পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فروري 68 গৃহে প্রতিপালিত পোকুমারী-সম্প্রদায়ে বড় বসিতেন না। আবার, তিনি থাকিলে সকলের আমোদের বিল্প হুইত, সকলেই র্তাহাকে ভয় করিত, র্তাহার নিকট মন ধুলিয়া সকল কথা চলিত না। তিনি অকস্মাৎ পৌরস্ত্রীগণের মধ্যে উপস্থিত হইলে, বাজে কথা একে লারে বন্ধ হইত, অল্প বয়স্কার সকলেই একটা একটা কাজ লইয়া বলিত । এষ্টরূপে, কৌশলবহুল কবি, তাঁহার প্রতি অন্তের সসন্ত্রম ব্যবহার দ্বারা, তাছার চিত্রে চরিত্র-গাম্ভীর্যের রেপ স্পষ্টতর করিয়াছেন । রহস্তে ও স্বর্যমুখীর এই প্রকৃতি প্রতিভাত হইভ । সাধারণ রহস্ত তিনি জানিতেন না, ব্যঙ্গোক্তি করতে গেলে ও তাহাতে প্রকৃতি-গাষ্ঠীর্যের ছারা পড়িত। স্বামীর সঙ্গে কমলের রহস্ত}লাপ স্মরণ করিলে, স্বামীর অনুপস্থিত কালে স্বামী-সম্প্রদর্শন জন্য কমলের চাঞ্চলের সহিত স্বর্যমুখীর সেরূপ স্থলে ধ্যানগত মনঃক্ল:শর তুলনা করিলে, এ কথা বিশেষ হৃদয়ঙ্গম হুইবে । নগেন্দ্রনাথ কলিকাতার, কুন্দকে লইয়। কমলের বা ট্রী উপস্থিত হইয়াছেন, কুন্দের খবর স্বর্যমুখীকে ও জানাইয়াছেন। স্বর্যমুখী প্রহ্লাত্তরে কুন্দনগেন্দ্র সম্বন্ধে দুই একটি রহস্তোক্তি ক'ররl, তারাচরণের সঞ্চিত কুন্দের বিবাহের প্রস্তাব করিয়াছেন । সে পত্রের আরম্ভ এই রূপ ঃ– “দাসী শ্ৰীচরণে কি অপরাধ করিয়াছে, তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতার বদি তোমার এত দিন থাকিতে হুইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেব না করি ?” প্রকৃতই তিনি দাসীভাবে স্বামীর চরণসেবার জন্ত সৰ্ব্বদা ব্যগ্ৰ থাকিতেন । ৰঙ্গদর্শন । ১০ম বর্ষ,ফান্ধন, ১৩১৭ ৷ गांभ‘ब्रेक बाँभौतिद्रtइ ¢हे थांtन छैiहांग्र७ ষে হৃদয় প্যথা, শ্রীশচন্দ্রের কৰ্ম্মস্থান হইত্তে আসিতে বিলম্ব হইলে কমল ও হৃদয়ে সেইরূপ অস্থিরতাই অনুভূত , করিতেন ; কিন্তু কমলের সে হৃদয়ক্লেশ প্রফুরণের প্রণালী ভিন্ন, তাহ। তাহার নিজ প্রকৃতির উপযোগী । এরূপ স্থলে তিনি থাকা বাবুকে মধ্য স্থ করিয়া কতই ন তায় ল্য প্রকাশ করিয়াছেন । স্থলা স্তরে, নগেন্দ্রগৃহে, পৌরস্ত্রীগণের গাঙ্গগে, হরিদাসী বৈষ্ণবীর গান শ্রবণ করিয়া, কমলমণি ভ্ৰ ভঙ্গি করিয়৷ বলিতেছেন, “বৈষ্ণবী দিদি-তোমার মুখে ছাই পড়,ক— चाब्र छूमि मब्र । श्राब्र कि शान छान ना ?" আবার, “একটা বাবলার ডাল আন ত রে— কাটাফোঁট। কত সুখ মাগীকে দেখিয়ে দিই ।” সেই স্থলে, স্বর্যমুখী মৃদুভাবে করিদাসীকে বলিলেন, “ও সব গান আমাদের ভাল লাগে ন—গৃহস্থবাড়ী ভাল গান গাও।” স্বৰ্য্যমুখী গৃহিণী, গৃহিণীর গাম্ভীর্ষের সহিত বৈষ্ণবীকে এ উপদেশ প্রদান করিলেন । ক্সার চিরপ্রেমময়ী, চিরপ্রফুল্লহৃদয়া ও চিররহস্তপ্রিয় কমলের তিরস্কারের মধ্য দিরা র্তাহার সেই চিরপ্রেমিকতার, সকলের প্রতি সেই স েপ্রম ব্যবহারের, প্রতিবিম্ব দেখা গেলেও, তাহার সহিত র্তাহার প্রকৃত্তিগত অথচ সৌন্দৰ্য্যজড়িত চাপল্য গ্রন্থগুমান । তরুণী ভ্রমরে ও এ চাপল্য ছিল, তাহা কতকাংশে কমলের চাপল্যের সহিত একপ্রকৃতিক, কিন্তু অ ভনিত্য এবং সর্বেত্রিক নছে, অনেকটা সংযতভাবাপন্ন। স্বর্যমুখীর এই প্রকৃতিগত গাম্ভীর্য্যের যদি কখনও বিচূতি ঘটিয়া থাকে, তবে সে কুলই দেহে,