পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qb-8 তখন র্তাহার কছিলেন—“কাৰ্ত্তিক মাসে যাইও ।” কাৰ্ত্তিক মাসে দুরন্ত শীত বলিয়া আপত্তি হইল । এইরূপে চারি বৎসর গেল । পঞ্চমবৎসরে গেীর দৃঢ়ভাবে স্বীয় সংকল্পের কথা ব্যক্ত করিলেন । এবার আর ওরূপ আপত্তিয় কোনও ফল হইল না । বিজয়ী দশমীর পর দিন গেীর বৃন্দাবন উদ্দেশ্যে পূরী ত্যাগ করিলেন . কটকে রাজা প্রতাপরুদ্র তাছার সহিত দেখা করিয়া তাহার গমনের সমস্ত আয়োজন করিয়া দিলেন। রামাননা, স্বরূপ-গদাধর ও অন্ত কয়েফজন বিশিষ্ট ज्रङ कप्लेक श्रृंर्शास्त्र ८ोटब्रन्न नष्त्र श्रानिम्नছিলেন। কটক ত্যাগ কালে গৌর গদাধরকে পুরুষোত্তমে ফিরিয়া যাইতে আদেশ করিয়া কহিলেন—“তুমি ক্ষেত্রসন্ন্যাস গ্রহণ করিয়াছ। তাহা ত্যাগ করিয়া আমার সহিত আসা তোমার অকৰ্ত্তব্য ।” পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল । ক্ষেত্রসন্ন্যাস মেরে যাউক রসাতল ॥ প্রভূ কহে, ইহা কর গোপীনাথ সেবন। পণ্ডিত কহে, কোটিসেবী তৃৎপাদদর্শন ॥ প্ৰভু কহে,সেব ছড়িবে আমার লাগে দোষ। ষ্টক রহি সেবা কর আমার সন্তোষ ॥ পণ্ডিত কঙ্গে, সব দোষ আমার উপর ॥ তোমা সঙ্গে না যাইব, যাব একেশ্বয় । গদাধর গেীরের সঙ্গ ত্যাগ করিয়া একাকী চলিতে লাগিলেন। অনন্তর তাহাঁকে ডাকিয়া তাহার হস্ত ধারণপূর্বক গেীর কছিলেন— আমার সঙ্গে রহিতে চাহ বাঞ্ছ নিজ সুখ, তোমার কুই ধৰ্ম্ম যার আমার হয় দুঃখ ॥ মোর মুখ চাহ যদি নীলাচলে চল । আমার শপথ ঘদি আর কিছু বল ॥ বঙ্গদর্শন । ১৩শ বর্ষ, অগ্রহায়ণ, ১৩২০ वलिग्न cशोद्भ cनोकांब्र पञां८ब्रांझ्ञ कब्रिह्णन । शमांशद्र भूäिहङ श्हेब्रा छू°लिङ इहेरणन । সাৰ্ব্বভৌম র্ত্যহাকে নানারূপ প্রবোধ দিয়া शृङ्गैौ लहेञ्च cश८णन । ब्रांभांनना बभूनां •र्षीख গৌরের সঙ্গে গিয়া তথা হইতে ৰিদায় গ্রহণ কয়িলেন । গেীর উড়িষ্যা দেশের সীমা অতিক্রান্ত হইবার পরে, বঙ্গদেশীয় এক যবন-রাজা তাহার অলৌকিক ভক্তির পরিচয় পাইল্পী র্তাষ্ঠীয় শরণ গ্রহণ করিলেন, এবং তাহার নিকট হরিনাম প্রাপ্ত হুইয়া কৃতার্থ হইলেন। যবনরাজ পিছলদা পর্য্যন্ত গৌরের সহিত গমন করিয়া তাহাকে বিদায় দিয়া আসিলেন । গৌর অবশেষে পাণিহাট গ্রামে উপস্থিত হইয়া রাঘব পণ্ডিতের গৃহে একদিন অবস্থান করিলেন । তথা হইতে কুমারহট্টে শ্ৰীনিবাসের গৃহ হইয়া শিবানন্দ সেনের গৃহে ও তৎপরে বামুদেবের গৃহে গমন করিলেন। অনস্তর সাৰ্ব্বভৌম-ভ্রাতা বিদ্যাবাচস্পতির গুহে উপস্থিত হইয়া পথ শ্রাস্তি অপনোদন করিলেন । তাহার আগমনসংবাদ চারিদিকে প্রচারিত হইয়া পড়িল । দলে দলে লোক র্তাহার দর্শনাভিলাযে বিদ্যাবাচস্পতির গৃহাভিমুখে ধাবিত হইল। গেীর গৃহমধ্যে ছিলেন। সকলে তাহাকে দেখাইবার জন্ত বিদ্যাবাচস্পতির চরণ ধরিয়া কাকুতি করিতে লাগিল। গৌর বাহিরে আসিলেন—তখন उँहांब्र झहे नब्रtन अबिब्रण जणथांब्रl, भूष হরিধ্বনি, দুই হস্ত উত্তোলিত । ভক্তগণ সে মুৰ্ত্তি দেখিয়া পাগল হইল। সকলে তাছাকে বেষ্টন করিয়া নৃত্য করিতে আরম্ভ করিল, এবং লক্ষ কণ্ঠ হইতে “পাপিষ্ঠ আমাকে উদ্ধার কর” যুগপৎ এই প্রার্থনা সমুখিত হইল ।