পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ্যা । ] বিশ্বনাথের মঠ সুবর্ণ পত্রে আবৃত, করিয়াছেন । এই বৃহৎ দেব প্রাসীদের পুরোভাগে শত হস্ত উচ্চ অরুণ-স্তম্ভ ছিল ; সেটি এক্ষণে শ্ৰীক্ষেত্রে নীত হইয়া পুরুষোত্তমের ভ্রমন্দিরের সম্মুখে স্থাপিত রহিয়াছে। এক্ষণে স্বৰ্য্যদেবের মন্দিরটি নাই, আছে কেবল নাটমন্দির। সেই নাটমন্দিরের উচ্চতা, তাহার ভাস্কৰ্য্য, তাহার স্থাপত্য ও উপরিভাগে উত্তোলিত সুবৃহৎ প্রস্তরখণ্ড দেখির ইংরাজ দর্শকমাত্রই বিস্মিত হুইয়াছেন। নাটমন্দিরেরও চুড়া ও কুম্ভ ভগ্ন হইয়া গিয়াছে। নাটমনি রটি ১২৮ ফিট উচ্চ। নয়টি সোপানের উপরে উত্তীর্ণ হইলে গৃহের সুবৃহৎ অত্যন্তয় ভাগ বিস্মিত চক্ষুর উপরে পতিত एब्र । शृ८श्द्र झाग कम्नि-पञ्भाग्न छ°itब्र স্থাপিত নয়, প্রাচীন পদ্ধতি অনুসারে খিলান । মেলি সাহেব অনুমান করেন, প্রকৃত স্বৰ্য্যমন্দির ১৯০ ফিট উচ্চ ছিল ; কিন্তু আইন-ইআকবরির গ্রন্থকার স্বচক্ষে দেখিয়া লিখিয়াছেন, স্বৰ্য্যমন্দির ২২৫ ফিট উচ্চ। চতুর্দিকের প্রাচীর ১৫ • হস্ত পরিমিত উচ্চ, পাশ্বের বিস্তৃতি উনিশ হাত । প্রাচীরের তিনটি তোরণ আছে, পুৰ্ব্ব তোরণ দ্বারে দুইটি মুদৃগু প্রস্তয় ক্ষোদিত হস্তী, পশ্চিমে উচ্চ অশ্বদ্বয়ের উপরে বীরবেশে সজ্জিত আশ্বারোহী-স্বয়. छेखद्रषItव्र निश्यषि ठ एखौषग्न । शूर्ति স্বায়ের উপরে উনিশ ফিট উচ্চ নবগ্রহের মূৰ্ত্তি আছে। গৃহের ছাদে ও নবগ্রহের মূৰ্ত্তি অঙ্কিত রছিয়াছে। ১৫০ ফিট উচ্চে অবস্থিত, চুড়ার নিকটে সম্মুখভাগে নিঃসারিত, হস্তীর উপরে সন্নিবেশিত প্রকাও সিংহমূৰ্ত্তি উত্তোলিত ও স্থাপিত হইয়াছে। ৬ উৎকল-প্রসঙ্গে । 880 হস্তী ও সিংহের প্রতিকৃতিটি ২০ ফিট উচ্চ। কি করিয়া এই প্রকাও মূৰ্ত্তি অক্ষতৰূপে অত্যুচ্চ স্থানে উথাপিত হইয়াছে ? কি कब्रिब्राहे शl *क्लि किल्ले शन फूश् शंछांद्र छैन ( ¢8 शॉछाँग्न 4० ० ग१) eछ८मग्न इश्९ বৃহৎ প্রস্তরখণ্ড সেই উচ্চ মন্দিরের শিরেভাগে উত্তোলিত হইয়া সংযোজিত হইয়াছে ? ফাগু সেন সাহেব বিস্মিত, মেলি সাহেব বিস্মিত, আরকিউলজিক্যাল বিভাগের ডিরেক্টার জেনেরাল মাসেল সাহেব বিস্থিত ; বিস্ময়ের আরও কারণ, চতুর্দিকে ২৫ মাইলের ভিতরে কোনও রূপ প্রস্তরেয় খনি নাই, যে ষ্টেটিট (Steatite)প্রস্তরের ব্যবহার হইয়াছে, তাহার খনি ৮• মাইলের ভিতরে নাই * এই প্রস্তরগুলি দুর হইতে আনীত হইয়াছে, তবে কি সে সময়ে ভীষণ সমুদ্রের বক্ষে হিন্দুদিগের সুবৃহৎ পোতের ইতস্ততঃ বিচরণ ছিল ? সুবৃহৎ প্রস্তরখণ্ড উচ্চে উঠাইবার জন্য হিন্দুর কপিকলের ব্যবহার জানিতেন ? জেনারেল মাসেল সাহেব বলেন, ফাগু সেন সাহেব ইহার অৰ্দ্ধাংশ দেখিয়াই বিস্ময়ে অভিভূত হইয়াছিলেন। তখনও স্বর্য্যের রখ ও অশ্ব ভূগর্ভ হইতে উত্তেলিত হয় নাই । যাহার অপুৰ্ব্ব কারু • "This colossal figure was cut out of two solid blocks of stone, and both these stones had to be raised to a height of 150 feet above ground, where they were fastened into the wall.”—Report, Arch. Surv., Ind., pp. 48-49.

  • “There are no stone qmarries within a radius of 25 miles, and no steatite slabs like those found in the temple are available within 80 miles.”-Report, Arch. Surv. Ind.» pp. 48-49.