৬২০ (চ) 列 বঙ্গদর্শন শুভবিবাহ যাহাতে ঘটে সে বিষয়ে বিশেষ চেষ্টা করিবেন। বিবাহ হইয়া গেল । এই ঘটনার বহুদিন পরে বোম্বায়ে কোন বন্ধুগৃহে সংসারচন্ত্রের জ্যেষ্ঠপুত্র অবিনাশ [ ১৩শ বর্ষ, অগ্রহায়ণ, ১৩২০ চন্দ্রকে দেখিয়া মিঃ কৃষ্ণরাও এই ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছিলেন—“তুমি জান না, তুমি কত বড় লোকের পুত্র ; তোমার পিতা মানুষ নহেন, তিনি দেবত।” ( ক্রমশ: ) প্রার্থন গাব তোমার সুরে দণও সে বীণযন্ত্র । শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র । করব তোমার সেবা দাও সে পরম শক্তি, চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি । সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য্য, বইব তোমার ধ্বজ। দাও সে অটল স্থৈৰ্য্য । নেব সকল বিশ্ব দাও সে পবল প্রাণ, করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান । যাব তোমার সাথে দাও সে দখিণ হস্ত, লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র । জাগব তোমার সত্যে দাও সেই আহবান, ছাড়ব মুখের দাস্ত দাও দাও কল্যাণ । শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৫০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।