৩য় সংখ্যা] বাথিত হইয়াছেন , কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে পরকর্তৃক বিচ্ছেদ ঘটলে স্নেহশীল জ্যেষ্ঠভ্রাতা বরূপ ব্যথিত হন, আজ প্রাস্তবাসী বাঙ্গালীকে বিচ্ছিন্ন দেখিয়া সমগ্র বাঙ্গালীজাতি সেইরূপ পাথিত হইয়াছেন। বঙ্গদেশের বহুস্থানে আমার সর্বদা যাতায়াত আছে, বহু বাঙ্গালীর সঙ্গে আমার প্রাণের ঘনিষ্ঠ সম্বন্ধ রহিয়াছে, সুতরাং আমাদের সঙ্গে এই শাসন-বিষয়ক বিচ্ছেদে র্তাহারা কিরূপ ব্যথিত হইয়াছেন, আমার তাহ অবগত হইবার বিলক্ষণ সুযোগ রহিয়াছে। বাঙ্গালীর সংবাদপত্র পাঠ করিয়া আপনারাও ইহার পরিচয় পাইতেছেন ; তবে যে আন্দোলনের তেমন তীব্রতা প্রত্যক্ষ করিতেছেন না, তাহার কারণ, আমাদের ন্যায় গঙ্গাদেরও বিশ্বাস আছে, মহামনা পঞ্চম জর্জের রাজত্বে, মহানুভব লর্ড হার্ডিঞ্জের শাসন-কালে, ৭০ লক্ষ নিরপরাধ রাজভক্ত বাঙ্গালী প্রজার এই নিরর্থক নিগ্ৰহ, এই নিষ্কারণ হৃদয়-ক্ষত কখনও স্থার হইবে না। আমার নিশ্চয় বিশ্বাস আছে, বঙ্গবাসী বাঙ্গালীর সঙ্গে প্রাস্তবাসী বাঙ্গালীর আত্মীয়তা এবং ঘনিষ্ঠতা রক্ষিত ও বৰ্দ্ধিত করিবার জন্য আপনার যে কোন সঙ্গত এবং বৈধ ব্যবস্থ৷ অবলম্বন করিবেন, আপনার তাঙ্গতে সমগ্র বাঙ্গালী জাতির পূর্ণমাত্র সঙ্গমুভূতি এবং সহযোগিতা পাইবেন । o সাহিত্যের ইতিহাস আপনারা যখন সাহিত্যকে অবলম্বন করিয়া জাতীয় উন্নতি সাধন করিতে অগ্রসর হইয়াছেন, তখন সাহিত্যের ইতিহাসকে আপনার উপেক্ষা করিতে পারেন না । বাঙ্গালার প্রাচীন সাহিত্য এবং তাহার সভাপতির অভিভাষণ )న(t ইতিহাস আলোচনা করা যে আপনাদের পক্ষে নিতান্তই প্রয়োজীর, এ কথা বলিবার আবিষ্ঠকত দেখি না। কিন্তু কেবল বাঙ্গাল৷ সাহিত্যের ইতিহাস আলোচনা করিলেই যথেষ্ট হইল না । আপনাদের অনেকেই ইংরাজী ভাষায় সুশিক্ষিত ; র্যাহারা বঙ্গভাষায় গ্রন্থাদি প্রণয়ন করেন, ইংরাজীতে র্তাহাদিগের অনভিজ্ঞতা প্রায়ই দেখা যায় না। যাহার মাতৃভাষায় সাহিত্য-সেবার জন্য প্রস্তুত হইতেছেন, তাহাদিগের প্রতি আমার বিনীত নিবেদন, র্তাহারা যেন ইংরাজ, ফরাসী, জন্ম, জাপানী প্রভৃতি জগতের উন্নত জাতি দিগের সাহিত্যের ইতিহাস পাঠ করিতে বিষ্কৃত না হন। ঐ সকল জাতি কিরূপে বর্তমান সভ্যতার উচ্চমঞ্চে আরোহণ করিয়াছেন, র্তাহীদের জাতীয় ইতিহাসের ন্যায় তাহীদের সঙ্গিত্যের ইতিহাসেও তাঙ্গার আভাস, তাতার মূলস্বত্র দেখিতে পাইবেন। এ জন্য ঐ সকল জাতির ভাষা এবং সাহিত্য সমুদ্রে অবগাহন না করিলেও কাৰ্য্যসিদ্ধি হইতে পরিবে, অনুসন্ধান করিলে ইংরাজী ভাষাতেই ঐ সকল উন্নত জাতির সাহিত্যের ইতিহাস দেখিতে পাইবেন । অনুবাদ দেশের ভাল৷ এবং সাহিতাকে সমৃদ্ধ করিতে গেলে অনুবাদ অনিবাৰ্য্য । জগতের যে দেশে যে জাতির মধ্যে যে বিষয়ে যেটুকু উন্নতি হইয়ছে, তাঙ্গতে সমগ্র মানবজাতির অধিকার জন্মির গিয়াছে, সমস্ত মানব-মণ্ডলী তাঙ্গার ফল উপভোগ করিতেছে। বাষ্পীয় যান এবং তাড়িতবার্তা আমাদের দেশের, আমাদের জাতির কেহ আবিষ্কার করে নাই ;
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।