পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] সঙ্গে সৰ্ব্বপ্রকারের সম্বন্ধচ্ছেদন করিতে চেষ্টা করিবেন, এ আশঙ্কা কখনই বেশী ছিল না, এখন একেবারেই নাই। বরং ইংরাজসমাজের রাষ্ট্রনীতিবিশারদগণ এখন এইটাই বুঝিয়াছেন যে, আয়ল্যাণ্ডকে জোর করিয়া ব্রিটিশসাম্রাজ্যের অন্তর্ভূত রাখিবার চেষ্টাতে সেই সাম্রাজ্যের শক্তিও ঘনিষ্টত বে পরিমাণে নষ্ট হইবে, আয়ল্যাণ্ডে স্বরাজ প্রতিষ্টিত হইলে, সে পরিমাণে নষ্ট হইবার কোনোই আশঙ্কা নাই। বরং তাঁহাতে, সামাজের অঙ্গীভূত থাকিয় আত্ম-প্রতিষ্ঠা ও আয়ু সফলতা লাভের সম্পূর্ণ অবসর পাইয়া, যেভাবে আয়ল্যাণ্ড সেই সাম্রাজ্যের প্রতি অনুরক্ত হইয়া উঠিবে, জোর করিয়া তাহ কে চাপিয়া রাখিতে চেষ্টা করিয়া তাহার এই স্বাভাবিক ও ন্যায়ানুগত আয়ুপ্রতিষ্ঠা ও আত্মসফলতা লাভের পক্ষে অথবা বাধা বিঘ্ন স্থাপন করিলে, কিছুতেই তাঁহার সে অনুরাগ জন্মাইবে ন। প্রত্যুত কেবল বিরাগ ও বিদ্বেষই বড়িয়া উঠিবে। ব্রিটিশ সাম্রাজ্যের কল্যাণের জন্ত, সাম্রাজ্যের শক্তিপুঞ্জকে সংহত করিয়া আত্মরক্ষার আয়োজন করিতে হইলে, তাহার , অঙ্গীভূত ভিন্ন ভিন্ন প্রদেশ ও জাতি সমূহের স্বাভাবিক স্বাধীনতার আকাঙ্ক্ষাকে যথাদোগ্যভাবে পূর্ণ করাই আবশ্বক। আধুনিক জগতে যে সকল বিশাল ও বিভীষিকাজনক শক্তিসঙ্গ ক্রমে ক্রমে গড়িয়া উঠিতেছে, তাঙ্গার মধ্যে আত্মরক্ষা ও আত্মপ্রতিষ্ঠা কলিত হইলে, সূৰ্ব্বাদে ব্রিটিশ-সাম্রাজ্যের ভিতরকার সকল প্রকারের বিবাদ মিটাইতে হইবে। এই উদ্দেশ্বেই, প্রকৃতপক্ষে, আয়ল'ণ্ডে চোমরুল বা স্বরাজ প্রতিষ্ঠিত করা আবশ্বক ভারত, আয়ল্যাণ্ড ও ব্রিটিশ সাম্রাজ্য নীতি ১৬১ হইয়াছে। তাঁহারই জন্য ক্রমে স্কটল্যাণ্ডে এবং ওয়েলুসেও এইরূপ হোমরুল বা স্বরাজ প্রতিষ্ঠিত হইবে । সৰ্ব্বশেষে শুদ্ধ আপনার প্রাদেশিক স্বত্বস্বাধীনত অক্ষুণ্ণ রাখিবার জন্যই ইংলণ্ডে পৰ্য্যন্ত এই প্রকারের হোমরুল বা স্বরাজের প্রতিষ্ঠা করা প্রয়োজন হইবে। আর যখন এইরূপে বর্তমান ব্রিটিশ যুক্তরাজ্যের বা ইউনাইটেড কিংডমের ভিন্ন ভিন্ন প্রদেশে এই সকল প্রাদেশিক হোমরুল বা স্বরাজ প্রতিষ্ঠিত হইবে, তখন সেখানে আপন হইতেই, মার্কিণের যুক্তরাষ্ট্রের বা ‘ইউনাইটেড ষ্টেটস'এর ন্যায় একটা ফেডারেল *aščnín Federal Constitution ol সমবায়ু-শাসন-তন্ত্র গড়িয়া উঠিবে। মার্কিনের যুক্তরাষ্ট্রে রাজার স্থান নাই। কিন্তু ইংলণ্ডে সমবার-শাসন-তন্ত্র গড়িয়া উঠিলেও, তাঙ্গ মার্কিণের মত প্রজাতন্ত্র হইবে না । ব্রিটিশরাষ্ট্রের শীর্ষস্থানে আজ যেমন, তখনও, এই নূতন সমবায়ু-শাসন-তন্ত্র বা ফিডারেল কনষ্টিটিউশন গড়িয়া উঠিলে, ইংলণ্ডেশ্বরই অধিষ্ঠিত থাকিবেন। আয়লাণ্ডে, স্কটল্যাণ্ডে, ওয়েলুসে ও ইংলণ্ডে এই সকল প্রাদেশিক স্বরাজ বা হোমরুল প্রতিষ্ঠিত হইলে আপনা হইতেই ব্রিটিশ-প্রজাসভার বা পালেমেণ্টের প্রকৃতি ও শক্তি, ধৰ্ম্ম ও কৰ্ম্ম, ভয়ই পরিবর্তিত হইয়। যাইবে। এখন ব্রিটিশ পালেমেণ্ট প্রাদেশিক আইন কামুনও বিধিবদ্ধ করেন, আবার সাম্রাজ্যের কল্যাণাথে যে সকল সাধারণ বিধিব্যবস্থার প্রয়োজন হয়, তাহীও প্রবর্তিত করেন । কিন্তু প্রাদেশিক প্রজাসভা গঠিত হইয়া, প্রাদেশিক স্বরাজ ও স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত হইলে, ভিন্ন ভিন্ন প্রদেশের জন্ত যাহা যাহ বিশেষভাবে আবশ্বক হইবে, সে সকল