পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৯২ স্বত্ৰ—তিনি তাছার উত্তরসাধক নছেন ; যে আত্মম্ভরিতা ও স্বাজাত্যের অহঙ্কীয় জাতিকে বিভ্রান্ত করিয়া তুলে, পরজাতি-বিদ্বেষ স্থষ্টি করে, তাহার গানে তাহারই স্বর বাজিয়াছে । প্রাচ্য ও প্রতীচ্যে আজ যে এই ছাড়াছাড়ি ভাব —কৃষ্ণের প্রতি শ্বেতের এই যে ঘুণ—যাহার প্রভাব অষ্ট্রেলিরা, কালিফোণিরা, দক্ষিণ আফুিকা, কানাডা সৰ্ব্বত্রই আমরা দেখিতে পাইতেছি,—কিপলিং ভtহার পরিপুষ্টির জন্ত কম সাহায্য করেন নাই। তিনিই প্রথমে গাছিয়ছিলেন,— “The East is Fast, and West is West Never the twain shall meet.” তাহার এই বাণী যে মানব-সভ্যতার কত অনিষ্ট করিয়াছে, তাছা হয়ত তিনি জানেন না । তাছায়ই গল্পে কাহিনীতে তিনি ভারতবর্ষীয়দিগকে এমন করিয়া চিত্রিত করিয়াছেন যে, তাহারা পাশ্চাত্যজাতির চক্ষে আভাস্ক চীন ও বৰ্ব্বর বলিয়া প্রতিভাত হইয়াছে। দৃষ্ট স্ত *** “Plain Tales from the Hills'এর উল্লেখ করিতে পারি। বৈজ্ঞানিক তাঙ্গার মতবাদ প্রচার করেন, কিন্তু তাছার প্রকৃত বিকাশ হয় সাহিত্যে ও কবিতায় । জনসাধারণ বৈজ্ঞানিক অপেক্ষা কবির বাণীতেই বেণী অঙ্ক প্রাণিত হয় । তাই ডারুইন ও হাক্সলি অপেক্ষ, তাছাদের গায়ক কিপলিংই আধুনিক পাশ্চাত্য সভ্যতার উপর বেশী প্রভাব বিস্তfর করিয়াছেন । অপরপক্ষে ভারতবর্ষের সেই বিস্তুতপ্রায় गडाफ़ीब्र-नशशङ्कठिद्र ७ ८८८मब्र-विश्वমৈত্রীর ও ভালবাসার সেই পুরাতন আদর্শের, বিশেষ বিকাশ হুইয়াছে আমাদের রবীন্দ্রনাথে। বঙ্গদর্শন [ ১৩শ বর্ষ, আশ্বিন, ১৩২০ ভারতমাতার মন্দিরে হোম-ভস্মের মধ্যে যে বহিস্কৃলিঙ্গ লুক্কায়িত ছিল, তিনিই আজ তাহাকে ভাল করিয়া জালাইয়া তুলিয়াছেন । শ্রীকৃষ্ণের বঁাশী তাহার প্রাণে বাজিয়াছে ; ভাই বিশ্বস্বষ্টির মধ্যে যে সংগ্রামের s বিরোধের, প্রতিদ্বন্দ্বি তার ও সংঘর্ষের কোলাহল উঠিতেছে, তাহার দ্বারা আচ্ছন্ন না হইয়া, সেই সকল সংগ্রাম ও সংঘর্ষের মধ্যেই যে প্রেম ও মৈত্রীর মধুর সঙ্গীত ধ্বনিত হইতেছে, রবীন্দ্রনাথ আপনার বীণ! সেই মুরেই বাধিয়াছেন । কিপলিংএর গান শুনিয়াছেন ; এইবার রবীন্দ্রনাথ কি গাহিতেছেন শুকুন— “হে মোর চিত্ত, পুণাতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে : হুেথায় দাড়ায়ে বাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে । 钵 :مجي 身 事 রণ-ধারা বাহি, জয়গান গাছি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ, গিরিপৰ্ব্ব ত যার! এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ লঙ্গে নষ্ঠে দর, আমার শোণিতে রয়েছে ধ্বনিতে eার বিচিত্র মুর । 事 o 擊 এসহে আৰ্য্য, এস অনার্য্য হিন্দু মুসলমান, এস এস আজ তুমি ইংরাজ এস এস খৃষ্টান, এস ব্রাহ্মণ গুচি করি মন ধর হাত সবাকার, এস হে পতিত কর অপনীত । সব অপমান ভার ” কোন সাহলে কবি এই গান গাহিতেছেন? ·