পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] আর ষ্টেডের এই অসাধারণ কৃতিত্বের পশ্চাতে তার সাচ্চ ইংরেজ-প্রকৃতিটাই দেখিতে পাওয়া যায়। ষ্টেডের বুদ্ধি যে মিরতিশয় সুহ্ম ছিল, তাহা নহে । ইংরেজের স্বাভাবিকী বুদ্ধি একটু মোট । তাহা ভারে কাটে কিন্তু ধীরে কাটে না । কোনো সূক্ষ্ম তত্ত্বে বা জটিল বিষয়ে ইংরেজের বুদ্ধি সহজে প্রবেশ করিতে পারে না । কোনো জটিল সমস্যার জটিল । প্রত্যক্ষ করিতে পারিলে, একটা সমাকদর্শন ফুটিয়া উঠে। ইংরেজবুদ্ধির এ সমাক দৃষ্টি নাই। যে অগ্রপশ্চাৎ বিবেচনা বাবসায়ীর লাভালাভ জানিবার জন্য অত্যাবগুক, ততটুকু দূরদর্শিত ইংরেজের বুদ্ধিরও আছে। কিন্তু যে সমাকদৃষ্টি তত্ত্বদর্শীর লক্ষণ, ইংরেজের সে সমাকদৃষ্টি নাই। আর সেরূপ সম্যকভৃষ্টি নাই বলিয়াই ইংরেজের একটা অসাধারণ গে। আছে। এই গোয়ের জোরেই ইংরেজ দুনিয়া জয় করিয়াছে। আর এই গোয়ের জোরেই ষ্টেডও অসাধারণ বিদ্যার বল, অথবা বিপুল ধনের বল, কিম্বা উচ্চ আভিজাত্যের বল ব্যতীতও আজীবন ইংরেজসমাজে রাজা ও প্রজ, ইতর ও ভদ্র, সকলের উপরে এতটা আধিপত্য ভোগ করিয়া গিয়াছেন। • © “Maiden Tribute. ষ্টেডের প্রথম প্রতিষ্ঠ “পেলু মেল্‌ costs?” ( Pall Mall Gazette) ato পত্রিকায় । সে আজ প্রায় আটাশ বৎসরের কথা। ইংলণ্ডের সংবাদপত্রের পাঠকদিগের নিকটে ষ্টেণ্ড, তার পূর্ব হইতেই সুপরিচিত চরিত-চিত্র >Sペ fSCSIz 1 ffW (T ffz “Maiden Tribute of Modern Babylon” alo 2t+o]. বলী পেলু মেলু গেজেটে প্রকাশিত হইতে আরস্ত করিল, সে দিন সমগ্র সভ্যজগতের চক্ষু ষ্টেডের উপরে যাইয়া পড়িল । সেদিন ইংরেজ বুঝিল যে বহুদিন পরে একজন মামুযের মত মানুষ দেশে জন্মিয়াছে। গে দিন দুনিয়া দেখিল যে ইংরেজের বিপুল ধনরাশি, তাহার প্রচণ্ড ভোগবিলাস, তাহার সখ ও সৌখিনতা এ সকলের পশ্চাতেও একটা সাচ্চ মনুষ্যত্ব-বস্তু জাগিয়া আছে। সে দিন ইংরেজ-সমাজের সঙ্গে সঙ্গেই সমগ্র যুরোপীয় সমাজেও একটা সাড়া পড়িয়া গেল। লণ্ডন সহরে সে সময়ে একদল বড় লোক গরিব পিত মাতাকে টাকা দিয়া বশ করিয়া তাহদের উদ্ভিদযৌবনা, অপ্রাপ্তবয়স্ক বালিকাগণের সৰ্ব্বনাশ করিতেছিল। এই পাপে ইংরেজ আভিজাত সমাজ নারয়গামী হইতেছিল প্রাচীন বেবিলনে, আমাদের দেশের কোনো কোনো তান্ত্রিক সাধণের স্থায় ধন্মের নামে, অক্ষতযোনী কুমারীগণের সতীত্ব নাশ করা হইত, এরূপ কিম্বদন্তী আছে। এই কিম্বদন্তী স্মরণ করিয়াই ষ্টেড লণ্ডন সহরকে মডার্ণ বেবিলন (Moder Babylon ) নামে অভিহিত করেন। আর বেবিলনের পুরাতন গৰ্হিতাচার মনে #fggfĘ Entst-gfai qi Maiden Tributo বলিয়। লণ্ডনের ধনীলোকদিগের এই আধুনিক পশুবৃত্তির ব্যাখ্যান করেন বিলাতের অতিবড় সন্ত্রান্ত লোকেরাও এই পাপে লিপ্ত ছিলেন। মাতৃরূপিণী রমণীয়