পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন নিমাই-চরিত্র حصيكمحمية لاني مانع ومحتصدد চতুৰ্বিবংশ অধ্যায় গৌড়ীয় ভক্তগণের স্বদেশ- প্রত্যাগমন, গেীরের বৃন্দাবনযাত্রা, শান্তিপুর-গমন, রূপ-সনাতনের সহিত সাক্ষাৎ, রঘুনাথ দাসের সহিত সাক্ষাৎ একদিন অদ্বৈতাচার্য্য গেীরের আবাসে উপস্থিত হইলে, গেীর জিজ্ঞাসা করিলেন,—“কোথা হইতে আসিলেন ?” অদ্বৈত—জগন্নাথ দেখিয়া আসিতেছি । গেীর—আপনি জগন্নাথ দশন করেন কিরূপে বলুন দেখি । আচার্য্য—কেন, দর্শন করিয়া প্রদক্ষিণ করি । গেীর—আমি ওরূপভাবে ঠাকুর দেখি ন। প্রদক্ষিণ করিলে কিছুক্ষণ ঠাকুরের মুখ দেখিতে পাওয়া যার না । আমি ক্ষণেকের আদর্শনও সহ্য করিতে পারি না । তাই প্রদক্ষিণ না করিয়া অপলক নয়নে ঠাকুরের মুখের দিকে চাহিয়া থাকি । এইরূপ নানা আলাপে গৌর গৌড়ীয় ভক্তগণের সহবাসে চরিমাস কাটাইলেন । এ চারিমাস ভক্তগণের বড় মুখেই অতিবাহিত হইল। তাহার একে একে নিমন্ত্রণ করিয়৷ সকলেই গৌরকে খাওয়াইলেন। গৌর তাহ+ দিগের সহিত নিতান্ত অন্তরঙ্গের মত ব্যবহার চারি মাস তিনি তঁtহাদিগের সহিত নানারূপ আমোদ-প্রমোদ করিলেন ; জন্মাষ্টমীর দিন তাহাদিগের সহিত গোপীবেশ ধারণ করিয়া ক্রীড়া করিলেন ; বিজয়৷ দশমীর দিন তাহাদিগকে বানর সাজাইয়া ও নিজে হুহুমান সাজিয়া রামলীলা অভিনয় করিলেন । ভক্তগণ র্তাহার সহবাসে গৃহের কথা ভুলিয়া রহিলেন । অবশেষে বিদায়ের দিন সমাগত হইল। ভক্তগণ শোকাকুল হইয়া পড়িলেন । গৌর সুমিষ্ট বচনে সকলকেই পরিতুষ্ট করিয়া কfহলেন, “তোমরা সকলে প্রতি বৎসর রথযাত্রার সময় আসিয়া চারিমাস আমার সহিত নীলাচলে অবস্থান করিবে ; এখন দেশে ফিরিয়া যাও।” অদ্বৈতাচাৰ্য্যকে কছিলেন, “আচাৰ্য্য, দেশে তোমার জন্য প্রচুর কৰ্ম্ম পড়িয়া আছে ; তুমি দেশে ফিরিয়া গিয়৷ মাচণ্ডালে কৃষ্ণভক্তি বিতরণ কর।” নিত্য করিতেন ।