৮ম সংখ্যা কেন স্ত্রীরামের চরণ ত্যাগ করিবে ।” তখন বাসুদেবকে আলিঙ্গন দিয়া গেীর তাহা ও গু৭ বর্ণনা করিতে লাগিলেন । বাসুদেব র্তাহীর চরণ ধরির বলিতে লাগিলেন— “জগৎ তারিতে প্ৰভু তোমার অবতার, মোর নিবেদন এক কর অঙ্গীকার । জীবের দুঃখ দেখি মোর হৃদর বিদরে, সব জীবের পাপ প্ৰভু দেহ মোর শিরে । জীবের পাপ লষ্টয়া মুঞি করেণ নরকভোগ, সকল জীবের প্রভু ঘুচা ও ভবরোগ।” গেীর কহিলেন, “ভক্তবৎসল শ্ৰীকৃষ্ণ কখনও ভক্তবাঞ্ছা অপূর্ণ রাখেন না। তুমি যখন ব্ৰহ্মাণ্ডের জীবের উদ্ধার প্রার্থন করিতেছ, তখন সকলেই উদ্ধার লাভ করিবে ।” কঁদিতে কঁদিতে গেীরচরণে প্রণাম করিয়া তক্তগণ বিদায় গ্রহণ করিলেন । কেবল গদাধর পণ্ডিত, পরমানন্দ পুরী, জগদানন্দ, স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, গোবিন্দ ও কাশীশ্বর গৌরের সহিত নীলাচলে রছিলেন । তক্তগণ প্রস্থান করিলে সার্বভৌম একদিন গেীরকে মিনতি করিয়া কহিলেন, “আমার গৃহে মাসাবধি ভিক্ষা করিতে হইবে।” গেীর কিছুতেই রাজী হইলেন না। অনেক পীড়াপীড়িতে একদিনের জন্য নিমন্ত্রণ গ্রহণ করিলেন। সাৰ্ব্বভৌম-গৃহিণী পরম যত্নে নানাবিধ আহার্য্য প্রস্তুত করিয়৷ গৌরকে পরিবেশন করিলেন । অত্যধিক দ্রব্য গেীরের পাত্রে পরিষেশিত झझेठा । cश्रीब्र उँ शं८म द्र उक्विार्थ¢न ॐीड হইরা ভোজনে বলিলেন । এমন সময় সাৰ্ব্ব নিমাই-চরিত্র । অত্যধিক প্রতিবশতঃ . Qb"○ ভৌমের জামাতা, তাহার কন্যা ষাঠীর স্বামী অমোঘ ভট্টাচাৰ্য্য ভোজনগৃহের বাহির হইতে উকি মারিয়৷ দেখিয়া বলিয়া উঠিল, “বাপরে খাওয়া দেখ, ১০|১২ জনের ভাত সন্ন্যাসীটা এক খাচ্ছে।” সৰ্ব্বভৌম এই কথা শুনিয়া ক্রোধান্ধ হইলেন এবং একলাঠি হস্তে লইয়া তাহাকে প্রহার করিবার জন্ত ধাবিত হইলেন । অমোঘ পলাইরা গেল । সাৰ্ব্বভৌম-গৃহিণীও জামাতার আচরণ লক্ষ্য করিয়া বিরক্তির সহিত বলিরা উঠিলেন “অমল পাষণ্ডের স্ত্রী হইরা বাচিয় থাকা অপেক্ষা, বঠী বিধবা হউক ।” গৌর হাসিতে হালিতে তাহাদের ক্রোধ শান্তির জন্ত নানা কথা বলিতে লাগিলেন। কিন্তু স্বজনকর্তৃক প্রভূর অপমান হইবা ইহা ভাবিয়া সাৰ্ব্বভৌম মহা দুঃখিত হইলেন। ভোজনান্তে সাৰ্ব্বভৌম গৌরকে গৃহে পৌছাইরা দিয়া আসিয়া প্রতিজ্ঞ করিলেন, এমন জামাতার আর মুখদর্শন করিব না। এদিকে অমোঘ পলায়ন করির দূরে দূরে থাকিতে লাগিল । ঈশ্বরের ইচ্ছায় সেই রাত্রিতেই তাহার বিস্তুচিকা রোগ হইল । গেীর সেই সংবাদ শুনিয়া ত্বরিতে তাহার নিকটে:গমন করিলেন এষং তাঁহাকে নানাবিধ উপদেশ দিয়া অবশেষে কৃষ্ণনাম প্রদান করিলেন । অমোঘ নিরাময় হইয়া পরম কৃষ্ণভক্ত হইয়া উঠিল। কিছুদিন পরে গেীর রামাননা ও সাৰ্ব্ব८डोरभद्र निक बूनांदन *ांनटनब्र श्रउि थांब्र বাক্ত করিলেন । র্তাহারা বিচ্ছেদাশঙ্কায় কহিলেন—“সম্মুখে রথযাত্রা, রথযাত্রায় পরে श्रृंधन कब्रि७ ।” ब्रर्थशांढाँ अडिङ्गांशु इहेरळ গোর স্বীয় অভিপ্রায় পুনরায় ব্যক্ত করিলেন।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।