নারী পূর্ণ-প্রস্ফুটিত শ্বেত-শতদল-সম মাধুরী বিকাশি’ প্রথম ষে দিন, নারি, মানবের গৃহে দেখা দিলে আসি’— নিশীথ-সমুদ্র পারে--সইস। যেমন রবির উদয়— সে দিন জাগিল বিশ্বে কি মহাপুলক, অসীম বিস্ময় ! অনন্ত-বিস্তৃত এই গ্রচ-তারান্বিত নিখিল ভূবনে, কে জানিত এত শোভা-রহস্ত অপর— আছিল গোপনে ! হে নারি, তোমার দি বা মৃরতির মাঝে লভিয় উপমা-- লে দিন সার্থক হ’ল জগতের ষ ত বিচিত্র সুষমা ! خه উধার অরুণ রাগ বিম্বিত—তোমার . তরুণ অধরে, * ... নিবিড় কজল-মেঘ-তরঙ্গিত ওই । কৃষ্ণ কেশস্তরে ! স্বচ্ছ স্নিগ্ধ আকাশের নীলিম! তোমার প্রশাস্ত নয়নে, মুগ্ধ পূৰ্ণিমার শশী হেরে প্রতিরূপ তোমার আননে ! সেই হ’তে, নারি, তোম।” কত ছন্দে গীতে বন্দিয়াছে কব, কল্পনার শত বর্ণে চিত্রকর তব অাকিয়াছে ছবি । শিল্পীর সাধনা নিত্য গড়িতে তোমার অনিন্দ্য প্রাক্তম, কবিতা-সঙ্গীত-শিল্পে বিভাসিত, নারি, তোমার মহিমা । ক্রীরমণীমোহন ঘোষ । সমালোচন৷ উজানি—ত্ৰকুমুদরঞ্জন মল্পিক প্রণীত । রাঢ়ের ক্ষুদ্র পল্লী উজানিতে বসিয়া কবি পল্লীজীবনের প্রীত্যহিক ক্ষুদ্র সুখ-দুঃখের অ'কিয়াছেন । সমালোচনা করিবার পূৰ্ব্বে কবির উৎসর্গ-পত্ৰ হইতে কয়েক ছত্র উদ্ধৃত করিবার লোভ সংবরণ করিতে পারিলাম না । —“ম, মহাকবি কবিকঙ্কণ তোমার উজানির গুণগৌরবগাঁথা, তোমার খুল্লন, ধনপতি, डीनrखब्र अनूर्ति कश्निौ-अमब्र गत्रौछ cउॉमब्र . রেখা-চিত্র পল্লীগ্রামবালী আমরা, শুনাইয়াছেন। আজ তোমার ক্ষুদ্র কবি তোমার ক্ষুদ্র সুখ-দুঃখের কথা তোমায় শুনাইবে।” আমাদের মনে হয়, কবির এই উৎসর্গ-পত্ৰই সমস্ত গ্ৰন্থখানির key-note. বাস্তবিক, বাংলার এই ছায়াশীতল, শাস্তিসৌন্দৰ্য্যপূর্ণ গ্রামের ও গ্রামবাসীর যে চিত্র কবি আমাদের আজ শুনাইয়াছেন, তাছা আধুনিক কৃত্রিমতাপূর্ণ কবিতার দিনে একান্ত দুৰ্ল্লভ । ७ कदिउ७णि:
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।