পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] উৎপল 88న “मङ्गो बफु श्हेब्राप्छ, माछात्र काप्छ “ও হোঃ ! তাহার পর ?” থাকে । শেষে কি সে সেই অভাশিনীর দৃষ্টাস্ত অনুসরণ করিবে ?”

  • অসম্ভব । আমি ত তাঁহাকে চোখে চোখে রাথিয়াছি । মঞ্জুলার চরিত্র পবিত্র। আর, সে অভাগিনীর স্বভাবও ত অনেক দিন

ংশোধন হইয়াছে।” “সে যাহাই হউক, এ ভাবে আর দিন যাওরা উচিত নহে। মঞ্জুলার বিবাহের কি চইল ?” “কিছুই হয় নাই। নানা কারণে তাহার উপযুক্ত বর যে সহজে মিলিযার নহে, তাহা রাজাধিরাজের অজ্ঞাত নচে ।” “মঞ্জুল কেন পর্মীতের জন্য অনুরোধ কfরল ?” “আমি যখন কারণ জিজ্ঞাসা করিয়াছিলাম, তখন তাহার মুখ আরক্ত হইয়া উঠিয়াছিল।” “বটে ? প্রমীতের সঙ্গে তাঙ্কার বিবাহ হুইলে কেমন হয় ?”

  • হইলে ত অতি উত্তম হয়, কিন্তু প্রমীতসেন যে বিবাহিত, ভtহার পত্নী বৰ্ত্তমান !” রাজাধিরাজ হাসিয়া বলিলেন ;– “মহারাজ অশোকের ত একের অধিক রাজ্ঞী বর্তমান ।”

স্বাঞ্জী ও হাসিয়া উত্তর দিলেন ;–: "রাজ মহারাজার পক্ষে যাহা সম্ভব ব! শোভন, অপরের পক্ষেও কি তাই ?” “নয় কেন ?— প্রমীতের অতুল সম্পত্তি । সে সম্মত হুইবে ?” “কাহায় কথা বলিতেছেন ?” ‘প্রণীতের কথা ।” “প্ৰমীত আর একদিন মঞ্জুলার গৃহে যাইয়। তাহার সঙ্গে দেখা করিয়াছে।”

  • প্রমীত মুগ্ধ হইয়া আসিয়াছে।” “खांश्च मणि।। * - * "চিত্ত হারাইয়াছে ** “তবে আর কি চাই ?” “রাজাধিরাজের অনুগ্রহ ।” “ঘটকতাটা আমাকেই করিতে হইবে ?” -

“না ; আমিও করিব না । কিন্তু প্রমীত যে মঞ্জুলার অনুরোধে কারামুক্ত হইয়াছে, সে কথা কোনরূপে তাঁহাকে জানাইতে হইবে ,** “কেন ?” “উভয়ে উভয়ের নিকট ঋণী থাক। ভাল । এক পক্ষ ঋণী থাকিলে অপর পক্ষেয় মনে অভিমান থাকিয়া যায় । সে স্থলে চিত্তেয় বিনিময় হয় না, ঋণী চিত্তদান করিয়া ঋণ পরিশোধ করে ।” - নীরব হাস্তে রাজাধিরাজের মুখ প্রভাসিত্ত হইয়া উঠিল । তিনি বলিলেন ;– “শুনিয়াছি, পিতামহ ঠাকুরের এক মন্ত্রী ছিলেন, তাহার নাম চাণক্য পণ্ডিত । রাজনীতি এবং অর্থনীতি-শাস্ত্রে তাহার সমকক্ষ আর কেহ ছিল না। কিন্তু বৃদ্ধ পণ্ডিত ঠাকুর আজ জীবিত থাকিলে, চিত্তবিনিময় শাস্ত্রেয় সুক্ষ বিচারে তোমার নিকট হার মানিতেন ।” রঞ্জীর মুখ হাসিময় হইল, তিনি বলিলেন ;— “চিত্ত বলিয়া যে একটা কিছু পণ্ডিত ঠাকুরের ছিল, তাহ শুনি নাই; সুতরাং তাহার দানবিনিময় হয় ত তিনি বুঝিতেন না।– অনেক স্ত্রীলোক চিত্তবিনিময় চায় না, অতদুর উচ্চ আকাঙ্ক তাহাদেয় মনে স্থান পায় ন, নিজের চিত্ত দান করিয়াই তাছায়া মুগ্ধ :