পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা ] الم গাত্র হইতে বিশুদ্ধ কাঞ্চনদীপ্তি বিচ্ছরিত হইয়া পরীসৃপ্তের স্তায় আলোক-উৎসবে মাতিয়া উঠিয়াছে । মন্দিরটি চমৎকার ; মনে মনে কল্পনা কর,—একটি ক্ষুদ্র চতুষ্কোণ ইমারৎ, তল হইতে চুড়া পৰ্য্যস্ত স্বর্ণমণ্ডিত, বেশ অক্ষুন্ন অক্ষত, মধ্যস্থানে একটি ছোট গম্বুজ চুড়াদেশে স্থাপিত, চারি পাশ্বে চারিটি ক্ষুদ্র ফাক্‌-বিশিষ্ট সুন্দর অট্টচুড়,তাহাতে আবদ্ধ ধাতব খণ্টিকাগুলি জলস্ত আকাশতলে তীব্ররূপে ধ্বনিত হইতেছে। একটা প্রশস্ত বঁাধের উপর দিরা তথায় উপনীত হইলাম—ইহা একপ্রকার সেতু, তীর হইতে মন্দির পর্য্যস্ত প্রসারিত— ‘মোজেয়িকৃ’-কাজ করা এই সেতু-পথের দুই ধারে খোদিত বারাও ; ইহা বিচিত্র বর্ণের লষ্ঠনে বিভূষিত; সেতুর যে প্রাস্তুটি ঘাটে আসিয়া মিলিয়াছে, সেইখানে হস্তিদস্তখচিত একটি জমকালো রৌপ্যময় দ্বার । ষে সোনার কথা বলিয়াছি, উহা মোট সোনার পাত, এবং যে রূপায় কথা বলিরাছি ঐ রূপ তীবার মত ঢালাই করা। শিল্পঅলঙ্কারগুলি, দশপুরুষ-পরম্পরাগত শিল্পকলায় ও ধৈৰ্য্যের পরিচর দিতেছে । সমস্ত ভারত ভ্রমণ করিয়া আমি এইরূপ কথা কচিৎ কখন বলিতে সমর্থ হইয়াছি । সৰ্ব্বজনপ্রশংসিত প্রাসাদ, প্রসিদ্ধ সমাধমন্দির, মসজিদাদি, রাশি রাশি দেবমন্দির অনেক সমরে আমাকে প্রতারিত করিয়াছে ! কোন পরমাশ্চর্য্য ইমারত, যাহা কল্পনায় অতুলনীর বলিয়া প্রথমে মনে করিয়াছিলাম, আসল জিনিসটা যখন দেখিলাম, তখন স্থল বলিয়া মনে হইল ঃ-(প্রাচীরগুলা পুরাতন অমৃতসর «ፃፃ ইটের ), কুষ্ঠব্যাধিগ্রস্তবৎ (চুণের পোড় দেওয়া, অল্পবিস্তর রং করা, সৰ্ব্বত্রই চটউঠানো ) বিশেষতঃ নির্ণয় কালপ্রভাবে বিষম ভগ্ন-দশাগ্ৰস্ত । * কিন্তু এখানকার এই পরমাশ্চর্য্য মন্দিরটি একটি রত্ব বিশেষ ; স্কলাররূপে খোদিত, সুন্দর রূপে সন্নিবেশিত এবং যারপরনাই সমুজ্জল । অভ্যস্তরে,—জরির কাজ-কল্প লাল মখমলের একটি চন্দ্ৰতিপ-তলে, কতকগুলি পুরোহিত একখানি গ্রন্থের চতুষ্পার্থে বসিয়া আছে। আমাদের ‘ফোলিও’ ( Folio ) জাকারের গ্রন্থের অপেক্ষ। চতুগুণ বড় এবং সেই অনুপাতে স্থল। গ্ৰন্থখানি মেজের গালিচার উপর খোলা রহিয়াছে ; একটা জরির কাপড়ে উহার কিয়দংশ ঢাকা । মধ্যে य८५], ७कखन शूद्रांहिउ थॉफ़ी रुहेब्रl, कङकগুলি শব্দ পাঠ করিবার জন্ত ঐ কাপড়ের একটি কোণ উঠাইয়া ধরিতেছে, তাছার পর জাবার ভক্তিভাবে স্বস্থানে পুনঃ স্থাপন कब्रिाउाछ । छिनछन। वनक,-झहेछन পাখোয়াজির ও একজন সারেঙ্গী ; উহার বেশ একটি মনোরম ছন্দে অবিরাম বাঞ্জাইয়া যাইতেছে । ভক্তের। দলে দলে আসিয়া ঐ বৃহৎ গ্রন্থের সন্মুখে যোড়হন্তে ভূমিষ্ট হইয়া প্ৰণিপাত করিতেছে এবং সম্মুখে বিস্তৃত গালিচায় উপর এক একটি মুদ্রাথও নিঃক্ষেপ করিতেছে। পাওনার অঙ্কটা মন্দ নন্থে । পয়সা, অনা, छेॉक 1 अखटव बर्षिष्ठ इहे८ङtछ् । हेक्षांब्र खछहे কি, পুরোহিতেরা, বাদকের, তক্তেরা, এরূপ সহাস্তবদন ও হর্ষোৎফুল্ল ? আমি ঘরের যে কোণটিতে বসিয়াছিলাম, সেখান হইতে ঘরের দৃশুটি অতি রমণীয়-ঘরটি স্বর্ণভূষণে ও