পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] لی۔ বীণাটী তুলিয়া লইয়া মঞ্জুলায় হাতে দিলেন । শেষে মঞ্জুলা বলিল – “আজ ক্ষমা করিবেন, আমার মুখে আজ গীত আসিবে না । আরও ত কতদিন আসিব, আর একদিন শুনাইব ।” “তোমার মুখের গীত শুনিবার বড় সাধ ছিল । ভাল, শুধু একটুকু বাজাও ” বাধ্য হইয়া মঞ্জুল বীণা লইয়া তাহার তার চড়াইয়া নামাইয়ু সুর বঁাধিতে লাগিল এবং দ্বারের দিকে বারবার চাহিতে লাগিল । বুঝিতে পারিয়া উৎপল হাসিয়া বলিলেন – ‘কোন ভয় নাই এথানে কেই আসিবে না ।” কম্পিত হস্তে মঞ্জুল বীণাতে ঝঙ্কার দিয়া স্বর তুলিতে লাগিল। এমন সময় মাধবী আসিয়া জানাইল, প্রমীতসেন আসিতেছেন। প্রমীত কক্ষদ্বারে আসিয়া উপস্থিত হইলেন। মঞ্জুল তাড়াতাড়ি বীণা রাখিয়া দিয়া জড়সড় হইয়া একটুকু সরিয়া বসিল । প্রমাত বলিলেন;–“আমি বাধা দিলাম। पञांभि शांझे ।’ মঞ্জুলা বলিল,— না, আপনি যাইবেন না। বেলা গয়াছে, আপনি অনুমতি করুন, আমি এখন বিদায় হইব ।” “এখনি যাইবে ?” “হা, আপনি অনুমতি করুন, সন্ধ্য হইয়। আসিল ।” উৎপলা বলিলেন ;—“তবে আজ আর হইল না । আর এক দিন আসিয়া গীত গুনাহবে ?” মঞ্জুল মৃদ্ধ মৃদ্ধ বলিল —“শুনাইব ।” প্রমীত বলিলেন —“আমার প্রার্থন, cসদিন আমিও উপস্থিত থাকিব ।” উৎপল মঞ্জুলার লজ্জা-বিজড়িত সুন্দর মুখ Fo বিভাসিত হইয়া উঠিল । মধুগা প্রমীতসেনকে ' নমস্কার করির উৎপলাকে প্রণাম করিল । গন্ধপুষ্প-মালাভারে বরিতা মঞ্জুল বিদার হইয়া নিজ গৃহাভিমুখে যাত্রা করিল। মঞ্জুলাকে বিদায় করিয়া দিয়া প্রমীত পুনরায় উৎপলার কক্ষে ফিরিলেন ; জিজ্ঞাসা করিলেন ;– “কেমন দেখিলে ?—মধুলা রূপলী নয় ?” “অপূৰ্ব্ব রূপসী, অমন রূপবতী আমি আর দেখি নাই ।” “আমি ও—* বলিতে বলিতে প্রমীত থামির গেলেন । “কি বলিতেছিলে ?” “না ,--আবার কবে उiट्ॉ0दः আনাইবে ?” “লজ্জায় মঞ্জুল আজ গীত শুনাইতে পারে নাই—” “শীঘ্রই আর একবার তাছাকে আনাই ও ; দেখিবে, সে কেমন মুকওঁ!” “শীঘ্রই আনাইব ।--একটা কথা, মঞ্জুল বসন্তোৎসবে প্রকাস্তে এত লোকের সম্মুখে গীত গাfহল, আর আজ এই নিরিবিলী অন্তঃপুরে আমার কাছে গাহিতে অত লজ্জা বোধ করিল ?” “তোমার সঙ্গে এই প্রথম দেখা, ক্রমে লজ্জা বাইবে । মঞ্জুল প্রায় তোমার সমবয়সী, অল্প দিনেই তোমাদের মনের মিল হইবে।” “মঞ্জুল আজও অবিবাহিত কেন? অমন শিক্ষিত, সুন্দরী, ধনশালিনীর বর জুটে না ?” “বর জুটে না –অভাব কি ! কতলোক ত তাছার বিবাহপ্রার্থী। বোধ হয়, মঞ্জুলার