছোট ছোট বিষয় লইয়া কাজ আরম্ভ করিয়া দিতে আমরা প্রস্তুত নহি । আমরা একে বারে এক মহান ভারতীয় জাতি গড়িয়া তুলিতে প্রস্তু , ইংগণ্ডের জনসাধারণকে ভারতসম্বন্ধে সুশিক্ষিত করিয়া তুলিতে প্রস্তুত, কিন্তু সমাজের আশ্রয় লইয়। ছোট ছোট কার্য্যের দ্বারা সমাজকে বলবান করিতে এবং নিজেদের ও সঙ্গে সঙ্গে শক্তিশালী করিয়া তুলিতে আমাদের আগ্ৰহ্মাত্র নাই ! যদি সমাজেরই উন্নতি করিতে হয় ত একেবারে আমূল সংশোধনের দ্বারা প্রচণ্ড বিপ্লবের দ্বার, নুতন মতবাদের দ্বারা একেবাক্টোদশ স্বদেশীসমাজ গড়িয়া তোল হউক ছোট ছোট পল্লী লক্টর। ছোট ছোট জনসঙ্ঘ লইয়। ছোট কাজ আরম্ভ করিয়া দেওয়া—তাহাতে কাহারও সহানুভূতি, দেখা शुम्न न| । কিন্তু আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এ সকল ব্যাপারে ছোট হইতে বড়তে যাওয়াই সমীচিন পৃস্থা—ষড় হইতে ছোটতে আসা নহে । সকল সভ্য জাতিরই ব্যক্তিগত শক্তি পুঞ্জের কেন্দ্র-সমাজ । স্বতরাং সমাজ সুদৃঢ় না হইলে জাতীয় শক্তির বৃদ্ধি হয় না । রাশীকৃত বিক্ষিপ্ত শক্তিপুঞ্জ বৃথা অপব্যয়িত হয়। আবার সমাজকে দৃঢ় করিবার উপায় বঙ্গদর্শন । ১০ম বর্ষ, ফাঙ্কন, ১৩১৭ । সমাজের প্রতি সকলের শ্রদ্ধা ও সহানুভূতির বৃদ্ধি সাধন। সমাজ যদি তাহার অন্তভুক্ত ব্যক্তিবৃন্দের সুখ-দুঃখের প্রতি উদাসীন হয়, তাহাদের উন্নতি অবনতি যদি সমাজের অতন্দ্ৰিত তীক্ষ দৃষ্টি আকর্ষণ না করে, তাহ হইলে সমাজের প্রতি কাহারও সমবেদনা বা শ্রদ্ধর তাব আসিতে পারে না । সমাজের প্রতি সমাজ স্থ জনসাধারণের ধেমন একটা কৰ্ত্তব্য আছে, সমাজস্থ ব্যক্তিবৃন্দের প্রতি সমাজের ও তেমনি একট। কৰ্ত্তব্য আছে । যে কোন পক্ষের কৰ্ত্তণ্যচু্যতিই জাতীয় উন্নতির পথে বিঘ্ন কর । আজ আমরা আত্মরক্ষা-প্রবৃত্তির বশীভূত হইয়। নিজেদের বিক্ষিপ্ত শক্তিপুঞ্জকে ংহত করিতে গিয়া দেখি েগুছি আমাদের চতুৰ্দ্দিকে বিক্ষিপ্ত শক্তির শির কোন কেন্দ্র নাই । সমাজ একেবারে শক্তিহীন । এখন সমাজ-শাসন বলিয়; কোন একটা শাসনই বিদ্যমান নাই । সমাজের আদেশ শিরো ধার্য্য করিয়া লক্টতে কেহ ই অগ্রিপ্তান্বিত নহে । ইহার কারণ কেবল সামাজিকবর্গের ক্রটি নহে—সমাজের ও ত্রুটি । সমাজ জনসাধারণের সুখ দুঃখ, উন্নতিঅবনতি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন । ম্যালেরিয়ার ভীষণ প্রকোপে বাঙ্গাল:দেশে প্রতি বৎসর লক্ষ লক্ষ লোকের মৃত্যু হইতেছে পানীয় জলের অভাবে সহস্ৰ সহস্ৰ লেfক হাহাকার করিতেছে, সমাজ সে বিষয়ে উদাসীন । বিবাহে র জটিল সমস্যা প্রতিদিন দরিদ্র ভদ্রসস্তানের বুকের উপর চাপিয়া বসিতেছে — বস্তাদায়ের ভীষণ বিভীষিকা দেশের
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।