৯ম সংখ্যা । ] ভক্তের পবিত্র দুঃখ কম্পিত হস্ত দ্বারা অ হল জলরাশির অগাধ বক্ষে নিমজ্জিত হইয়াছিল ; উৎকল-কলিঙ্গে হাহাকার উঠিয়াছিল ! এ প্রস্তাবে দুৰ্ব্বত্ত কালপাহাড়ের সকৃত পাপের প্রায়শ্চিত্ত, পরিদেবনাময়, পরি তাপময়, শোচনীয় পরিণাম বলিবার অবকাশ নাই। পাঠকবর্গের জানিবার আকাঙ্ক। হইলে “বঙ্গের সামাজিক ইতিহাপ” পাঠ করিতে পারেন । কটকছুর্গ মুসলমানের হস্তগত হইয়। মুসলমান-রাঙ্গ প্রতিনিধির বিলাসনিকেতন হইয়। উঠিল, মুসলমানের হিন্দুর মত কটকফুর্গের ব্যবহার করিতে লাগিলেন । দুঃখের বিষয় ! সভ্য ইংরাজ রাজার হস্তে পড়িয়া কটকদুর্গের আর তাদৃশ ব্যবহারের সৌভাগ্য রহিল ন । পাবলিক ওয়ার্কসের নির্দয় হস্ত সেই দুর্গের অস্থিপঞ্জীরগুলি একে একে নির্দয়তাবে উন্মুক্ত করিয়। রাজপথে ও অন্যান্স কার্য্যে নিয়োজিত করিতে লাগিল । বিজ্ঞ ম্যালি সাহেবও এ জন্ত ইঙ্গিতে দুঃখ প্রকাশ করিয়ছেন ।* লর্ড কর্জনের লোকে যতই কেন দেখি কীৰ্ত্তন করুক না, তিনি যে ভারতের প্রাচীন কীৰ্ত্তি রক্ষা করিবার জন্য বদ্ধপরিকর ছিলেন, তিনি যে ভারতের প্রাচীন গৌরবের নিদর্শনস্বরূপ প্রাচীন গৌধ, উৎকল-প্রসঙ্গে ।
- “The Public Works Department, in carly vandal days, stripped the old buildings for the sake of their stone, which they used for the False Point light-house and other buildings as well as for metalling the roads, and thus converted the fort into an unsightly series of mounds, and the ground within the moat into a wilderness of stone pit.”
8৩৯ প্রাচীন সেতু, প্রাচীন গুহা রক্ষা কুরিবার জন্ত র্তাহার বত্বের একশেয ছিল, তিনি ধে এজন্ত গৌড়ের দুর্গম অরণ্যানীতে পর্যন্ত প্রবেশ করিয়াছিলেন, এ কথা কৃতজ্ঞহৃদয়ে ভারতবাসীর একান্ত স্বীকার্য্য ; কটক তুর্গের ধ্বংসের পুৰ্ব্বে যদি লর্ড কর্জন এদেশে আfলতেন ; তবে আমরা দুর্গের এরূপ শোচনীয় পরিণাম দেখি তাম না । কটকে অনেক দেবমন্দির ও তাহাতে অনেক দেবমূৰ্ত্তি ছিল, ইতস্ততঃ তাহার অনেক নিদর্শন পাওয়া যায় । আমি যে বাড়ীতে বাস করিতেছি, তাহার অদূরে একটি শিবের নুতন ক্ষুদ্র মঠের কুরঙ্গীতে একটি বরাহদেবের স্বন্দর মূৰ্ত্তি রহিয়াছে । এইরূপ নন। স্থানে নানা দেবমূৰ্ত্তি অযত্নে ब्रक्रिड श्ब्रां८छ् । उँींशद्रां श्न्गूि-नद्रनाद्रौद्र মনে দেব ভাব জাগ্রত করিবার জন্ত, হিন্দু নরনারীর সভক্তি পুজোপহার গ্রহণ করিবার জন্য অবস্থিত নহেন, প্রত্ন তত্ত্বান্বেষীদিগের প্রত্ন তত্ব-জ্ঞানের উন্মেঘণ করিবার জন্ত, ভাহাদিগকে প্রাচীন ভারতের শিল্প কলা বুঝাইবার জন্য যেন মলিনভাবে অবস্থিতি করিতেছেন । মহানদীর বেলাভূমিতে গড়গড়েশ্বর মহাদেবের মন্দির রহিয়াছে, প্রকম্পিত হইয়৷ পৃথিবী অন্যান্য প্রাচীন মন্দিরের মত তাহার অৰ্দ্ধাংশ উদরস্থ করিয়াছে, পরবর্তী সময়ে সেই মন্দিরের অভ্যন্তরে অবতরণ করিবার উদ্দেশে সোপান নিৰ্ম্মিত হইয়াছে । মন্দিরের অগ্রভাগে প্রস্তরনিৰ্ম্মিত সুন্দর বৃষভমূৰ্ত্তি ; মন্দিরের সেই অংশ ভূমিকম্পে প্রোধিত হয় নাই, হয় ত উং পরবর্তী সময়ে