৫ম সংখ্যা ] آم এবং ইহাদের বহু পরিশ্রমের ফলে এই শিল্পসমিতি স্বচারুরূপে সম্পন্ন হইয়াছিল। এই শিল্পপ্রদর্শনীর দ্রব্যাদি পরে (১৮৮৬ খৃষ্টাব্দে ) নবনিৰ্ম্মিত এলবার্ট হলে রক্ষিত হয় । স্বগীয় মহারাজ রামসিংহ রাজ্যের ও প্রজার হিত কল্পে যে সকল সদনুষ্ঠান আরম্ভ করিয়া গিয়াছিলেন তাহার উপযুক্ত উত্তরধিকারী মহারাজ মাধেসিংহ সে সকল সযত্নে রক্ষা এবং তৎসমুদয়ের উন্নতিবিধান করিয়াছেন। শিক্ষাবিস্তার সম্বন্ধে জয়পুর বৰ্ত্তমানে রাজপুতানার মধ্যে সৰ্ব্ব প্রধান স্থান অধিকার করিরাছে । ১৮৭৩ খৃষ্টাব্দে জয়পুর কলেজে এফ এ শ্রেণী খোলা হয় ; তারপর ১৮৮৮ সালে ইহাতে ধি এ এবং ১৮৯৬ সাল হইতে এম এ, বি, এস সি, এম্ এস সি পর্যন্ত অধ্যাপনা হইতেছে। সংস্কৃত কলেজের ও বিশেষ উন্নতি হইয়াছে। এক্ষণে বহু ছাত্র এই কলেজ হইতে কাশী এবং কলিকা তা বিশ্ববিদ্যালয়ে উপাধি-পরীক্ষায় উত্তীর্ণ হুইতেছে । কলেজের সংস্রবে আরবিক ও পারসিক ভাষা শিক্ষার জন্য পৃথক বিভাগ আছে। এতদ্ব্যতীত জয় পুরে শিল্প-বিদ্যালয় এবং রাজ্যের নানা স্থানে প্রাথমিক ও বালিকা-বিদ্যালয় স্থাপিত হইয়াছে। রাজপুতানার দ্যায় প্রদেশে কেবল মাত্র বৃষ্টির জলই কৃষকের ভরসা। অনাবৃষ্টি বা অল্পবৃষ্টি হইলে প্রগর দুর্দশার সীমা থাকে না । প্রজfপালক মহারাজ জয়পুরের এই দুঃখ নিবারণের জন্ত প্রায় অৰ্দ্ধকোটি মুদ্রা ব্যয় করিয়া রাজ্যের নানা স্থানে মুবুহুৎ বধ বাধিয়! তাছা হইতে জল প্রণালী কাটাইয়া দিয়া কৃষিকার্য্যের সুবিধা এবং দুর্ভিক্ষ রাও বাহtgর সর্দীর সংসারচন্দ্র లిసి) নিবারণের উপায় করিয়া দিয়াছেন । ১৮৯৮ সালে জয়পুর রাজ্যে যে ভীষণ তুর্ভিক্ষ হয় ; সে সময় মহারাজ, প্রজারক্ষার্থ অকাতরে রাজকোষ খুলিয়া দিয়াছিলেন। রাজ্যের নানাস্থানে বুভূক্ষু প্রজার জন্ত অন্নপত্র খোলী ইইয়ছিল । সে সময় মন্ত্রিবর কাস্তিচন্দ্র হষ্টতে নিম্নতম কৰ্ম্মচারী পর্য্যন্ত সকলেই কে বলমাত্র ক্ষুধাৰ্ত্তের অtহার দান এবং পীড়তের সেবা-কার্ঘ্যে নিযুক্ত ছিলেন- - রাজ্যের অন্ত সমস্ত কাজ বন্ধ হইয়া গিয়াছিল । কোটি মুদ্রা ব্যয় করির প্রজাবৎসল মহারাজ এই ছর্দিনে তার পুত্ৰোপম প্রজাগণকে রক্ষা করিয়াছিলেন । নিজের উৎসাহ অস্যের মনে সঞ্চারিত করা কান্তিচন্দ্রের এক প্রধান শক্তি ছিল—তাই সকলের ঐকান্তিক চেষ্টায় এই দুর্ভিক্ষনিবারণ-ব্যবস্থ। সকলেরই দৃষ্ট আকর্ষণ করিয়াছিল । তাহার ফলে গভর্ণমেণ্ট ১৮৯৯ খৃষ্টাব্দে কান্তিবাবুকে “ছভিক্ষ কমিশনের” সদস্ত নিযুক্ত করেন । নিজ রাজ্যে দুর্ভিক্ষে প্রজার অবস্থা দেখিয়াই করুণহৃদয় মহারাজ সমগ্র ভারতের ছভিক্ষ নিবারণের জন্য এক ধনভাওfর স্থাপনের উদ্দেশু্যে-গভর্ণমেণ্টের হস্তে প্রথমে ষোল লক্ষ টাকা দান করেন এবং ক্রমে ক্রমে অশল্পও ১০১২ লক্ষ টাকা এই ভাওরে দান করিয়াছেন। মোগলসম্রাট দগের সময় হইতে, কি ভারতে কি বিদেশে জয়পুরের রাজগণ, বরাবর সম্রাটুদিগকে যুদ্ধক্ষেত্রে সহায়ত করিয়া অলিতেছেন। মহারাজ-ভগবান দাস, मशब्रांज माननिश् ७ छद्रनिरस्रुद्र कोर्डिं ইতিহাস জলন্ত অক্ষরে প্রচার করিতেছে।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।