পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংথ্যt] : : ; পরীক্ষায় ফেলিয়া অনল-দগ্ধ স্বর্ণের স্থায় উজ্জল করিয়া তোলেন । -- “খে করে আমার আশ, করি তার সর্বনাশ ; তবু যদি না ছাড়ে পাশ, হই তার দাসের দাস।” ইহা ভক্তি-শাস্ত্রের কথা । ভক্ত সৰ্ব্বদাই আনন্দ-হৃদয়ে ভগবানের সকল ভার বহনে ৷ প্রস্তুত । মৃত্যুতে ও তিনি আনন্দ-চিত্ত । ভগবান, তুমি যত ভারই চাপা ও না কেন, তোমার প্রসাদে আমি সকল ভারই অতি ক্রম করিতে সমর্থ-- গরুড়মূৰ্ত্তি যেন দিব্য কণ্ঠে এই কথা বলিতেছে । প্রস্তরখানিভে বিশ্বাসের দৃঢ়তা, নির্ভরের আনন্দ এবং সৰ্ব্বোপরি ভগবদ্ভক্তের গদানন্দ হাসিমুখ যেন মূৰ্ত্তি-পরিগ্ৰহ করিয়াছে। ভক্তিকে এমন প্রকট মূৰ্ত্তি দিবীর ক্ষমতা বাঙ্গালী ভিন্ন জগতে আর কাহারও নাই। মূৰ্ত্তিখানিতে বাঙ্গালিত্ব যেন দেহু ধারণ করিয়া আবিভূত হইয়াছে । সমিতির তোষাখানায় আমি যতক্ষণ ছিলাম, অধিকাংশ সময় এই রতুটির নিকটেই ক্ষেপণ করিয়াছি, ঘুরিয়া ফিরিয়া ইহারই নিকটে আসিয়াছি এবং আবিষ্কারের জন্ত এই স্বৰ্গীয় জগদীশনাথ রায় 8Հ. : :. অনুসন্ধান-সমিতির ধিনি মেরুদও, তাহাকে . মনে মনে শতবার ধন্যবাদ, প্রদান করিয়াছি । ৮ भन गर्न यहेबष्ठ ८रु, बङबान शहेब्र ऊंशब्र সম্মুখীন হওয়া এক কঠিন কাৰ্য্য। তিনি : আদর্শ-কৰ্ম্মী। অন্তে যে স্থানে একগুণ কাৰ্য্য , করিয় দশ গুণ প্রশংসার জন্ত লালাঞ্ছিত, . তিনি সে স্থানে আত্মগোপন করিবার জন্তই , ব্যস্ত। অথচ অকাতরে তিনি এই কার্থ্যের জষ্ঠ সময়, স্বাস্থ্য ও অর্থ ব্যয় করিতেছেন। . তাহার কার্য্যের প্রশংসা করিয়া স্থানান্তরে দুই কথা লিথিয়াছিলাম, প্রুফ, দেখিবার সময় । তিনি স্বহস্তে তাহ কাটিয়া দিলেন । ৰঙ্গেৰু , জমিদারগণ ঘরে বাহিরে অনেকেরই চ ক্ষুঃ শূল : কিন্তু তাহারা যদি কুমার শরৎকুমারের অনুকরণে দেশেয় মঙ্গলে আপনাদিগকে । নিয়োজিত করেন, তবে জনসাধারণের শুভাকাঙ্ক্ষার উপর তাহাদিগের আসম প্রতিষ্ঠিত হইবে । সুতরাং সে শূল তাহাদিগের: গাত্র ও স্পশ করিবে না, কেবলমাত্র প্রতিপক্ষেরই চক্ষের বেদন জন্মাইবে । শ্ৰীধীরেন্দ্রনাথ চৌধুরী। স্বগীয় জগদীশনাথ রায় যখন জগদীশবাৰু বালেশ্বর , জেলার পুলিশের অধ্যক্ষ ছিলেন, তখন সেই সময়ের পুলিশের ইনস্পেক্টর জেনারেল, কৰ্ণেল, পিউ সাহেব উক্ত জেলার পুলিশের কৰ্ম্ম श्रृंéitवत्रानं कब्रिवांब्र जछ उपछि यांन ; शिघ्नां জগদাগ বাবুকে বলিলেন -“আমি আপনার পুলিশের কৰ্ম্ম দেখিতে চাহি না ; আমি জানি, उंश खेखम ; शैमन् नाएइद७ आमांप्क मैक्लन' বলিয়ছেন। আমি আপনার মিলিটারী লম্বন্ধীক্ষ । কাৰ্য্য দেখিতে চাহি।" জগদীশজাৰু উষ্ণু