পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] এষা । - 86 • Forgive these wild and wandering crics, Confusions of a wasted youth : Forgive them where they fail in truth, f And in thy wisdom make me wise. অক্ষয়কুমারের এষা’র শেষ কবিতাট এই : -- হা প্রিধা—শ্মশান-দগ্ধ, হু ও পরকাশ ! ত্যজিয়াছ মৰ্ত্তভূমি, তবু আছ —আছ তুমি ! তুমি নাই –কোথা নাচ, হয় না বিশ্বাস । এত রূপ গুণ ভক্তি, এত প্রীতি অমুরক্তি-- স্বজনে যে পূর্ণতার নাহি ক ৰিনাশ ! নয়—এ মরণ নয়, দু’দিন বিরহ ! আলোকে স্ব-বর্ণ ফুটে, আঁধারে স্বগন্ধ ছুটে ; মিলনে নিঃশঙ্ক প্রেম—ঘত্ব অনগ্ৰহ । বিরহে ব্যাকুল প্রাণ— সেই জপ তপ ধ্যান, - সেই বিন নাহি আন, সে-ই অহরহ । প্রতি কৰ্ম্মে—প্রতি ধৰ্ম্মে—উঠেছিলে সতী, উচ্চ হ’তে উচ্চস্তরে ! নিম্ন হ’তে নিম্নস্তরে নামিষ্ণে ছিলাম আমি অতি দ্রুতগতি । ক্রমে বাড়ে ব্যবধান, তাই হ’লে অন্তৰ্দ্ধান— তোমায়ে স্মরিয়া যাহে হই শুদ্ধমতি । ८ट् ८नद, भष्झष्णयब्र, मश्रण-निनि ! তোমারে হেরিনি, প্রভু, বিশ্বাস করি হে তবু,— - সৰ্ব্বজীবে সৰ্ব্বকালে দাও পদে স্থান।