পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম সংখ্যা । ] তীরু—স্বভাবে মৃদ্ধ –লজ্জাবতী লতার মত সে পরুবল্পর্শে মুদিয়া আসে। আজিকার গণেশের এই অমানুষিক ব্যবহারে—পাশব আচারে—সে ভয়ে ঘূণায় শরমে মরমে মরিয়া গিয়াছিল, তাহার বুকের তিতর হইতে যেন একটা "কাপুনি’ উঠিতে লাগিল, সে আর স্থির থাকিতে পারিল না, দাওরায় বসিল, বসিয়া বসিয়া শুইয়। পড়িল । তার পর প্রবল জর, জরের দাহে দেহ জ্বলিতে লাগিল, পিপাসায় যেন ছাতি ফাটয়া যাইতেছিল। সে যন্ত্রণ সহ করিতে না পারিয়া তারা অনেক কষ্টে উঠিয়। কলসীর জল আকণ্ঠ পান করিল, কিন্তু তুষ্ণা কমিল লা ; আবার–আবার—ক হবার সে জল খাষ্ঠল, তবু সেই যেন মরুভূমে বারি বিন্দু ! পীড়া কঠিন হইতে কঠিনতর দাড়াইল । বেল প্রায় দশটার সময় গণেশের তারা । 8१२ इं নিদ্রাভঙ্গ হইল, তখন নেশা ছুটয়াছে, সহসা তার তারার কথা মনে পড়িল, ছুটিয়া খিড়কির পথে যাইতে দাওয়ায় ভূমিশয্যায় শায়িত, আলুথালুবেশ। তারাকে ছট ফট করিতে দেখিল,—তখন সে স্লামজ্যোতিঃ প্রভাতের তারা নিভ নিত হইরাছে, আকাশের চাদ ভূমিতে পড়িয় গড়াগড়ি যাইতেছে, পূজার প্রস্ফুটিত কুসুম বালকের নখাঘাতে ছিন্ন তিন্ন হুইয়া কৰ্দমে লুটাইতেছে ! অমৃতপ্ত গণেশ, তখন তারাকে বুকে করিয়া, গৃহমধ্যে শয্যায় শয়ন করাইল, গ্রাম্য চিকিৎসার ক্রট করাইল না, কিন্তু সে গোড়া কাটিয়া আগায় জল ঢালার মত । হায় !— “নিৰ্ব্বাণে দ্বীপে কিমু তৈলদানমূ!” ঐযতীন্দ্রমোহন গুগু । ভ্রান্তি । Y যুদ্ধ শিশু সারা বেলা পথে পথে করে খেলt, ধূলা মাট ছাই পাশ কত মাখে গায় ঙ্গেহময়ী মা’র পানে ফিরিয়া না চার । ९ সন্ধ্যা যবে জাসে ধীরে অন্ধকারে ধরা ঘিরে ভীত শিশু খেলা ফেলি গৃহযুখে ধায় আকুল কাতর কণ্ঠে ডাকে মা কোথায় । \\ ও মা আমি শিশু তোর মায়া-ঘোরে ছিন্তু ঘোর সন্ধ্যা দেখি কাপে হিয়া ডাকি “মা” “মা’ বলে ঝেড়ে দে মা ধূলামাট তুলে মে মা কোলে । মাগে ! আমি পথভ্রাত্ত বড় ভীত, বড় শ্রাস্ত জননীর বুক ছাড়া কোথা পাব ঠাই ? তুলে নে মা, কোল দে মী, আরামে ঘুমাই । ঐীপ্রেমানন্দ গুপ্ত।