পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ዓዪ። বঙ্গদর্শন ১২শ বর্ষ, আষাঢ়, ১৩১৯ নিদ্রা, জাগরণে যেন করি পেষ্টন মধুর মাধুরী ছিল সৰ্ব্ব-অঙ্গ জুরি, নয়নে স্বজিত তার মধুর স্বপন ; দখিন পবন ভরে, নাচিয়া নাচিয়৷ জাগরণে ছিল নিদ্রা নিদ্রায় মদির, যেতেছিল তরীখানি সুধীরে ভাসিয়া মুখের প্রাচুর্ঘ্যে দোহে হতাম অধীর, পুলকের আলোকের, মাঝারে সহস তর তর, থর থর, বেতসী কম্পনে, ঘনাইয়া মান-মেঘ ঢাকিল ভরসা, কাপিয়া উঠিত হিয়া, সতত সঘনে, বাত্যা এলে অন্ধকারে ছাইল আকাশ স্পর্শে স্পর্শে বিনিময়, ঈক্ষণে ঈক্ষণ দোহাচিত্তে আমিত্বের’ হইল বিকাশ হর্ষে হর্ষে, বিকিকিনি, মধুর কেমন! কোথা হ’তে ব্যবধান বিতস্তি প্রমাণ, দিবসে আনন্দভর, নিশায় মাধুরী আনিল মালিন্যরাশি আমার সমান, বসন্তের পিকের বান, বর্ষীয় দাদুরী - প্রেমেরে জ্বলিত ক’রে দাড়াল গৌরব, অধর আনিত বহি অধরের হাসি স্বজিল সম্মুখে এক ভীষণ রৌরব, স্বখের বিলাসে মুখ হইত উদাসী । উঠিল গর্কের ঝড় ডুবাইল তরী, নয়নে আছিল ভর শীতল বিজয়ী, . স্বপন গিয়াছে ঘুচি, জেগে কেঁদে মরি। ঐবেণোয়ারীলাল গোস্বামী আকাজক্ষা • y . . - V) মরম বেদন মরমে লুকায়ে কল্লোল তুলি ক্ষুদ্র তটিনী রাধিয়াছি সাবধানে, মৃদুরে বহিয়া যায়, কি যে ব্যাকুলত, কেহ তাহ নাহি জানে। গানটি আমার যদি সে শিখিত, হায় ! বীণা খানি লয়ে বসিয়া বিরলে উপবনে আসি বসি' নদীকূলে চাহি—নব নব তানে যবে দিবা-অবসানে আমার গোপন মরম কথাটি স্বপনে মগন থাকে সে চাহিয়া বিকাশি তুলিতে গানে ; সন্ধ্যাগগন পানে, সে গান কখন পশিবে না তার কাণে । বুঝিত সে-নদী কি যে গায় কলতানে । ३ 8 যে গান নীরবে " ধ্বনিম্ন উঠিছে আমার এ গান পারিতাম যদি আমার মরমতলে শিথাইতে সযতনে পারিতাম যদি শিখাতে বিহগ দলে । মন্দ মধুর বয়ন্ত সমীরণে! প্রতি নিশাশেযে উষা আসি হাসি’ সে যখন গৃহে থাকে আনমনে । যখন দাড়ায় ভবে, , খুলি দিয়া বাতায়ন, স্বপনের ঘোর ত্যজিয়া নয়ন গন্ধ রহিয়া আনি সে পবন মেলিয়া সে চাহে যবে,— জাগাইয়া ফুলবন,শুনিত সে গান শত বিহঙ্গরবে। বেদন আদার করিত সে নিবেদন । ঐরমণীমোহন ঘোষ ।