পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] করির মাসে মাসে প্রকাশ করিতে লাগিলেন। কেবল পদ্ধ ছাপাইলে মাসিকপত্র চলে না, গদ্যও প্রকাশিত হইতে লাগিল। গল্প যখন গদ্যে রচিত হয়, এবং গল্পের দৈর্ঘ্য যখন নিদিষ্ট নাই, তখন সুকুমার সাহিত্যের সেবা দিন কতক বেশ চলিয়াছিল । গল্পলিখন-প্রবৃত্তির তাড়নাতেও দুষ্ট এক মাসিকপত্রের জন্ম হইয়াছে । যে-সে গল্প যখন মাসিক পত্রের সম্পাদক ছাপাইলেন না, গল্পলেখক প্রতিজ্ঞা করিলেন স্বয়ং মাসিকপত্র সম্পাদন করিবেন । জল্পক বন্ধুবৰ্গ একত্র হইলেন, নুগুন মাসিকপত্রের জন্ম হইল। পূৰ্ব্বে বাঙ্গালী শুধুই বকে ৰলিয়া একটা দুর্ণাম ছিল ; এখন বাঙ্গালী কিন্তু লিখিয়া বকিতে শিখিয়াছে । সব মাসিকপত্র দেখার ভাগ্য হয় নাই ; কিন্তু যত দেখিয়াছি, গল্প নাই এমন সাধারণ মাসিক পত্র দেখি নাই। পত্রাঙ্ক অল্প হউক, পত্রের উদ্দেশু যাহাই হউক, গল্প চাই । দেশে এত গল্পও ছিল ! গল্পের মতন গল্প পাইলে পাঠকের অসন্তোবের কারণ থাকিত না ; নিজ-ব্যবসায়কৰ্ম্মে ক্লাস্তু মন গল্প পড়ির শ্রান্তি বোধ কল্পিত । কিন্তু ষে দেশে কথা ও গল্প, কখা ও কাহিনী, কথা ও উপন্যাস, কথা ও বাক্য, রুথ ও বার্তা একাৰ্থবাচী হইয়াছে, সেদেশে মাসিকপত্রের গল্পের প্রকৃতি নিরূপণ করা দুরূহ। গল্প শব্দের বৃথা আড়ম্বরে নহে, কাহিনীর দৈর্ঘ্যেও নহে । অথচ ভাষার শব্দের গুণে ও গল্প মনোহারী হইতে পারে। বস্তত্তঃ আমরা যেমন মল্পকে তাহার বষ্টি সঞ্চালন করিতে দেখির বিস্থিত হই, লেখককে শৰ লইয়া লীলা করিতে দেখিলেও ৰিস্মিত হই । আখ্যায়িকা · বাঙ্গীলা মাসিকপত্র 84.5 গল্প নহে, অথচ আখ্যায়িকা থাকিলেও গল্প হইতে পারে। বিসদৃশ ঘটনার সমাবেশও গল্প নহে, কিন্তু তেমন স্থানে সমাবেশই গল্পের প্রাণ হইতে পারে । কিসে গল্প সার্থক হয়, সরস হয়. তাছা বলিতে পারি না । কিন্তু জানি, যুবক-যুবতীর প্রেমাভিনয়, মানভিমান ঈর্ষাদ্বষ, অতৃপ্ত বাসন প্রভৃতি না থাকিলেও চমৎকার গল্প হইতে পারে । এরূপ গল্প বাঙ্গালt ভাষায় রচিতও হইয়াছে । অবশ্য দু লাভ হইয়। আছে । কারণ কবিত্ব কলার দ্যায় গল্পরচনাও কলা-বিশেষ । অল্প কথায় গল্পের নায়ক নারিকার মনের একটা ভাব যিনি প্রকাশ করিতে পারেন, তাহার আদর হইবেই। ক্রেতার রুচি অনুসারে বিক্রেয় পণ্য উৎপন্ন হয়। গল্পের বাজারেও যদি এই নিয়ম থাকে তাহা হইলে বাঙ্গালী পাঠকের কলাজ্ঞান মার্জিত হয় নাই। লন্ধ পণ্য অনুসারেও ক্রেতার রুচি পরিবর্তিত হইতে পারে । যদি সম্পাদক মহাশয় কলার, আদর্শ উচ্চে ধরিয়া রাখেন, তাহার পত্রের পাঠকেরও আদর্শ উচ্চ হইতে থাকিবে । আমি যে যাবতীয় মাসিকপত্রের গল্প সবই পড়িয়াছি এমন দহে। কিন্তু নুতন মাসিকপত্র পাইবামার তাহার স্বচীপত্রে চোখ বুলাইয়া দেখি, গল্প কবিতার দুই এক ছত্র পড়ি । ছেলে মেয়ে লইয়া কায়ক্লেশে সংসারধাত্রা নিৰ্ব্বাহ করিতে হয়, বিলাসবিভ্ৰমে “চটুল’ চাপল্যে দিনপান্ত হয় না । গল্প পড়িয়া ছিড়ির ফেলিতে হইয়াছে, মাসিকপত্রে কবিতা পড়িয়। সে পত্র-প্রেরণ নিষেধ করিতে হইয়াছে। কেবল ৰপ্তমান লেখকের নছে,শুনিয়াছি আরও অনেক *ाठ८कब्र बटन जां★क. जग्निब्रांcछ् । श्रृंझ ७