পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉、ミ নিম্পন্ন করিবার অথবা সাধারণ-সংস্কiব ধারণা করিবার ক্ষমতা নাই ; উহাদিগের কাহারও আত্মজ্ঞান অথবা আত্মবোধ নাই ; উহার কেহই ভাষা ব্যবহার করে না ; কেবল মানুষেরই সৌন্দৰ্য-বোধ আছে ; খামখেয়ালি, কৃতজ্ঞতা, অজ্ঞেয়ের ভাব, ঈশ্বরে বিশ্বাস, অথবা হিতাহিত জ্ঞান আছে। এই সকল বিষয়ের মধ্যে অপেক্ষাকুত গুরুতর এবং প্রয়োজনীয় কয়েকটা বিষয় সম্বন্ধে আমি সাহস করিয়া গোটাকতক কথা বলিব । আর্কবিসপ সায়ার পূৰ্ব্বে বিবেচনা করিতেন যে কেবল মানুষই ক্রমে উন্নতি লাভ করিতে পারে। মানুষ অন্য প্রাণী অপেক্ষা অতুলনীয় অধিক উন্নতি অত্যন্ত দ্রুতবেগে লাভ করিতে সমর্থ হয়, তাহতে কোন সন্দেহ নাই। ইহার প্রধান কারণ বাকৃশক্তি এবং এক পুরুষের জ্ঞান পুরুষপরম্পরায় সংক্রমিত হওয়া । ইতর জন্তু সম্বন্ধে প্রথমে ব্যক্তিগত হিসাবে বিবেচনা করিলে দেখা যায় যে বৃদ্ধদিগের অপেক্ষ অল্পবয়স্কগণকে অতি সহজে ফঁাদে ধরা যায়। র্যাহার ফাদ পাতায় কিছুমাত্র অভিজ্ঞতা আছে, তিনিই এ কথা জানেন । বুদ্ধদিগের অপেক্ষ অল্পবয়স্কদিগের নিকট শক্র ও সহজে আসিতে পারে। বৃদ্ধদিগকেও একস্থানে এক ফঁাদে বহুসংখ্যক ধরা অসম্ভব ; এক প্রকার বিষ দিয়া বহুসংখ্যক বুদ্ধকে বধ করা যায় না । সকলেই যে ঐ বিষ খাইয়াছিল তাহা হইতে পারে না ; অথবা এক ফঁাদে ধরা পড়িয়াছিল তাহাও নহে । উচ্চার নিশ্চয়ই অন্য বঙ্গদর্শন ১২শ বধ, জ্যৈষ্ঠ, ১৩১৯ জন্তু ফাদে বদ্ধ হওয়া অথবা বিষ খাইয়। মরা দেখিয়। সাবধান হইতে শিক্ষা করিয়াছে। উত্তর আমেরিকাতে সকল পরিদর্শকই দেখিয়াছেন, যে সকল লোমশ জন্তুদিগকে দীর্ঘকাল অবধি তাড়াইয়। (ধরা) হইতেছে তাহারা অসম্ভব ধূৰ্ত্ততা, সাবধানত ও বুদ্ধির পরিচয় দেয় ; কিন্তু তথায় এত দীর্ঘকাল ফাদ পতিয়া শিকার করা হইতেছে যে সম্ভবতঃ বংশানুক্রমের নিয়মমুসারে উহার ঐ সকল বৃত্তি প্রাপ্ত হইয়। থাকিবে । * অনেকে আমাকে জানাইয়াছেন যে, যখন কোন জেলায় প্রথম টেলিগ্রাফের তার বসান হয় তখন উড়িবার সময় তারে ঠেকিয়া অনেক পক্ষী মারা পড়ে ; কিন্তু অল্প কয়েক বৎসরের মধ্যেই উহালা অন্যান্য পক্ষীকে ঐক্লপে মরিতে দেখিয়া ঐ বিপদ হইতে দূরে থাকিতে শিক্ষা করে। জন্তগণের বংশপরম্পর অথবা জাতির কথা বিবেচনা করিলে নিঃসন্দেহে বুঝা যায় যে, পক্ষা ও অন্যান্য জন্তুগণ মানুষ এবং অপর শক্ৰ হইতে সতর্কত অবলম্বন করা ক্রমে শিক্ষা করে, এবং ক্রমেই ঐ শিক্ষা ভুলিয়াও যায়। এই সতর্কত প্রধানতঃ বংশানুক্রমিক অভ্যাস অথবা সহজ-বৃত্তি, সন্দেহ নাই, কিন্তু অংশতঃ ব্যক্তিগত অভিজ্ঞতারও ফল। লিয়র বলেন, যে সকল স্থানে বেশি শৃগাল শিকার করা হয় তথায় বাচ্চাগুলি গৰ্ত্ত হইতে প্রথম বাহির হইয়াই যেরূপ সতর্কত প্রদর্শন করে, তক্রপ অন্য স্থানে করে না। SS S SSAS SSAS SSAS

  • এ সকল বংশানুক্রমে হওয়া এক্ষণে স্বীকৃত হয় না: বুদ্ধের দুর্দশা দেখিয়া অল্পবয়ঙ্গেরা ধূৰ্বত। প্রভৃতি অঙ্ক লম্বন করিয়া থাকিবে।