পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । বেদমতে সরস্ব তী বীকৃদেবী। সরস্বতীর রূপায় বেদমন্ত্র রচিত হয় । সরস্বতী এবং শিরোর মহাশয়ের চতুষ্পাঠী 8C: “ঘোর হিরণ্যবর্তনীঃ বৃত্ৰয়ী” তাই মহিষাস্থর বধে সরস্বতী ভগবতী সুৰ্য্যার সঙ্গয় হইয়াছেন। তাছার ভূষণ তার'-ৰীণ এবং তাহার বাহন তারা-হংস (Cyghus). ভারণদশক । শিরোর তু মহাশয়ের চতুষ্পাঠী প্রচণ্ড, নক্ষ রূপপগামিনী এবং অন্ধকারবিনাশিনী। যথা –খ ৬৬১.৭ বঙ্গদেশের পবিত্র সারস্বতধাম নবদ্বীপের বিদগ্ধজননী অথব পোড়াম তল হইতে একটা সবল রাজপথ পশ্চিমাভিমুখ হুইয়া e/বুড়াশিবের কোঠা, ওলাদেবার মন্দির ও পাড়ার মার তলা অতি ক্ৰম কfরয়া নদীয় ও বদ্ধমান জেলার সীমাব্যঞ্জক পল তা বা আদিগঙ্গার খাত পর্যন্ত গিয়tছে । এই পথের বাম পাশ্বে ওল'দেবী তলার সম্মুখে শিরোরভু মহাশয়ের চতুষ্পাঠী ছিল । দক্ষিণদ্বারা ও উত্তরদ্ধারী ছুইটী মৃন্ময়-ভিত্তিবিশিষ্ট চণ্ডীমণ্ডপ । উহার মেঝে, বারীন্দী, সিড়ি প্রভৃতি পাকা সিমেণ্ট করা । পুৰ্ব্বদ্বারী সুদীর্ঘ গৃহশ্রেণী, উগঙে প্রার সাত আটটী ঘব । প্রত্যেক ঘরের অদ্ধাংশ উচ্চ, উহাতে বিদ্যার্থিগণ শয়ন ও উপবেশন করিতেন এবং অপর নিম্নৰ্দ্ধে পাকের উনোন ও আঞ্চারেয় স্থান । প্রত্যেক ঘরে একটা করিয়া দরজা ও উচ্চার সমস্থত্রপাতে ক্ষুদ্র আকায়ের একটা করিয়া জানালা । পুৰ্ব্বদিকে বাগান ; উছাতে পেপে, কদলী, নিম, বেগুন, মেটে জালু, লঙ্কা, নটেশাক, পেয়ারা, ফজলি আম প্রভৃতির গাছ। উঠেনেয় চক্ষুদিকে দোপাট, গদা, কৃষ্ণকলি প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্প-তরুশ্ৰেণী । তদ্ভিন্ন চতুষ্পাঠী গৃহ-শ্রেণীর উত্তর ভাগে দক্ষিণদ্বারী চণ্ডীমণ্ডপের পশ্চিম পাশ্বে সমতলভূমিতে একটা বড় বিম্ব তরু ও একটা চম্পক বৃক্ষ শোভা পাইত। চতুষ্পাঠী গৃহশ্রেণীর দক্ষিণাংশে বৃহৎ কুপ বিদ্যমান। এই চতুষ্পাঠীর অধ্যাপক স্বৰ্গীর কৃষ্ণকান্ত শিরেরত্ন মহাশয় নবদ্বীপের বিশ্রুতনামা পণ্ডিতগণের অন্ততম । তিনি নবদ্বীপের প্রধান নৈয়ায়িক ৮হরমোহন চূড়ামণি ও প্রধান স্মর্ত ৬/ব্ৰজনাথ বিদ্যারত্ন মহাশয়দ্বয়ের কিঞ্চিৎ পরবত্তী মহামহোপাধ্যায় yভুবনমোহন বিদ্যারত্ব, yপ্রসল্লচন্দ্র ওর্কয়ত্ব, ৮হরিনাথ তর্কসিদ্ধাস্ত, মহামহোপাধ্যায় ৬/রাজকৃষ্ণ তর্ক পঞ্চানন প্রভৃতি অধ্যাপক মহোদয়গণের সমসাময়িক । মহামহোপাধ্যায় vধন্থনাথ সাৰ্ব্বভৌম, মহামহোপাধ্যায় ৮মধুসূদন স্মৃতিরত্ন ও yশ্ৰীনাথ শিরোমণি প্রভৃতি অধ্যাপক মহোদয়গণ র্তাহার পরবর্তী। শিরেীরত্ব मश*ब ब्रांप्नौब्र cथमॆी बांक्रt१ब्र उत्र-कूजैौन এবং বংশসম্ভুক্ত। তাহার বংশোপাধি বন্ধ্যো পাধ্যায়। তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার