পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏔe আত্মপ্রসারণ ও আত্মপ্রতিষ্ঠার চেষ্টা হইতে যুরোপের পক্ষে আত্মরক্ষা করাও কঠিন হইয়া উঠিতে পারে। রুশ-জাপান সমরের অবসান হইতেই য়ুরোপের প্রাণে এ আতঙ্কের উৎপত্তি হইয়াছে। রুশ, আমেরিকা ও ইংলণ্ড, এর সকলেই স্বল্পবিস্তর এই আতঙ্কের দ্বারা অভিভূত হইয়াছেন । এইজন্তই যে রুশিয়! শতাব্দধিক কাল হইতে ইংলণ্ডের প্রবল প্রতিদ্বন্দী হইয়া ছিল, যার ভুয়ে ভারতে ব্রিটিশপ্রভুশক্তি সততই সন্ত্রস্ত হইয়া থাকিত, যাহাকে সন্দেহের ও বিদ্বেষের চক্ষে দেখা ভারতীয় ইংরেজশাসনকৰ্ত্তাদের একরূপ প্রকৃতিগত ইয়া পড়িয়ছিল, আজ সেই রুশিয়ার সঙ্গেই ব্রিটিশ-রাজ আগ্রহাতিশয় সহকারে বিশেষভাবে সৌথ্যবন্ধনে আপনাকে আবদ্ধ করিয়াছেন। জাপান-চীনের অভু্যদয় যেমন রুশিয়ার তেমনি আমেরিকারও আশঙ্কার হেতু হইয়াছে। তাঁর এইজন্যই ইংলণ্ডের সঙ্গে সৰ্ব্বপ্রকারের সম্ভাবিত বিরোধ নিষ্পত্তির জন্য একটা সালিশীর ব্যবস্থা করিতে আমেরিকা এতটা ব্যগ্র হইয়াছে। শ্বেতাঙ্গ সমাজ এইরূপে যথাসাধ্য আপনাদের ঘরাও বিবাদ মিটাইবার জন্য ব্যাকুল হইয়া পড়িয়াছেন। এই ব্যাকুলতার অন্তরালে দীর্ঘকালনিপীড়িত কৃষ্ণাঙ্গ-সমাজের আকস্মিক অভু্যত্থানের আশঙ্কা জাগিয়া আছে। এই আশঙ্কার তাড়নায় ব্রিটিশসাম্রাজ্যের ভিতরকার বিবাদগুলাও অতি সত্বর মিটানো আবশ্বক হইয়াছে। ইংরেজ মন্ত্রিসমাজ আজ যে এত ব্যস্ত ও ব্যগ্র হইয়া আয়ল্যর্ণণ্ডে “হোমরুল” বা স্বরাজ-প্রতিষ্ঠা করিতে উদ্যত হইয়াছেন, ইহার পশ্চাতেও প্রত্যক্ষভাবে না হইলেও, অপরোক্ষে এই বঙ্গদর্শন [ ১২শ বৰ্ম, আষাঢ়, ১৩১৯ আশঙ্কাই জাগিয়া আছেগ ব্রিটিশ-সাম্রাজ্যের শান্তি-স্থাপন ও ঘননিবিষ্টতা সাধনের জন্য সৰ্ব্বাগ্রে এই পুরাতন বিবাদটা মিটানে৷ আবখ্যক হইয়াছে। কিন্তু আয়ল্যাণ্ডে এই হোমরুল বা স্বরাজ প্রতিষ্ঠিত হইলেই ব্রিটিশ যুক্তরাজ্যের অপরাপর প্রদেশেও অনুরূপ “হোমরুল” বা স্বরাজ প্রতিষ্ঠা করা আবণ্ঠক হইয়া উঠিবে। ফলতঃ আয়ল্যাণ্ডে হোমরুল প্রতিষ্ঠার সংঙ্কল্প প্রচারের সঙ্গে সঙ্গেই ইংরেজ রাজমন্ত্রিগণ, স্কটল্যাণ্ডে এবং ওয়েলসেও ক্রমে অনুরূপ শাসন-তন্ত্র প্রতিষ্ঠিত হইবে, এই অভিপ্রায়ও ব্যক্ত করেন । আয়ল্যাণ্ডের তোমরুল-বিল পাশ হইলে, সেখানে একটা পালেমেণ্ট প্রতিষ্ঠিত হইবে, এবং আয়ল্যাণ্ডের শাসন কর্তাগণকে এই পালেমেণ্টের অধীন হইয়া থাকিতে হইবে । A National l’arliament in Ireliud and an Executive subject to that Par liament— আইরিশ স্বরাজ-পন্থীগণ বহুদিন হইতে ইঙ্গই চাহিতেছিলেন । এতাবৎকােল ইংরেজ রাষ্ট্রনীতিকগণ কিছুতেই আয়ল্যাণ্ডের এই প্রার্থন পূর্ণ করিতে রাজি হন নাই। এরূপভাবে রাবণের চিতার ন্যায় একটা প্রধূমিত বিদ্বেষবহ্নি আয়ল্যাণ্ডে জাগাষ্ট্রর রাখিলে ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে সৰ্ব্বপ্রকার সম্ভাবিত আশঙ্কার প্রতিরোধ করিয়াসমীকরূপে তাত্মরক্ষা করা যে একান্ত অসাধ্য না হইলেও, নিতান্তই দুঃসাধ্য হইবে, ইহা দেখিয়া শুনিয়াই, বর্তমান, • মন্ত্রিসমাজ আয়ল্যাণ্ডে হোমরুলপ্রতিষ্ঠা করিতে উদ্যত হইয়াছেন । এই স্বরাজ পাইয়া আইরিশগণ ব্রিটিশ-সাম্রাজ্যের