পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه هR লইয়া যুবকের কার্য্য করিতেছে, তাই পদে পদে তাহাঁদের কৰ্ম্মে বিঘ্ন ঘটতেছে,তাহারা আশানুরূপ ফল পাইতেছে না। আপনাদের সহানুভূতি পাইলে, আপনাদের সহাস্য মুখ দেখিয়া, আপনাদের আশীৰ্ব্বাদ এবং পদধূলি মাথায় লইয়। যুবকেরা যখন এ কার্যে প্রবৃত্ত হইবে, তখন তাহার সুফল সমাজে এবং পরিবারে প্রত্যক্ষ করিয়া আপনার আনন্দিত হইবেন । যাঙ্গ অনিবাৰ্য্য, তাহার প্রতিকূলতায় কোন ফল নাই, তাহার সুপরিচালনই বিজ্ঞতা এবং বুদ্ধিমত্তার কার্য। আমাদের সমাজে স্ত্রীশিক্ষা প্রবেশ লাভ করিয়াছে'; তাঙ্গকে আর জোর বঙ্গদর্শন { ১২শ বৰ্ম, আযাঢ়, ১৩১৯ করিয়া দূরে তাড়াইয়া দিবার সম্ভাবনা নাই । এ অবস্থায় যাহাতে সেই শিক্ষা সুপ্রণালীতে এবং সুব্যবস্থায় পরিচালিত হয়, যাহাতে তাহ কুফলের পরিবর্তে সুফল উৎপাদন করিতে পারে, যাহাতে স্ত্রীশিক্ষার গুণে আমাদের ভাষা পরিশুদ্ধ এবং সাহিত্য উন্নত হয়, যাঙ্গতে আমাদের বালক-বালিকাদিগের শারীরিক স্বাস্থ্য ও মানসিক উন্নতির সঙ্গে উন্নত পবিত্র চরিত্র গঠিত হইতে পারে, আপনার তাঁহারই ব্যবস্থা করুন, সেইদিকেই মনোযোগ প্রদান করুন, ইহাই আমার বিনীত প্রার্থনা । ঐশরচ্চন্দ্র চৌধুরী। भइडाइडौ পুথি পত্র বন্ধু নাহি আজ সাথে ভাবিয়াছি একবার পড়িব লিখন, নীলাম্বর পাতে পুরাবৃত্ত সমাচার। শুনিব পবনে ভুবন বাহিনী পুণ্য ভাগবত গান পড়িব পৃথ্বীর পুরাণ-কাহিনী শু্যাম শম্পে দিনমান । শুনিব ঝবর বাদল বর্ষণে মেঘের মাদল রবে, বজ্ৰ বিদ্যুৎ অস্ত্র ঘর্ষণে করকাতাড়িত ভবে মহাভারতের, সমর উল্লাস, শ্ৰীহরির শঙ্খনাদ, শরশয্যা পরে ভীষ্মের নিশ্বাস অভিমত্যু পরমাদ । ঋতু পৰ্য্যায় জানাবে শোভায় অবতার জন্মকথা, শু্যামের শু্যামল ততুর ছায়ায় রাধিক মাধবী লতা ! রুদ্র নিদাঘে রৌদ্র যবে জলে তীব্র পরশুর মত, পরশুরামের ব্ৰহ্মতেজ বলে হবে পৃথ্বী পরাহত। করুণা ধারায় প্লাবিয়া ধরায় বারি ঝরে বরষার করুণা আধার মনে পড়ে তায় যিনি বুদ্ধ অবতার। নিৰ্ম্মল উদার প্রশাস্ত সংযত শরতের নীলাম্বর, দেখাবে রামের তপস্বীর মত ত্যাগরিক্ত কলেবর ! কুয়াসা বাঁপিয়া আসিবে চিমানী অশ্রু প্লাবিত বুকে, কৌরব জননী ধৃতরাষ্ট্র রাণী গান্ধারী আবৃত মুখে ! স্তব্ধ সংগ্রাম, সাঙ্গ অভিনয় জীর্ণ পত্র মরমরে, ‘মহাপ্রয়াণের জানাবে সময় রাজ্য ধন তুচ্ছ করে ! ঐপ্রিয়ম্বদা দেবী ।