《, 없 অতঃপর রেদিন সংবরণ করিয়া, সুর্যমুখী কমলমণির সহিত অন্যান্য কথোপকথন করিলেন, এবং গভীর রাত্রে স্নেহভরে তাহাকে আলিঙ্গন করিয়া এবং “বাব ! আশীৰ্ব্বাদ করি, যেন তোমার মামার মত অক্ষয় গুণে গুণবান হও, ইহার বাড়া আশীবাদ আর আমি জানি না” এই বলিয়া সতীশচন্দ্রকে আশীৰ্ব্বাদ করিয়! তাহাদিগকে বিদায় করিলেন । পরে কমলমণিকে এক পত্র লিখিয়া বিছানায় রাখিয়া গৃহত্যাগ করিয়া দেশ ত্যাগী হইলেন । সে পত্রের কয়েকাংশ নিয়ে উদ্ধত হইল। ( > )
- ধে দিন স্বামীর মুখে শুনিলাম যে, অমাতে আর তার কিছুমাত্র সুখ নাই, তিনি কুন্দনন্দিনীর জন্য উন্মাদগ্ৰস্ত হইবেন, অথবা প্রাণত্যাগ করিবেন, সেই দিনেই মনে মনেপকেতু করিলাম, যদি কুদনদিনীকে আবার কখনওঁ পাই, তবে তাহার হাতে সমর্পণ করিয়া তাহাকে সুখী করিব । কুননিন্দিনীকে স্বামী দান করিয়। আপনি গৃহত্যাগ করিয়া ৰাইব ; কেননা, আমার স্বামী কুন্দনন্দিনীর • হইলেন, ইহা চক্ষে দেখিতে পারিব না । এখন কুন্দনন্দিনীকে পুনৰ্ব্বার পাষ্টয় তাহাকে স্বামী দান করিলাম। আপনিও গৃহত্যাগ করিয়া চলিলাম।”
( ૨ )
- — । আমি টাকা কড়ি সঙ্গে
লইলে লইতে পারিতাম, কিন্তু প্রবৃত্তি হইল না। আমার স্বামী, আমি ত্যাগ করির চলিলাম—সোণীরূপ সঙ্গে লইয়া যাইব ?” বঙ্গদর্শল । { ১০ম বর্ষ, ফান্ধন, ১৩১৭ ৷ ( e.) “তুমি আমার একটি কাজ করি ৪, আমার স্বামীর চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই ও । আমি তাহাকে পত্র লিখিয়া যাইবার জন্ত অনেক চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না-চক্ষের জলে অক্ষর দেখিতে পাইলাম না-কাগজ ভিfজয়৷ নষ্ট হইল। কাগজ ছিড়িয়া ফেলিয়। আবার লিখিলাম—অবির ছিড়িলাম— আবার ছিড়িলাম –কিন্তু আমার বলিবার ধে কথা আছে, তাহা কোন পত্রেই বলিতে পারিলাম না। কথা বলতে পাfরলাম না বলিয়া, উহাকে পত্র লেপ হইল না। তুমি যেমন করিয়া ভাল বিবেচনা কর, তেমনি করিয়া আমার এ সংবাদ তাহাকে দিও । তাহাকে বুঝাইয়া বলিও যে, তাহার উপর রাগ করিয়া আমি দেশাস্তরে চলিলাম না। র্তাহার উপর আমার রাগ নাই ; কখনও তাহার উপর রাগ করি নাই, কখনও করিব না । যাহাকে মনে হইলে আহলাদ হয়, তাহার উপর কি রাগ হয় ? তাহার উপর যে অচল। ভক্তি, তাহাই রহিল, ব ত দিন না মাটীতে এ মটী মিশে, তত দিন থাকিবে । কেননা, তাহার সহস্র গুণ আমি কখনও ছুলিতে পারিব না । এত গুণ কাহার ও নাই । এত গুণ কাহারও নাই বলিয়াই আমি তাহার দাসী । এক দোষে যদি তাহার সহস্র গুণ ভুলিতে পারিতাম, তবে আমি র্ত{হার দাসী হুইবার যোগ্য নহি। তাহার निरुक्ने श्रान्ति छाद्मव्र गङ विमान्नै श्श्णाय । জন্মের মত স্বামীর কাছে বিদায় লইলাম,