পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ābo অবশেষে জীন, মাথা তুলিয়া, শূন্ত দৃষ্টিতে একবার সম্মুখের দিকে চাহিল ; বালকের প্রতি দৃষ্ট পড়িতে, সে যেন বিস্থিত হইয় উঠিল ; তার পর যষ্টির দিকে হস্ত প্রসারণ কয়িয়া কৰ্কশ কণ্ঠে বলিল— “কে তুই ? কি চাস্ ?” “আমি জারভিস, মশাই । আমার টাকাটা কেন পা দিয়ে চেপে রেখেছেন, মশাই ? দিন না,-আমি চলে যাই ।” কিছুতেই যখন জীন সে মুদ্র প্রত্যৰ্পণ করিল না, তখন বালক ক্রুদ্ধ হই উঠিল । উত্তেজিত স্বরে বলিল—“টাকাটা দেবেন কি না, শুনি ?—সরান বলছি এথনো পা’—” “এখনো রয়েছিস ছে tড়া এথানে ?”— ৰলিরা জান মুহূর্তের মধ্যে দাড়াইয়া উঠিল,— রৌপ্যমুদ্রাট। তখনো তার বুটের নীচে । গজ্জন করিয়া বলিল—“বেরে হতভাগা, দুর হ,— নইলে মরুবি বলছে ।” ভয়ে বালকের মুখ শুকাইয়া গেল ; তাহার আপাদমস্তক কাম্পত হইতে লাগল ; কয়েক মুহূৰ্ত্ত চলৎশক্তিরহিত হইয়া স্তব্ধভাবে সে দণ্ডায়মান রহিল ; তার পর, পশ্চাতে আর না চাহিয়াই, উদ্ধশ্বাসে সে ছুটিল । কিছুদূর গিয়া সে একবার থামিল, তার পর আবার ছুটিতে লাগিল । চিন্তামগ্ন জীনের কর্ণে একবার যেন তাহার ক্ৰন্দনধ্বনি আসিয়া পশিল । তখন স্বৰ্য্য অস্ত গিয়াছে ; চারিদিকে অন্ধকার ক্রমশ जमान्ने श्हेब्रु। उत्डिtश्। কখন বালক চলিয়া গিয়াছে,—তবু এখনো জীন সেই একই ভাৰে দাড়াইয়া । তাছার মিঃশ্বাসপ্রশ্বাসের সমতা নাই ; সমস্ত দিন সে বঙ্গদর্শন [ ১৩শ বর্ষ, কাৰ্ত্তিক, ১৩২• উপবাসী ; শরীর ক্লাস্ত, অমুস্থ। অনতিদূরে স্বাসের উপর একটা কঁাচের খেলান পড়িয়াছিল,—তাহারই প্রতি তাহার দৃষ্টি নিবন্ধ ছিল । সহসা তাহার প্রবল শীতানুভূতি হইতে লাগিল ; টুপিট মাথার উপর টানিয়া দিয়া, আনমনে জামার বোতামগুলা অাটিয়া, ঈষৎ অগ্রসর হুইয়া, অবনতভাবে লাঠিটা সে তুলিয়া লইল । অকস্মাৎ সেই রৌপ্যমুদ্রার প্রতি তাহার দৃষ্টি পড়িল –বিদ্যুৎস্পৃষ্টেয় ন্যায় তাহার সর্ব দেহ কম্পিত হইয়া উঠিল ।—সভয়ে সে কয়েক পদ পিছাইয়া আসিল । কালনাগেয় চক্ষুর স্থায়, অন্ধকারে সে রজভমুদ্রা যেন জলতেছিল । মন্ত্রাবিষ্ট মৃগের স্তায় অপহৃতশক্তি জীন সে দিক হইতে আর চক্ষু ফিল্লাইতে পাfরল না । • সহসা ছুটিয়া গিয়া, সেটাকে তুলিয়৷ লইয়া, চারিদিকে সে চাহিতে লাগিল ;– দিগন্তে দি ক-চক্রবালে যদি কিছু তাহার দৃষ্টিতে পড়ে আশ্রয়ভিক্ষু সন্ত্রস্ত মৃগেয় ন্তায় উত্ত্বেগা শঙ্কায় সে কাপিতে লাগিল । নির্জন প্রান্তর । দিগন্তের কোল হইতে ধীরে ধীরে কুঙ্কটিক উঠিয়া সন্ধ্যাকে গ্রাস করিতে চাহিতেছে ! একটা অস্ফুট ধ্বনি করিয়া, বালক যে পথে গিয়াছে সেই পথ ধরিয়া জীন ক্রত চলিতে লাগিল। কিয়দূর অগ্রসর হইয় সে একবার চতুৰ্দ্ধিকে চাহিয়া দেখিল। জনমানবের চিহ্লমাত্ৰ’নাই। চীৎকার করিয়া সে ডাকিল – “स्राब्रडिम्!-cछ्ॉकब्र जांब्रङिम् !--” কয়েক মুহূৰ্ত্ত সে উৎকৰ্ণ হইয়া রছিল।"