পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা ] “তোর ত পাথরের শরীর, তার আর জ্বালা-যন্ত্রণ কি ? — শোন ;”— তুহু পরদেশে চিত চোরি ! চঞ্চল হাঁসিয়া উঠিল, বলিল ; – “ওহে ! এখন বুঝিলাম, কেন জ্বালা ?” “তুই কি ও ভাবের জ্বালা কখনো সহিয়াছিস্ ?” “আমার ত পাথরের শরীর । শুনিয়াছি, আমার এক বড় ভগ্নী ছিল, ননদ না কি ঐ রূপ জীলtয় জলিয়া পুড়িয়া মরিয়াছিল।” “কি হই য়ুছিল রে ?” “তার স্বামী না কি বিদেশে চলিয়া যায়, BBB SBBSBBS BSBB BS SSS BBB BB BBB ছিল না, অনীহারে জলিয়া পুড়িয়া শেষে সে না কি মরিয়া যায় ।” তবে তাঁর “দূর অভাগী ! অনাহারে মরা ২হল এক, আর আশাভঙ্গে—প্রিয়জনের আদর্শনে— জলিয়া মরা হইল অার এক কথা ।” ‘’ত হ’লে এই যে সোমদত্ত মহাশয় কত আশা করিয়া এখানে আসেন, আজও আসিয়াছিলেন, তিনিও জলিয়া পুড়িয়া মরিবেন : '* = “কে কোথায় জ্বলিয়া পুড়িয়া মরে, আমি তাহা কেমন করিয়া জানিব ? অার তাঁহাতে আমার কি ?” 寝 “সোমদত্ত মহাশয়ের কথা তুমি জান । আমি যত দূর বুঝিতে পারিয়াছি, ঠাকুরাণীর যেন সেই ইচ্ছা !” মঞ্জুলার হাসিমুখ গম্ভীর হইল ; ক্রোড় হইতে বীণা সরাইয়া রাখিয়া মধুলা বলিল ;– কতদিন উৎপলা 6 8S “তুই ও কি সেই দিকে ?” চঞ্চল এক টুকু অপ্রতিভ হইল । সেমিদহের সঙ্গে একদিন তাহার কিছু কথাবাৰ্ত্তা উইয়ছিল বটে, কিন্তু সে ত কোন পক্ষ অবলম্বন করে নাই । শুধু গৃহস্থের মন বুঝিবার জন্ত অlজ এ ঢিল মারিয়াছে । চঞ্চল অভিমান-ক্ষুঃ স্বরে কহিল ;– “আমি ! কেন তোমার এ সন্দেহ হইল ? আমার কোন fদক্‌-বিদিক নাই ; তোমার যে দিক্‌, আমারও সেই দিক্‌ ৷” মঞ্জুলার মুখে হাসির রেখা দেখা দিল । মঞ্জুল বলিল ;– - “শোন, চাদের কিরণে যে গা জ্বলে, তাহ আমি জানি না ; আমার গা ৩ কোন দিন জলে নাই । সে কথা যাকু। তুই না এক দিন বলিয়াছিল, দু্যতগুহ হইতে সোমদত্ত মহাশয়কে বাহির হইতে দেখিয়াছিস্ ?” * একদিন দেখয়ছিলাম বটে P“মা’র মনের ভাব আমি কত কটা বুঝতে পারিয়াছি । আমার মনের ভাব কিছু বুঝিতে পারিয়াছিস্ ?” আজ বুঝিলাম ।’’ “তবে আর সে কথায় কাজ নাই । সন্ধ্যা ইঃ ণ, চিত্রাকে আলো জালিতে বল, ” চঞ্চল উঠিয়া দাড়াহল । মঞ্জুল বীণা তুলিয়া লইয়া পুনরায় মৃত্যুছ ঝঙ্কার দিতে লাগিল। এমন সময় চিত্র কক্ষে প্রবেশ করিয়া বলিল ;– “প্রমীতসেন মহাশয় আসিয়াছেন।” মঞ্জলা তাড়াতাড়ি বীণ রাথিয় দিল । কোথায় তিনি ?” “ঠাকুরাণীর ঘরে ।*