२ध्न ?१२२III } ছুটিতে আরম্ভ করে, তখন ইহার সেই দিকেই আপনাদের লেখনী চালনা করিয়৷ থাকেন। দেশের প্রবল রাষ্ট্রীয়-দলের প্রত্যেকেরই দু’ এক খান মুখপত্র আছে। এই সকল সংবাদপত্র নিজ নিজ দলের নেতৃবর্গের মুখাপেক্ষী হইয়া চলে। এক সময়ে বিলাতে রক্ষণশীল ও উদারনৈতিক, লিবারে ও কনসারভেটিভ (Liberal '3 Conservative ) હાફે छूझे প্রতিদ্বন্দী দলের কোনোটারই একান্ত অনুগত নয়, এমন সংবাদপত্র ছিল না। তখন ধারা ংবাদপত্র কিনিতেন ও পড়িতেন, তারা সকলেই হয় কমৃসারভেটিভ না হয় লিবারেলু এই দুই দলের একদল ভুক্ত হইতেন। আর এই দুই দলের মধ্যে এতটা রেশারেশি ছিল ধে একদলের লোকে অপর দলের পৃষ্ঠপোষক সংবাদপত্র স্পর্শ পৰ্য্যন্ত করিতেন না। সৃIময়িক পত্রের পাঠক সংখ্যাও তখন অল্প ছিল। ক্রমেই এ সকল অবস্থার ঘোরতর পরিবর্তন ঘটিতেছে। সাময়িক পত্রের পাঠকসংখ্যা পূৰ্ব্বাপেক্ষ এখন অনেক গুণে বেশী হইয়াছে। আগেকার দলাদলির ভাবটাও ক্রমে কমিয়াছে। কোনে বিশেষ রাষ্ট্রীয়দলভূক্ত নহে, সাময়িক পত্রের এরূপ অনেক পাঠক এখন জুটিয়াছে। এ সকল লোকই পালে মেণ্টে সভ্যনিৰ্ব্বাচন সময়ে এই দুই প্রতিদ্বন্দীদলের ভাগ্যবিধাতা হইয়৷ থাকে। যখন যে দলের দিকে ইহারা ঝুকিয় পড়ে, তখন সেই দলেরই জিত হয় । আর আজিকালি বিলাতে এই স্কল লোকই ব্যবসাদারী সাময়িক পত্ৰ সকলের প্রভু হইয়া বসিয়াছে। মুচতুর ব্যবসায়ী যেমন বাজারের চরিত-চিত্র ১৩৭ মতি গতি লক্ষ্য করিয় আপনার পণ্য সংগ্রহ করে ও দোকানপাট সাজায়, গ্রাহকের মন জোগাইয়। পয়সা উপাৰ্জ্জন করা ছাড়া আর কোনো উচ্চতর লক্ষ্য যেমন তার থাকে ন,সেইরূপ এই সকল সংবাদপত্র-পরিচালক ও লোকমত কোন দিকে চলিতেছে তাহাই লক্ষ্য করিয়া দেখেন এবং সেই মতের পোষকতা করিয়াই আপনাদের মতামত ব্যক্ত করেন। কোনো বিষয়ের সত্যসত্য, ভালমন্দ ব| ধৰ্ম্মাধৰ্ম্মের বিচার তাহাজের কৰ্ত্তব্যসীমার বাহিরে পড়িয় রহে । এই সকল সংবাদপত্র-পরিচালক জনমণ্ডলীর আসন্ন পরিচারক রূপে তাঙ্গদের মজি গোগাইয়াই ছু পয়সা উপজ্জন করেন ; লোকের ইষ্টানিষ্ট ও দেশের ভালমন্দের প্রতি ইহঁদের দৃষ্ট নাই। বিলাতের অধিকাংশ সাময়িক পত্রই এখন এই পথ ধরিয়া চলিতেছে। ডে’লি মে’ল ( Daily Mail ) জাতীয় সংবাদ পত্র এই পথ ধরিয়া চলিয়াই দেশট। লুটিয়া খাইতেছে। কিন্তু ইহাই সংবাদপত্র ও সাময়িকপত্র-পরিচালনার শ্রেষ্টতম আদর্শ নহে। ভালমন্দ বিচার না করিয়া লোকমতের অনুসরণ করাই সংবাদপএ ও সাময়িক পত্রের ব্যবসায় বা ক ৰ্ত্তব্য নহে। সংবাদপত্র ও সাময়িক পত্রের সম্পাদক ও লেখক জনমণ্ডলীর পরিচাৰক হইবেন না, কিন্তু পরিচালকই হইবেন ; অনুগত ভূত্য হইবেন না, কিন্তু তাহাদের শক্তিশালী গুরু হইয়া, তাহাদিগকে প্রেয়ের পথ হইতে প্রতিনিবৃত্ত করিয়া শ্রেয়ের পথে লইয়া যাইবেন। ইহাই সংবাদপত্র ও সামরিক পত্রের সত্য লক্ষ্য। আর আধুনিক
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।