পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S१९ সাজাইয়া রাখে, এবং একটী ছুটী ঘর ভাড়া দিয় তাহা হইতেই আপনার জীবিকা তুলিয়া লয়। ঘরতাড়ার ভিতরে এ সকল স্থলে আলে, বাতি ও চাকরচাকরাণীর খরচও ধরিয়া লওয়া হয়। আহারের ব্যবস্থা ইচ্ছ। করিলে বাড়ীতে বাড়ীওয়ালীর নিকটেও করা যায়, আর বাহিরে যে সকল খাবার gia il Restaurant altă, citirris করিতে পারা যায়। বাড়ীতে থাবার ব্যবস্থা করিলে, রাষ্ট্র বাল্লা সবই বাড়ীওয়ালী করিয়া দেয় । কেবল জিনিষপত্রের দাম তাহাকে ধরিয়া দিতে হয়। কখনো কখনো হুকুমমত খাদ্য প্রস্তুত করিয়া দেয়, ও তার জন্য স্বতন্ত্র দাম লইয়া থাকে। আমার একটী বন্ধু লগুনে প্রথমে আমাকে অ্যাপার্টমেণ্ট ঠিক করিয়া দেন। আমি নূতন লোক, সবে বিলাতে পৌঁছিয়াছি, তিনি তিন বৎসরকাল সে দেশে কাটাইয়াছেন, স্বতরাং আমি সম্পূর্ণরূপেই এ বিষয়ে তার হাতে আত্মসমর্পণ করিয়া, বাড়ী খুজিতে বাহির হইলাম। বন্ধুটী স্বভাবতঃই অতি ধীর, শাস্ত ও নিৰ্ম্মল প্রকৃতির লোক ! এ রকম সংযমী পুরুষ বিলাতে অতি কমই যান । কেবল সংযমী নন, কেহ কেহ র্তাহাকে একটু অতিমাত্রায় মুরুচিগ্রস্ত বা পিউরিট্যান বলিয়াও মনে করিতে পারেন। প্রথমে আমরা একটা বাড়ীর জানালায় অ্যাপার্টমেণ্ট খালি আছে এই বিজ্ঞাপন দেখিয়, তখায় ঢুকিলাম। যে চাকরাণী দরজা খুলিয়া দিল, তার রূপযৌবনের ছটা ও চালচলনের ঘটা দেখিয়! আমরা উভয়েই একটু সঙ্কুচিত হইলাম । বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, আষাঢ়, ১৩১৯ । বন্ধুটী বাংলাতে আমায় রলিলেন—“বাড়ীট। সুবিধামত মনে হয় না - যা হউক যখন দরজা খুলাইয়া ঢুকিয়াছি, তখন একবার ঘরট। না দেখিয়া ফিরিয়া আসা ভাল নয় বলিয়া, দেখিয়া আসিলাম । কিন্তু আমাদের নিবার ইচ্ছা থাকিলেও, ভাড়া শুনিয়া চক্ষুস্থির হইয়া গেল। এক থানা মাঝারি রকমের শোবার ঘর, তারই ভাড়া সপ্তাহে এক পাউণ্ড বা পোনর টাকা। বন্ধুটী বাহিরে আসিয়া বলিলেন এ সকল বাড়ীতে এরূপ ভাড়াই চায় বটে। আমি বুঝিলাম বিলাতে কেবল স্বরের গুণে ভাড়া হয় না, বাড়ীর চাকরচাকরাণীর শোভাসৌষ্ঠবেও ঘরের ভাড়া চড়িয়া যায়। এ কথাটা যে কত সত্য, পরে তার অনেক প্রমাণ পরিচয় পাইয়াছি। এই হ’তে বাড়ী খুজিতে যাইয়া, ঘরদোর দেখিবার আগেই চাকরাণীদের একবার ভালো করিয়া দেখিয়া লইতাম । ষে স্থলে চাকরাণীদের রূপের চটক্ বা প্রসাধনের কলাকৌশল একেবারে চখের উপরে আসিয়া পড়িত, সেখানে আর চুকিতাম না। অনেকগুলি ঘরই দেখিলাম ; কিন্তু পছন্দমত একটীও পাইলাম না। কোথাও বা চাকরাণীর চাউনী দেখিয়া সরিয়া পড়িলাম, কোথাও বা ঘরের ব্যবস্থা দেখিয়৷ বিমুখ হইলাম। আর যে যে স্থলে ঘর ও বাড়ীওয়ালী দুই আপত্তিশূন্ত মনে হইল, সেখানেও স্বানের ব্যবস্থা নাই শুনিয়, বাড়ী ঠিক করা সম্ভব হইল না। আগেই বলিয়াছি, স্বানটা ইংরেজসমাজে একটা সথের মধ্যে গণ্য। সুতরাং সেকালে