পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ b"S2 সকল বিবিধ কারণে চন্দনকুমারী ভরি জ।গাতন হইয়াই উঠিল এবং তাঃাকে এমন জায়গায় সঙ্গে করিয়া আনা যে রঘুনাথের নি তান্তই অপূর্বাচীন তা হইয়াছে, তাহ । অসন্তোবের সহিত প্রকাশ করিতে ক্রটী করিল না। রঘুর মা এত দিন পরে ছেলেকে পায়। দুঃখে অভিমানে কাদিয়া ভাসিতে লাগিলেন, কিন্তু বধুর ভয়ে কিছুই বলিতে সাহস করিলেন না। ঘথাসময়ে শ্র:দ্ধ প্রভৃতি হইয়া গেল, সস্ত্রীক রঘুনাথ ফিবিবার ব্যবস্থা করিতে লাগিল । রূপণ পিত। অনেক টাকা রাখিয়া গিংছিলেন । এবার রঘুনাথ শ্বশুরালয়ের নিকট পৃথক বাজী ভাড়া হইবে তাহার বন্দোবস্ত হইয়াছে । শুনিয়া তাহার মা কঙ্গিলেন “ আমাকেও নিয়ে ১ বাবা, এখানে কাকে নিয়ে থাকবে ?” রঘু উত্তর করিল “দেশ তো” কিন্তু চন্দন শুfনয়। রাগ করিতে লগিল বলিল তা তুমি আর তোমার ম৷ থেকে, আমুর বাপের বাড়ীতেই স্থান তবে ; *******ं द्वनं 'नरें इrनं ఫ్రో থাকতে পারবে না।” রঘু "re s-ofর সহিত মাকে জানাই ল—সে বাড়িতে বর কম তা তিনি গেলে না হয় সে নিজে নীচের ঘরে শয়ন করিয়া তাতাকে ঘর ছাড়িয়া দিতে পারে,খেfকার জন্ত একটা মুসলমান আল আনাইবার কথা ছিল তা না হয় তাহাকে আনিবার ব্যবস্থা এখন স্থগিদষ্ট করিবার চেষ্টা করিবে । উথলি ত অভিমান রুদ্ধ করিয়া বিধবা মলিত স্বরে কপিলেন—“থাক, কাজ নেই সে সবে, তোমাদের কষ্ট হবে, আমি এখানেই থাকলে ” মনের মধ্যে একটুথানি লজ্জাবোধ করিলেও রঘু ভাগকে একটু সাস্তুনা ও দিতে পারিল ন। সীতামারি হইতে ফিরিয়া বাষ্টবার পূর্বদিন বৈকালে চন্দন স্বামীর সহিত নদী তীরে বেড়াইতে গেল । এসব বিষয়েও সে লোক গঞ্জন গ্রাহ করিত ন। বলিয়াছি, তখন বর্ষাকাল ; পূর্বের মতন এবারও বাঘমতী জলে উচ্ছসিত হইয়া বঙ্গদর্শন । [ ১০ম বর্ষ, ফাঙ্কন, ১৩১৭ । উঠিয়াছে, ছুই ধারের শস্তক্ষেত্র সকল ভাসাইয়া দিয়াছে । জল দেখিঙে দেখিতেই ধন তর তর করিয়া বাড়িয়া উঠিতেছিল—বাঘমতীতে বন্য জাসিয়াছে । মাঠ জনপুঙ্কপ্রায়, গাছ গুলা বৃষ্টিধেীত হইয় গাঢ় সবুঙ্গ হইয়। উঠিয়ছিল. জলের মধ্য হইতে কোথা ও ছোট ছোট জনের। ভুট্টার গtছ মাখ। উচু করিয়া আছে, কোথাও সারগাছের সাদ।স্কুল জলের উপরে জল তরঙ্গের মতন বাতাসে কাপিতেছে। রঘুনাথ চন্দনের হাত ধরিয়া বেড়াইতে একটা পুষ্পিত মহুয়৷ গাছের তলায় অ.সিয়া দাড়াইল, ফুলে ফুলে গাছটার সবুজ পাতাগুলা প্রায় দেখা যাই হে ছিল না, এবং মহুয়ার তীব্র গন্ধে মোম দল আকুল হইয়। বহু দূর হইতে ছুটি সিতেছিল। চন্দন মুগ্ধলেত্রে দেখিতে দখি, ত ,লিল—“বt:, নদীটি বড় সুন্দর তো ! প্রদেশেও এমন জায়গা আছে !” রঘু হাসিয়া কহিয়া কহিল—তা আছে লক্ট কি, কোথা ও কেবল বন থাকতে পারে না । এই আমার ছোট বেলায় খেল র জায়গা" —বলিতে বলিতে তাহার স্মৃতি মন্দিরের রুদ্ধ কপট যেন সহসা খুগিয়া গেল । বিদায়ের সময়ে রোরুদ্যমান জননীর পাশ্ব রঘু একখানি পুরাতন পরিচিত মুখ দেখিল ! খুকীকে কোলে লইয়া—ও কে ? মতিয়া নয় ? মতিয়াই ত । রঘুর প্রশ্নে কে বলি-চিনতে পাচে না ? মতিয়ার ধে শুড় অসুখ, তোমরা যাচ্চ বলে ও কোন রকমে দেখতে এসেছে !” এ টু অপ্রতিভ হ ষ্টয়। মতিয়ার চক্ষের দিকে চাহিয়। রঘু বলিল,—কেমন আছিস রে মতিয়া ? তোর কি আজও বিরে হয় নি ?” মতিয়া কোন উত্তর দিল না, তার স্নান মু , প্রাস্তে একটু ক্ষীণ কালি দেখা দিল— সে তাড়াতাড়ি চোথ ফিরাইয়া লইল “চোখে কি পড়িল বুঝি”— 叠 “টে৭ ফেগ করবে না কি ?”—“ন না, এই যে যাই । খুকীকে দেরে মতিয়া ।” শ্ৰীঅনুরূপ দেবী ।