পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } বলির দ্বারে (Equinox ) হরি বদ্ধ হইলেন । ক্রমে হরি-স্বৰ্য্য বলির মস্তকোপরে উঠিয়া সৌম্য ধ্রুব হইতে যাম্য ধ্রুব পর্যন্ত কিরণ বিস্তার করিয়া বিরাট মূৰ্ত্তি ধারণ করিলেন। বনবাপী “নমস্তে বামন P বলিয়া সাষ্টাঙ্গে বালসূৰ্য্যকে প্ৰণিপাত করিলেন । বলি বামনের বাহন হইলেন এবং ‘বলির দ্বারে বামন বদ্ধ’ প্রবাদ রাটিল । ভক্তিশূন্ত সফোক্লিস দেখিলেন অন্ধ বলি বামন স্কন্ধে লইয়া পথ দেখিতে পাইলেন । strith" zēts è stattoi “Dwarf on the Giant” প্রবাদ ভাসিল ; বনবাসী দেখিলেন যে কালপুরুষ-মণ্ডলে (Orion ) মুন্দর ময়ুরপৃষ্ঠে স্কন্দদেব বসিয়া আছেন । স্কন্দদেবের শিরোদেশে তারা কুকুট অবস্থিত রহিয়াছে । ময়ূর ও কুকুট উভয়েই রণদুৰ্ম্মদ, উভয়েই পরম রূপান। স্কন্দদেব চীন হইতে পেরু পৰ্য্যন্ত রণবীর কুমার খ্যাতি পাইলেন। যোদ্ধতারা (Bellatrix) ত{হার সাক্ষা । গ্ৰীসদেশে $xià Kanda-on [= the Prince] থ্যাতি

  • ) [ECGJA í Scandinavia S s*f3 ${E} ই হল । আবার নারীবেশে কুমারী ময়ূর-পৃষ্ঠে উঠিতে রাজি কি না সন্দেহ । তাই পড়ি— “ময়ুরকুকুটবৃতে মহাশক্তিধরেহনৰে । কৌমারীরূপসংস্থে চ নারায়ণি ! নমোহস্তুতে ॥”

( চণ্ডী ) GħHCHt" stata ( Orion ) “Cock’s fort উপাধিমাত্র পাইয়াছিলেন । ময়ূর বুঝি গ্ৰীসদেশে নাই ? তারাস্তবক মাস্ত্রীজে পুষ্যা নক্ষত্র । পুষ্যরথে হরি উঠিলেই বর্ষ আরম্ভ হইত এবং নববর্ষের আগমন নক্ষত্র-পূজা 4454 (Bee-hive). J)ጫ ጫ রথযাত্রীর দিনে হরির বাহন পুষ্য রথ, গরুড় নহে r অয়নাংশের গতির ফলে êg-oats fo (Summer Solstice ) কর্কট-রাশিস্থ পুষ্য-নক্ষত্র ছাড়িয়া মিথুনরাপিস্থ আদ্রনিক্ষত্রে আসিয়াছে । রথযাত্রার দিলে গোল বাধিল । সুচতুর মন্ত্রজীবী ঠকিবার নহে । “আষাঢ়স্ত সিতে পক্ষে দ্বিতীয়া পুষ্য-সংযুক্তা’, বচনের বলে হরির রথ আরোহণ চলিত হইল। "মধু অভাবে গুড়ং দপ্তাৎ” বচনের নজীরে মিথুন-রাশিস্থ হরি রথে উঠিলেন এবং রাশিচক্র পরিভ্রমণ উলট রথে দেখাইলেন । দুঃখ এইমাত্র যে দক্ষিণ-অয়নগামী হরির রথ দক্ষিণে যাইবে । উত্তর অয়নগামী হরির রথ উত্তর-অভিমুখে চলিবে । মূল অভিনয় কেহ দেখে ও ন-বুঝেও না । ধিনি উপদেশ দিবেন তিনি দক্ষিণ গণটে বাধিয়া প্রস্থান করেন । হাটুরের ষে দিকে রাস্তা পায় সেই দিকে রথ টানে আর রথে গেtল বাধায় । হরির কি বিড়ম্বন দেখ । বর্ষারম্ভে রুদ্র স্বৰ্য্য মহান শ্ব' নক্ষত্রে ( Dog Star ) উপনীত হইয়া থাকেন । তখন বুরোপে “কুকুর দিন’ ( Dog days ) উপস্থিত হয়। ভারতে রুদ্রদেব বলদ ছাড়িয়া কুকুরের পৃষ্ঠে চড়েন । তাহার নাম হইল “শ্বাশ্ব” । সেকালে হরি-স্বৰ্য্য পুষ্যানক্ষত্রে উঠিলে তৎপরদিন তিনি তারা-জলসপের ( Hydra ) পৃষ্ঠে ভর করিতেন । হরির শয়ন আরম্ভ হইত। জলসপ কৰ্কট হইতে বৃশ্চিক পৰ্য্যন্ত লম্ববান রহিয়াছে। তারা চিত্র দেখ, সত্য কি মিথ্যা । জলসপ অনস্তসপ নাম ধারণ করির স্বৰ্য্য-হরিকে বৃশ্চিক রাশিতে লইয়া হাজির করিলেন । অগ্রহায়ণ মাসে উত্থান একাদশীর হইত ।