পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>及8 হইতে নামিয়া ক্ষেত্র লুণ্ঠন করিতে আসে, তখন তাহারা সময় সময় অপরজাতীয় বানরের সম্মুখে উপস্থিত হইলে যুদ্ধ বাধিয়া উঠে ! গেলাড জাতীয়গণ বড় বড় পাথর গড়াইয়া দেয়, হেমাড়িয়া জাতীয়গণ তাহা এড়াইবার চেষ্টা করে ; তৎপর উভয় জাতীয় বানরই অত্যন্ত চিৎকার করতঃ পরস্পরকে বেগে আক্রমণ করে । ব্রেস যখন কোবার্গ গোথা দেশের ডিউকের সহিত ভ্ৰমণ করিতেছিলেন, তখন এবিসিনিয়ায় মেনসা-পথের মধ্যে একদল বেবুন বানরকে উতয়েই বন্দুক লইয়৷ আক্রমণ করিয়াছিলেন। বানরগণ তখন পৰ্ব্বত হইতে এত পাথর গড়াইয় দিয়াছিল, ( তাহার মধ্যে মানুষের মাথার মত বড় পাথরও ছিল ) যে আক্রমণ কারাদিগকে তাড়াতাড়ি পলায়ন করিতে 3曹研*f{ ১২শ বধ, জ্যৈষ্ঠ, Ꮌ 9Ꮌ $ হইয়াছিল, এবং কিছু দিন পথিকগণ ঐ পথে যাইতে পারিল না। ঐ সকল বানর সকলে মিলিত হইয়৷ এইরূপ করিয়াছিল, ইহা উল্লেখযোগ্য। মিঃ ওয়ালেস্ তিনবার দেখিয়াছিলেন, “যখন তাহার কতকগুলি সপুত্রক বানরীর গাছের নিকট যাইতেছিলেন, তখন বানরীরা ক্রোধাম্বিত হইয়া ডুরিয়ান গাছের ডাল ভাঙ্গিয়া ও কাটাযুক্ত ফল ছিড়িয়া তাহাদিগের দিকে নিক্ষেপ করিতে লাগিল, তাহাতে র্তাহার। আর উহার নিকটে যাইতে পরিলেন আমি অনেক বীর দেখিয়াছি, সিম্পাঞ্জিকে কেহ বিরক্ত করিলে হাতের কাছে যাহা পায় তাহাই তাহার দিকে ফেলিয়া মারে। পূৰ্ব্বে যে বেবুন বানরের কথা উল্লেখ করিয়াছি সে ঐ জন্য কাদা প্রস্তুত করিয়াছিল। ( ক্রমশ ) শ্রীশশধর রায় । | | চরিত-চিত্র স্বৰ্গীয় উতলিয়েম:টি, ষ্টেড, বাল্যকাল হইতে ইংরেজি গ্রন্তে অনেক প্রসিদ্ধ ইংরেজের চরিত্যখ্যান পড়িয়াছি। ইংরেজসমাজের মাঝখানে বসিয়াও ছোটবড় অনেক ইংরেজের সঙ্গে নানা কৰ্ম্মে, নানা ভাবে, মেশামিশি করিয়াছি। কিন্তু উইলিয়েম, টি, ষ্টেডের মত এমন খাটি ইংরেজ অতি অল্পই দেখিয়াছি। “খাটি” ও“ভাল । যে বস্তু ঠিক আপনার স্বরূপেতে থাকে তাহাকেই আমরা খণটি বস্তু বলি। কিন্তু খণটি হইলেই যে সে বস্তু সকলের চক্ষে ভাল হইবে এমন বলা যায় না। দ্রব্যগুণসম্বন্ধে, বোধ হয়, যা খাটি তাই ভাল, আর যা গুল তাই খাটি হয়। কিন্তু মানুষ সম্বন্ধে ঠিক এ কথা বলা যায় কি ? আমরা কোনো দ্রব্যের নিজেরপ্রকৃতির দ্বারাই তার সত্যিকার ভালমন্দ বিচার করিয়া থাকি। কিন্তু মানুষের বেলা আমরা তার ভিতরকার প্রকৃতির সত্যাসত্য ও ধৰ্ম্মধৰ্ম্মের সন্ধান করি না ; আমাদের