১১শ সংখ্যা । ] আশায় তাকে অগ্ন রাগিব ? তাঙ্গার এক দণ্ডের অসুখ দেখিলে মরিতে ইচ্ছ। করে। দেখিলাম, দিলারাত্র তার মৰ্ম্মত্তি ক অসুখ—fতনি সকল সুখ বিসর্জন দিয়া দেশত্যাগী হইবার উদ্যোগ করিলেন— তবে আমার সুখ কি হইল ? বলিলাম ‘প্ৰভু ! তোমার মুখই আমার সুখ—তুমি কুন্দকে বিবাহ কর—আমি সুখী হইব’— তাই বিবাহ করিয়াছেন ?” কমল । আর তুমি সুখী হইয়াছ ? সুর্য্য । আবার আমার কথ। জিক্টস কর ? আমি কে ? যদি কখনও স্বামীর পয়ে কঁকির ফুটয়াছে দেখিয়াছি, তখনই মনে হষ্টয়াছে যে, আমি ঐখানে বুক পাতিয়া দেই নাই কেন, স্বামী আমার বুকের উপর পা রাখিয়া যাইতেন । বfলয়। সুর্য্যমুখী ক্ষণকাল নীরবে রছিলেন —র্তাহার চক্ষের জলে বসন ভিজিয়া গেল—পরে সহসা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, “কমল, কোন দেশে মেয়ে হলে মেরে ফেলে ?” কমল মনের তাব বুঝিয়। “মেয়ে হলেষ্ট কি হয় ? যার যেমন কপাল, তার তেমনি ঘটে ।” স্থ । আমার কপালের চেয়ে কণর কপাল ভাল ? কে এমন ভাগ্যবতী ? কে এমন স্বামী পেয়েছে ? রূপ, ঐশ্বৰ্য্য, সম্পদ, সে সকল ও তুচ্ছ কথা—এত গুণ কার স্বামীর ? আমার কপাল, জোর কপাল— ভবে কেন এমন হইল ? কমল । এও কপাল ! স্থ । তবে এ আগtয় মন পোড়ে কেন ? কেন বলিলেন, সূৰ্য্যমুী । 6 ዓ� কমল । তুমি স্বামীর আজিকার আহলাদপুর্ণ মুখ দেখিয়া সুখী—তথাপি বলিতেছ, এ জালায় মন পোড়ে কেন ? দুই কথাই কি সত্য ? স্থ । দুই কথাই সভ্য । আমি তার মুখে সুণী—কিন্তু আমার যে তিনি পায়ে ঠেলিলেন, আমার পায়ে ঠেলিয়াছেন বলিয়াই তার এত আহলাদ !— স্বৰ্য্যমুখী আর বলিতে পারিঙ্গেন না, কণ্ঠ রুদ্ধ হইল–চক্ষু ভাসিয়া গেল, কিন্তু স্বর্যমুখীর অসমাপ্ত কথার মৰ্ম্ম কমলমণি সম্পূর্ণ বুঝিয়াছিলেন। বলিলেন, “তোমায় পায়ে ঠেলেছেন বলে, তোমার অস্তদর্ণহ হইতেছে। তবে কেন বল, আমি কে ? তোমার অন্তঃকরণের আধখানা আজও আমিতে ভরা ; নহিলে আত্মবিসর্জন করিয়াও অতুতাপ করিবে কেন ?” স্ব। অনুতাপ করি না . ভালই করিয়াছি, ইহাতে আমার কোন সংশয় নাই । কিন্তু মরণের ত যন্ত্রণ আছেই। অামার মরণই ভাল বলিয়া আপনার হাতে আপনি মরিলাম। কিন্তু তাই বলিয়া মরণের সময়ে,ঃ কি তোমার কাছে কালিব না ? স্বৰ্যমুখী কঁদিলেন । কমল উগির মাথ। আপনছদয়ে আনিয়া হাত দিয়া ধরিয়া রাখিলেন । কথায় সকল কথা ব্যক্ত হইতে ছিল না—কিন্তু অন্তরে অন্তরে কথোপকথন হইতেছিল । অন্তরে অন্তরে কমলমণি বুঝিতেছিলেন যে, স্বৰ্য্যমুখী কত দুঃখী। অস্তরে অস্তরে স্বৰ্য্যমুখী বুঝিয়াছিলেন যে, কমলমণি র্তাহার দুঃখ বুঝিতেছেন।—
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।