〉○8 শ্রেষ্ঠতম বস্তু যে এরূপভাবে বেচা কেন। হয়, ষ্টেড, ইহ সহ করিতে পারিলেন না। এ দুরাচারের প্রতিরোধ ও প্রতিবিধান করিবার জন্ত আপনার সদস্ব পণ করিয়া দাড়াইলেন। কেবল লোকের মুখের কথার উপরে নির্ভর করিয়া সমাজের সন্ত্রান্ত লোকের বিরুদ্ধে অত বড় অভিযোগ আন৷ সঙ্গত নহে ভাবিয়া, তিনি স্বয়ং ইহার প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহে নিযুক্ত হইলেন। আপনি একজন * লম্পট সাজিয়া, যাহারা এই গৰ্হিত ব্যবসায়ে নিযুক্ত ছিল, তেমন লোকের দ্বারা একটী উদ্ভিন্নযৌবন বালিকার মাতাকে উপযুক্ত অর্থ দিয়া, তার কন্যাকে সংগ্ৰহ করিলেন। বিলাতী আইনে সে সময়ে যোড়শ বর্ষই বালিকাগণের নিম্নতম "সম্মতির বয়স বণিয়া নিৰ্দ্ধারিত ছিল। এই বালিকার বয়স যে ষোড়শ বর্যের নূ্যন ইহা সত্য সত্য ডাক্তার দিয়া পরীক্ষা করিয়া লইলেন। যখন এতটা প্রমাণ স্বয়ং ংগ্ৰহ করিলেন, ব্যাপারটা যে সত্য সে বিষয়ে যখন আর তিলপরিমাণ সন্দেহের অবসর রহিল না, তখন ইহার কথা Mistätoff 215sq offii Maiden Tributeশীর্ষক প্রবন্ধগুলি পত্রস্তু করিলেন। এই প্রবন্ধ প্রকাশিত হইবা মাত্র, চারিদিকে তুমুল আন্দোলন জাগিয়া উঠিল। ধীদল আপনাদের কলঙ্ক রটনায়, ক্রোধে, তয়ে, লোকলজ্জায় অস্থির হইয়া পড়িলেন। ইংরেজ জনসাধারণে দারিদ্রোর অবমাননার কথা পড়িয়া ক্ষেপিয়া উঠিল। সভ্যজগতের লোকে ইংরেজের নামে ধিক্কার দিতে লাগিল । Maiden Tribute critiq gy বঙ্গদর্শন [ ১২শ বৰ্ষ, জ্যৈষ্ঠ, ১৩১৯ ষ্টেড কে রাজদ্বারে দণ্ডিত , করা অসম্ভব দেখিয়া, তার শক্রগণ ষ্টেড, আপনি যে একটী অপ্রাপ্তবয়স্ক কুমারীকে ডাক্তার দিয়৷ পরীক্ষা করাইয়া, আপনার প্রমাণ সংগ্ৰহ করিয়াছিলেন, সেই স্বত্রেই, ষ্টেড, অপ্রাপ্তবয়স্ক কুমারীর সন্ত্রম নষ্ট করিয়াছেন বলিয়া তাহার নামে নালিশ রুজু করাইলেন। অপ্রাপ্তবয়স্ক বালিকার সহবাসের চেষ্টা পরিয়াছেন বলিয়৷ ষ্টেড রাজদ্বারে অভিযুক্ত হষ্টলেন । বিচারে দোষী সাব্যস্ত হইয়৷ র্তার কারাদণ্ড হইল। কিন্তু এজন্য ষ্টেডের দুঃখ হইল না। এ দণ্ড তার নিন্দার হেতু না হইয়! শ্লাঘার কারণই হইল। কারাবাস তার অপমানের বিষয় না হইয়া অশেষ গৌরবের বিষয় হইয়। উঠিল। আমরণ পর্যন্ত ষ্টে যে তারিখে তার কারাদণ্ড হইয়াছিল, প্রতি বৎসর সেই দিন সেই পুরাতন কয়েদীর পোষাক পরিধান করিয়া, সেই ত্যাগযজ্ঞের সাম্বৎসরিক উৎসব করিতেন। ষ্টেডের জেল হইল বটে, কিন্তু ষে গোপনীয় অত্যাচারের কথা লোকমণ্ডলী মধ্যে প্রচার করিয়া তিনি এ দণ্ডভোগ করেন, সে অহিতাচণ ররও প্রতিবিধান হইল । Maiden Tribute শীর্ষক প্রবন্ধাবলীর প্রত্যক্ষ ফলস্বরূপ বিলাতের প্রাচীন দণ্ডবিধিতে অষ্টাদশ বর্যের নুন্নবয়স্ক যুবতীগণের সহবাসকে দণ্ডনীয় করিয়া, নৃতন বিধান সন্নিবি? হইল। এই বিধান অনুসারে অবিবাহিতা স্ত্রীলোকের “সম্মতির’ বয়স অষ্টাদশবর্ষ নিৰ্দ্ধারিত হইল। ১৮৮৫ খৃষ্টাব্দের ক্রিমিন্যাল etxetais Nji? (Criminal Amendment Act ) ইংরেজের সমাজ-জীবনের
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।