ᎼᎭᎭ কায় আপনাদিগকে উপস্থিত হইতে হইবে। বৃহৎ বৃহৎ গ্রন্থ লইয়lপ্রচারকার্য্য আরম্ভ করিলে আপনাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে না, পরিশ্রমও সার্থক হইবে না। উদরায়ের জন্ত বর্তমান যুগের লোক এতই ব্যতিব্যস্ত যে, বৃহৎ গ্রন্থ পাঠের অবকাশ তাহদের ভাগ্যে কদাচিৎ ঘটে, এবং বৃহৎ গ্রন্থ ক্রয় করিবার অর্থও তাহাদের ভাণ্ডারে কদাচিৎ জোটে। সুতরাং ठूश्९ &इ शहेम्न शांtग्न छltब्र ८वप्लांझेब्रां७ তাহার অধিক ক্রেতা মিলিবে না। যে গ্রন্থ যত অধিক লোকে আদর করে, তাহার প্রচার তত অধিক পরিমাণে হইল বুঝিতে হইবে। ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকার দ্বারা এই কাৰ্য সহজে সম্পাদিত হইতে পারে। দুই চারি পয়সা, কি অন্ততঃ দুই চরি আন মূল্যের পুস্তিক কিনিয়া লইতে লোকের তেমন কষ্ট হয় না, উহা পড়িতেও কাহারও অবকাশের অভাব হয় না। ক্ষুদ্র পুস্তিকার মহিমা যে কত, খ্ৰীষ্ট-ধৰ্ম্ম-প্রচারকের তাহা বিলক্ষণ বুঝিতে পারিয়াছেন । ঐ সকল প্রচারকমণ্ডলীর কাৰ্য্যবিবরণ পাঠ করিলে জানা যায়, তাহার প্রতি বৎসর এক এক খণ্ড পুস্তিকার লক্ষ লক্ষ ংখ্যা মুদ্রিত করিয়া প্রচার করিতেছেন, এবং তাহার জন্য লক্ষ লক্ষরৌপ্যমুদ্রব্যয় হইতেছে। এই কার্যের ফল কিরূপ হইতেছে, প্রত্যেক দশবার্ষিকী লোকগণনার বিবরণ পাঠ করিলেই তাঙ্গ হৃদয়ঙ্গম হইবে। আমাদের সে শক্তি নাই, সে অর্থ বলও নাই ; কিন্তু মানবের প্রতি আমাদের যে ভালবাসা এবং নানা দুৰ্দ্দৈবে। ফলে আমাদের যে কষ্ট-সহিষ্ণুতা আছে, তাহার সঙ্গে কিঞ্চিৎ উৎসাহ এবং সমবেত চেষ্ট যোগ করিলে আমাদের অন্যন্ত সমস্ত বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, আষাঢ়, ১৩১৯ অভাবের পরিপূরণ হইত্বে পারে। এই সকল পুস্তিকার যথোচিত প্রচার পুস্তক-বিক্রেতার দ্বারা হইতে পারে না। পুস্তক-বিক্রেত দোকান খুলিয়া একস্থানে বসিয়া থাকে, বিদ্যালয়ের বালকের ন্যায় নিতান্ত দায়ে না ঠেকিলে কেহ ভাল পুস্তকের অনুসন্ধান লইতে তাহার দোকানে সচরাচর যায় না। পুস্তক লইয়া দ্বারে দ্বারে যাইতে পারিলে বিমুখ হইয়৷ রিক্ত হন্তে ফিরিবার কথা নাই। বেদেনীদের দৃষ্টান্ত দেখুন। গৃহস্থের ঘরে কিছুরই অভাব নাই, স্বচ্ছন্দে সংসার চলিয়া বাইতেছে। গৃহস্থ ৰে সময়ে গৃহে উপস্থিত নাই, বেদেনীর ঠিক সেই সময়ে ছাইভস্মের পশরা মাথায় লইয়া ডাক হঁকি ছাড়িতে ছাড়িতে গৃহস্থের দ্বারে উপস্থিত হয়, এবং গৃহিণীদিগকে সেই ছাইভস্মে সন্তুষ্ট করিয়া অনায়াসে প্রতি গৃহস্থের গৃহ হইতে দুই চারি আনা লইয়া চলিয়া যায়। যদি বেদেনীর ছাইভষ্মে এত আদর হইতে পারে, তাহা হইলে আপনার যে অমূল্য ভালবাসার সঙ্গে অমূল্য জ্ঞানের খনি ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিক লইয়া গৃহস্থের দ্বারে উপস্থিত হইবেন, তাহার কি অনাদর হইবে ? কখনই না । ধৰ্ম্মপ্রচারই হউক, আর সাহিত্যপ্রচারই হউক, পেট বাধিয়া–উপবাস থাকিয়া কেত কিছু করিতে পারে না, সুতরাং আমাদের যুবকেরা যে বিন অন্নে পেটকে বুঝাই৷ সাহিত্য-প্রচারের জন্য খাটিতে পরিবেন, এমন আশাই করা যায় না। কিন্তু এই কাম ব্যবসায়ের হিসাবে অনায়াসে করা যাইতে পারে। গ্রন্থকারেরা এই উদ্দেশু মনে রাখিয়ী ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকা লিখিবেন, এবং প্রাগুক্ত
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/১৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।