পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ]

  • ীকৃষ্ণে মতি হউক” বলিয়া গেীর সকলকে আশীৰ্ব্বাদ করিলেন। প্রত্যহ লক্ষ লক্ষ লোক আসিতে লাগিল এবং গেীরকে দেখিবfর জষ্ঠ উন্মত্তের মত ব্যবহার করিতে লাগিল । শেষে এই জনতার হস্ত হইতে অব্যাহতি লাভের উদ্দেশ্যে গেীর এক রাত্রিতে পলারন করিয়া কুলিয়া গ্রামে গমন করিলেন। পরদিন অগণিত লোক আসিয়া যখন শুনিল গৌর পলায়ন করিয়াছেন—তখন প্রথমে তাহারী সে কথা বিশ্বাস করিল না ; অবশেষে সকলে বিদ্যাবাচস্পতিকে তিরস্কার করিতে লাগিল । বাচস্পতি লোকমুখে শুনিয়াছিলেন যে গৌর কুলিয়া গমন করিয়াছিল। তিনি সেই কথা বলিয়া সকলের সমভিব্যাহারে কুলিয়া আসিয়া উপস্থিত হইলেন । গৌর কুলিয়ায় মাধবদাসের গৃহে অবস্থান করিতেছিলেন, সকলে তথায় তাহার দর্শনলাভ করিয়া কৃতার্থ হইল। কুলিয়ায় কয়েক দিন অবস্থানপূৰ্ব্বক গেীর :বহুলোককে হরিনাম দান করিলেন । এইখানে দেবানন্দ পণ্ডিত আসিয়া তাহার শরণ গ্রহণ করিলেন এবং পুৰ্ব্ব অপরাধের জষ্ঠ ক্ষমাভিক্ষা করিলেন । গৌর তাহাকে ভক্তিতত্ত্বের উপদেশ দিয়া ভাগবত অধ্যাপনা কঞ্জিবার আদেশ করত বিদায় দিলেন ।

কুলিয়া হইতে গেীর শাস্তিপুয়ে অদ্বৈতাচার্য্যের গৃহে গমন করিলেন । পুত্রবিধুরী শচীদেবী আসিয়া তখার পুত্রমুখ দর্শন করিলেন। শাস্তিপুর হইতে বৃন্দাবন উদ্দেশ্রে যাত্রা করিয়া কতিপয় দিবসান্তে গৌর গৌড়নগরের সন্নিহিত রামকেলি গ্রামে উপস্থিত হইলেন। র্তাহার उधांश्रयन-अश्वान श्रृंहेिब्र अन१५ा नग्ननांग्रैौ ॐहाँब्र गर्नमांभांब्र उषांद्र छैश्रृंनेौ ङ झहेण । অব নিমাই-চরিত্র ©Ꮡ☾ ঙ্গোসেন সাহ তখন গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত । গৌরের রামকেলি আগমন বাদশাহের কর্ণগত হইল। বাদশাহ তাহার হিন্দু অমাত্যদিগকে গৌরের পরিচয় জিজ্ঞাসা করিলেন । হিন্দুসভাসদগণ প্রশ্ন শুনিয়া শঙ্কিত इहष्णन । श्मूि-विरक्षैौ बदनब्रांछ श्रांtछ् সন্ন্যাসীর কোনও অনিষ্ট সংকল্প করেন এই ভয়ে ঠাহার কহিলেন, “কোথাকার এক ভিখারী সন্ন্যাসী তীর্থে চলিয়াছে:তাহার সহিত দুই চারি জন লোক আসিয়াছে। বাদশাহের দৃষ্টি আকর্ষণ করিতে পারে এমন গুণ তাহার নাই ।” কিন্তু গৌরের কথা শ্রবণ করিয়া বাদশাহের মনে তৎপ্রতি ভক্তির উদয় হইয়াছিল । তিনি কাজী ও কোটালগণের উপর আদেশ প্রচার করিলেন—যেন তাহার প্রতি কোনও রূপ অত্যাচার অনুষ্ঠিত না হয়। এই হোসেন শাহই উড়িষ্যার বাসুদেবমূৰ্ত্তি ভগ্ন ও মন্দির বিদ্ধস্ত করিয়াছিলেন। বাদশাহের ব্যবহারে হিন্দুসভাসদগণ প্রীত হইলেন, কিন্তু অস্থিরমতি রাজা কখন স্বীয় আদেশের প্রত্যাহার করে, এই ভয়ে তাহার গৌরের নিকট লোক প্রেরণ করিয়া তাহাকে ত্বরায় রামকেলি পরিত্যাগ করিয়া যাইতে অনুরোধ করিলেন। গেীর তাহাদের छेviरल* श्रव८छ ल? कब्रि ब्रां ऊशंॉब्र कtग्नक नि অবস্থান করিলেন। বাদশাহের হিন্দুপারিষদগণের মধ্যে রূপ ও সাকর মল্লিক নামক দুই সহোদর ছিলেন। সাকর মল্লিক দবীর-থtল পদে প্রতিষ্ঠিত क्रिप्शन । ॐाहांब वह शूटर्सहे cशोरब्रब्र নবদ্বীপীল শ্রবণ করিয়াছিলেন। সাকর কয়েক বার কয়েকখানা চিঠিও গৌরকে