২য় পং আমাদের গৃহপালিত কুকুরগুলি শৃগাল ও নেকড়ে বাঘ হইতে জাত হইয়াছে ; যদিও তাহাদিগের ধূৰ্ত্ততা বাড়ে নাই, এবং সাবধানতা ও আশঙ্কা কমিয়াছে, তথাপি তাহাদিগের স্নেহ, বিশ্বাসিত, মেজাজ এবং সাধারণ বুদ্ধিবৃত্তি ইত্যাদি নৈতিক গুণ উন্নত হইয়াছে। ইউরোপে, উত্তর আমেরিকার কোন কোন প্রদেশে, নিউজিল্যাণ্ডে, এবং সম্প্রতি ফৰ্ম্মোসা দ্বীপে ও চীনদেশে সাধারণ ইন্দুর অন্যান্য জাতীয় ইন্দুরকে জীবনসংগ্রামে পরাজয় করিয়া বিজয়ী হইয়াছে। মিঃ সুইন্হে বলেন যে ফৰ্ম্মেসা ও চীনের ঐ সকল ইন্দুর অধিকতর চতুর, এই নিমিত্তই বৃহৎকায় মুস্কনিঙ্গ জাতীয় ইন্দুরকেও পরজয় করিয়াছে। মানব কর্তৃক নির্মুল হইবার উপক্রম হওয়ায় উহার বুদ্ধি পরিচালন করিয়া আত্মরক্ষার চেষ্টা করিতে করিতেই চতুরতা শিক্ষা করিয়াছে। এবং অল্পবুদ্ধি অথবা নিৰ্ব্বোধ গুলি ক্রমশঃ বিনষ্ট হওয়াতেও ঐরূপ হইয়াছে বল যায়। কিন্তু মানুযের সংস্রবে আসিবার পূর্বেও ঐ সাধারণ ইন্দুর অন্যজাতীয় ইন্দুর অপেক্ষা অধিকতর চতুর ছিল, এবং তদ্ধেতুই বিজয়ী হইয়াছে, ইহাও সস্তব নহে । কোন মুখ্য প্রমাণ না পাইয়াও, যদি কেহ বলেন যে কোন ইতর জন্থই চিরাতীত কাল হইতে এ পর্য্যন্ত বুদ্ধিতে এবং অন্যান্য মনোবৃত্তিতে উন্নতি লাভ করে নাই, তবে তিনি জীব-বিবৰ্ত্তনতত্ত্বে যাহা প্রমাণঅপ্রমাণের বিষয় তাহার সম্বন্ধে আগে হইতেই একটা সিদ্ধান্ত করিয়া বসিলেন। আমরা জানি যে লার্টেটার মতানুসারে
- Tartiary age.
মানবের জন্মকথা >。や জন্তু-যুগ * অপেক্ষ এক্ষণে সকল স্তন্যপায়ী জীবের মস্তিষ্কই বড় হইয়াছে। অনেক সময় কথিত হয় যে কোন ইতর জন্তুই যন্ত্র ব্যবহার করে না। কিন্তু বন্য সিম্পাঞ্জি পাথরের আঘাত দিয়া ফল ভাঙ্গে ; যেমন কাট বাদাম ভাঙ্গা যায় সেইরূপ। রেঞ্জার একটা আমেরিকান বানরকে এই ভাবে কঠিন সুপারী ভাঙ্গিতে শিখাইয়াছিলেন। ঐ বানর শেষে ইচ্ছাপূৰ্ব্বক অন্য প্রকার সুপারী অথবা ধাক্স পাথর দ্বারা ভাঙ্গিয়া খুলিত। সে এই ভাবে দুৰ্গন্ধযুক্ত ফুলের খোসা খুণিত। আর একটা বানরকে লাঠি দিয়া একটা বড় বাক্স খুলিতে শিক্ষা দেওয়া হইয়াছিল ; পরে সে ঐ লাঠি দ্বারা ঠেলা দিয়া তার বস্তু নড়াইত। আমি নিজে দেখিয়াছি, একটী অল্পবয়স্ক ওরাংওটাং এক ফাটা স্থানের মধ্যে লাঠির এক দিক প্রবেশ করাইয়া দিয়া অপর দিক হাত দিয়৷ ধরিয়া লিবারের ন্যায় ব্যবহার করিয়াছিল । অনেকেই জানেন তারতবর্ষে পোষা হাতী গাছের শাখা ভাঙ্গিয়৷ তদ্বারা গায়ের মাছি তাড়াইয়া থাকে ; একটী বন্ত হস্তীকেও ঐরাপ করিতে দেখ। গিয়াছে । আমি দেখিয়াছি, একটা ছোট ওরাংওটাং যখন ভাবিল যে তাহাকে চাবুক মারা হইবে তখন সে একটা কম্বল অথবা খড় দিয়া গা ঢাকিয়া আত্মরক্ষা করিয়াছিল। এই সকল স্থলে পাথর এবং লাঠি যন্ত্রস্বরূপ ব্যবহার করিয়াছিল ; কিন্তু উহাদিগকে অস্ত্রস্বরূপও ব্যবহার করে। সিম্পারের বর্ণনার উপর নির্ভর করিয়া ব্রেসূ বলেন যে এবিসিনিয়া দেশে ষখন একজাতীয় বানরেয় দল পাহাড়