৩য় সংখ্যা ] কোম্পানীর পক্ষে নিশ্চৈষ্ট থাকা অসম্ভব হইয়া উঠিল। এই প্রতিযোগীতার প্রেরণাতেই “টাইটানিকের” জন্ম হয়। পাশ্চাত্য জগতে প্রতিদিনই নূতন নূতন তথ্য আবিষ্কৃত ও নুতন নূতন যন্ত্র উদ্ভাবিত হইতেছে। “মরিটানিয়া" ধগন নিৰ্ম্মিত হয় তার পরে, এই দুই বৎসর কি তিন বৎসর কালের মধ্যে, বৈজ্ঞানিক তথ্যের বা যন্ত্রের যাহা কিছু আবিষ্কার ও উদ্ভাবনা হইয়াছে, “টাইটানিক” সে সকলের সাহায্যে নিৰ্ম্মিত হইয়াছিল । আয়তনে ও সাজসজ্জার বিচিত্রতায় ভোগবিলাসের আয়োজনে, সকল বিষয়েই “ হেয়াইট ষ্টার” কোম্পানীর কৰ্ম্মকর্তাগণ " টাইটানিক”কে অর্ণবপোতের সেরা করিয়া নিন্মাণু করিয়াছিলেন। আরোহীগণের সুখের * সখের ব্যবস্থা করিয়াই ইহার ক্ষাস্ত হন ন;ষ্ট । জাহাজখানিকে এমন ভাবে গড়িয়tছিলেন, তার ভিতরে এমন সকল কলকৌশল রচনা করিয়াছিলেন যাহাতে ইগর ডুবিবার কোনও আশঙ্কাই ছিল না। আপনাদের অসাধারণ কৃতিত্বের উপরে অটল বিশ্বাস স্থাপন করিয়া, নিরতিশয় স্পৰ্দ্ধ সহকারে lরীগণকে সৰ্ব্বপ্রকারের সুখ সৌখিনতার ৪ ভোগবিলাসের লোভ দেখাইয়া, এবং সমুদ্রiয়ার সব্ববিধ বিপদাশঙ্গা সম্বন্ধে একান্ত অভয়দান করিয়া, আপনাদের নিমন্তসমিতির বা Board" of সভাপতি মহাশয়কে সঙ্গে দিয়া, যাত্রী, কৰ্ম্মচারী ও নাবিক সকলে মিলিয়া প্রায় তিন হাজার স্ত্রীপুরুষ লইয়া, হোয়াইট ষ্টার কোম্পানী টাইটানিককে আটলাণ্টিকের বুকে ভাসাইয় দিলেন। প্রহরে প্রহরে অদৃশ্ব ঈথর-স্পন্দনকে গতি শক্তিতে, '8 Directors'*# টাইট্যানিকের তিরোধান S84 অশ্রয় করিয়া, তারহীন তড়িৎ-বাৰ্ত্ত সাগর বক্ষস্থ টাইটানিকের গতিবিধির সংবাদ চারিদিকে প্রচার করিতে লাগিল। বিপুলকায় জাহাজখানি নিৰ্ভয়ে ও সদৰ্পে সমুদ্র-তরঙ্গ ভেদ করিয়া যেমন হেলিয়া দুলিয়া নাচিয়া থেলিয়া চলিতেছিল, তার বুকের উপরে সহস্ৰাধিক নরনারীও সেইরূপ ভয়ভাবনাবিরহিত হইয়া, হাস্যপরিহাসে, নাচেগানে, দিন কাটাইতেছিলেন। এইরূপেন্টু এই বিশাল প্রাণের পসরা সজাইয়া"টাইটানিক” আনন্দে আপনার গন্তব্যের দিকে দ্রুতগতিতে অগ্রসর হইতেছিল । 豪 3 籌 豪 籌 কিন্তু তার কৰ্ম্ম কৰ্ত্তাগণ তাহার যে গন্তব্য নির্দেশ করিয়া দিয়াছিলেন, সে গন্তব্য লাভ তাহার ভাগ্যে ছিল না। সত্যতার দর্পচূৰ্ণ করিবার জন্য, মানুষের বিদ্যাবুদ্ধির গৰ্ব্ব হরণ করিবার জন্য, বিষয়বিমূঢ় জনগণের চিত্তে সাড়া আনিবার জন্ত, পুরুষকারের উপরে যে দৈব আছেন এই জ্ঞান জন্মাইবার জন্য, সংসারমোহবিভ্রান্ত স্বরূপভ্রষ্ট সভ্য জীবের স্বরূপচৈতন্তের সঞ্চার করিবার জন্য, কামেপিভোগপরম সভ্যতা ও সাধনার ঘুম ভাঙ্গাইবার জন্য, “নান্যদস্তীতিবাদী” ইহ-সৰ্ব্বস্ব জনগণের প্রাণে অমৃতত্বের মুসমাচার প্রচার বরিবার জন্য, ভোগসৰ্ব্বস্ব সমাজকে ত্যাগের মহত্ব ও মাহাত্ম্য দেখাইবার জন্য—বিধাতাপুরুষ টাইটানিকের আর এক গন্তব্য নিৰ্দ্ধারণ করিয়া রথিয়ছিলেন । টাইটানিক্ সে সাংঘাতিক নিয়তি প্রাপ্ত হইয়াই আপনার চরম সার্থকতালাভ করিয়াছে। 崇 来 豪 সমুদ্রে তরঙ্গ নাই । আকাশে মেঘ নাই। 豪
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।