A 8 R জারের পক্ষে রাজপুরুষদিগের অত্যাচার নিবারণ করাও অসম্ভব । সাধারণ লোকে ইহা বোঝে না। সাধারণ লোকে জারের মনুষত্ব ষে কতটা ইহা জানে না। আর তারই জন্য তাহার। সরাসরিভাবে বিচার করিয়া রুশগ ভর্ণমেণ্টের কার্য্যাকার্য্যের জন্য অন্যায়রপে জারকে দায়ী করিয়া থাকে। ষ্টেড, জারকে চিনিতেন। জারের রাজৈশ্বৰ্য্য নয় কিন্তু নিরাভরণ মানুষী মূৰ্ত্তি তিনি প্রত্যক্ষ করিয়াছিলেন। রুশ শাসনযন্ত্রের জটিলতাও তার চক্ষুগোচর হইয়াছিল। এই যন্ত্রচালনায় জারের শক্তিসাধ্য যে কি এবং অধিকার ও অবসরই বা কতটুকু ইহাও তিনি জানিতেন। আর এ সকল জানিতেন বলিয়াই রুশের রাষ্ট্ৰীয়শক্তির ও বিপ্লবশক্তির মধ্যে সংঘর্ষ উপস্থিত হইয়া ক্ষণে ক্ষণে যে সকল অমানুষী কাণ্ড ঘটিত, সে সকলের জন্য জীরকে তিনি কখনো দায়ী মনে করিতেন না। রুশের রাষ্ট্রীয় কৰ্ম্মক্ষেত্রে জার যেমন অবস্থার দাস এবং ঘটনাচক্রের ক্রীড়াপুত্তলী হইয় আছেন, সিসিল রোডসূও দক্ষিণ আফ্রিকায় সেইরূপই অবস্থার দাস ও ঘটনাচক্রের ক্রীড়নক হইয়াছিলেন। আর এই জন্যই ষ্টেড, বুয়রব্রিটিশসংগ্রামঘটত কাৰ্য্যাকার্য্যের জন্য সিসিল রোডস্কেও কখনো সাক্ষাৎভাবে দায়ী করেন নাই । ষ্টেডের চরিত্রের জটিলতা সকলে বুঝিতে পারুক বা না পারুক, তার চরিত্রের স্বচ্ছতায় ও তার অকৃত্রিম সত্যাকুরাগে, তাহার সরল স্বদেশ-বাৎসল্যে ও গভীর মানব-প্রেমে সকলেই মুগ্ধ ছিল । এক প্রকারের সত্যাকুরাগ ইংরেজের জাতীয় বঙ্গদর্শন ১২শ বৰ্ষ, জ্যৈষ্ঠ, ১৩১৯ চরিত্রের সাধারণ লক্ষণ । , যেখানে ব্যবসাবাণিজ্যের তীব্র প্রতিযোগিতা থাকে,সেখানে দোকানগরীর ভিতর দিয়াই একপ্রকারের সত্যবাণিত ফুটিয়৷ উঠে। এইরূপ সত্যবাদিত ব্যতীত যে ক্ষেত্রে কেহ আপনার ব্যবসায় রক্ষা করিতে পারে মা । এই জাতীয় সততাকে লক্ষ্য করিয়াই ইংরেজ প্রবাদ-বচনে সততাকে শ্রেষ্টতম নীতি— &n?zo & ififi ( IIonesty is the best policy)—xfigiú ষ্টেডের সত্যপরায়ণতা এই শ্রেণীর ছিল না। তাহ। অকপট সত্যাকুরাগ ও ধৰ্ম্ম কুরাগের উপরেই প্রতিষ্ঠিত ছিল। এইজন্য তিনি যখন যাহা ভাল বুঝিয়াছেন, সেইভাবে কাজ করিতে যাইয়া, অনেক সময় আপনার বিস্তর ক্ষতিও করিয়াছেন। ব্রিটিশ–বুয়রের যুদ্ধের সময়, তার উজ্জল প্রমাণ পাওয়া গিয়াছে। ফলতঃ এই অকপট সত্যাকুরাগের জন্যই, ইদানীং তার নিজের সমাজে এবং কিয়ৎ পরিমাণে, অন্যান্য দেশেও ষ্টেডের প্রতিপত্তি কিছু কমিয়া গিয়াছিল। তার জ্যেষ্ঠ পুত্রের পরলোকের পর হইতে ষ্টেড, পরলোকতত্ত্বের অনুশীলনে প্রবৃত্ত হইয়া, ইংরেজিতে যাহাকে স্পিরিটুয়ালিজম ( Spiritualism ) <UÇa[, ©İä q<5Rğ অনুরক্ত হইয় পড়েন। মৃতলোকের আত্মা যে জীবিতদিগের সঙ্গে উপযুক্ত “মিডিয়ম” পাইলে, কথাবাৰ্ত্ত কহেন ও এমন কি কখনো কথনে ভৌতিকরূপু ধারণ করিয়া তাহাদের চক্ষুগোচরও হন, ষ্টেড, কিছুদিন হইতে ইহাতে একান্ত বিশ্বাসী হইয় পড়েন। এই স্পিরিটুয়ালিজমের অনুশীলন করিবার
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।