পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

su neo, 1 ) অপ্রিয় উক্তি কিরূপে তারার মাসীর কর্ণগোচর হইত, সে এক জটিল প্রহেলিক। কিন্তু যে দিন এই সকল মন্তব্য প্রকাশিত হইত, সে দিন আর তারার লাঞ্ছনার সীমা থাকি ত না –সে দিন গ্রামস্থ সমুদ্রর জীবিত নরনারীর সঙ্গে তারার স্বর্গগত পিতামাতা পর্য্যস্ত মহাসমারোহে অভিনন্দিভ হইতেন । তারার মেসো মহাশয়কে ভগবান তাহার মাংসপেশীর ঠিক বিপরীত অনুপাতে মস্তিষ্ক দান করিয়াছিলেন, প্রিয়তমা পত্নীর কণ্ঠস্বর শুনিয়া সে এক এক দিন গর্জন করিয়া বলিত “বটে ! এত তেজ ? এক দিনে মেরে ‘গোব ড়েন করে দেব না ! ” এবং সে এত দিন “কথtয় যা বলিত তা দেখাইভ —কাজে”, কিন্তু তারার মাসী জানিত সে "5ाषाद्र भद्रश्न द्र णl*ि शाश्tन प्रकूगांद्रौ তারার প্রাণহানি ঘটা বিচিত্র নহে । কাজেই কৰ্ম্মবীর স্বামীকে বহু কষ্টে সে হস্তচালনা হইতে নিৰ্ব গু করিয়া রাখিত। ‘L কিন্তু কিছু একটা করা প্রয়োজন হইয়। উঠিল । বৎসর অতীত হইতে না হইতে তারার মাসী একদিন স ভয়ে শুনিল যে গ্রামের লোকে তারার পিতার বিষয় তাহদের হাত হইতে কাড়িয়া লইবার জন্য ষড়যন্ত্র করিতেছে । তারার মেসে গোবিন্দের একটি জতুগত ভাগিনেয় ছিল। ভাগীনেয়টি নামে গণেশ এবং রূপে ও ওণে “নরাণাং মাতুলক্রমঃ।” তাহার ‘জমি-জারত বাসবাগিচা’ কিছু কিছু থাকা সত্বেও, কয়েক বৎসর উপর্যুপরি অজন্ম ইত্যাদি কারণে গণেশ ত্রিশ বৎসর বয়সে গৃহমুখ হইয়া ভারী { 8१२ ७ শূঙ্গ গৃহ পুর্ণ করিতে পারে নাই। তাহার হিতৈষী মাতুল ও মাতুলানী তাহারই সঙ্গে তারার শুভ বিবাহ স্থির করিয়া ফেলিলেন । ংশলোপভয়ে ভীত গণেশ সুন্দরী পাত্রীর লোভে তারার বিষয় সম্বন্ধে সমস্ত দাবি পরিত্যাগ করিতে স্বীকৃত হইল ও মা তুল গোবিন্দ দয়াপরষশে মাত্র কিছু উপস্বত্ত বৎসরে বংসরে দিবীর বন্দোবস্ত করিল। প্রতিবেশিগণ সম্বন্ধের কথা শুনিয়া উদ্বিগ্ন ও শঙ্কিত হইয়া উঠিল, কিন্তু তারার মাসী ‘মন্ত্র-গুপ্তি’ ও কুটবুদ্ধির প্রভাবে তাহীদের সমস্ত উদ্যোগ পণ্ড করিয়া দিলেন । আষাঢ়ের শুভ বাসরে তারার সঙ্গে গণেশের শুভবিবাহ সম্পন্ন হষ্টয়া গেল । আরক্ত চক্ষু স্বামীর যমদূতের মত মুৰ্ব দেখিয়া তার সভয়ে চক্ষু মুদিল । Q স্বাদশ বর্ষ অতিক্রম করিতে না করিতে তারা স্বামীগৃহে নীত হইল। সহস৷ গৃহস্থালীর তার পাইয়া অশিক্ষিত তার বিষম বিপদে পড়িল। তারার পিতামাতা স্নেহময়ী কন্যাকে কোন কাজ করিতে দিতেন না, তারার মাসীও আক্রোশবশতঃ তাহীকে কোন দ্রব্য স্পর্শ করিতে দেন নাই, কাজেই পরীক্ষার দিনে তারা পদে পদে বিপন্ন হইয়া উঠিতে লাগিল। অঙ্গনে গোময়ের প্রলেপ দিতে তারার চাপার মত অঙ্গুলি ফাটিয়া রক্ত পড়ে, আগুন ধরাইতে তাহার বিশাল চক্ষুতে জলের স্রোত বহিয়া যায়, ঘাট হইতে জল জানিতে তাহার সামর্থে কুলায় না, তারা কি করিবে ভাবিয়। *ांग्न मां ।