পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

نه& তবে কি অনুকূলের অদৃষ্ট বলিয়াই জ্যোতিষও প্রতিকূল ? ফলিত জ্যোতিষও ফলে না ? সহসা জ্যোৎস্নালোকিত বৃক্ষ তলে পূৰ্ব্বদৃষ্ট সন্ন্যাসী-মূৰ্ত্তি দেখিয়া সে বিস্ময়ে শিহরিয়। উঠিল । সন্ন্যাসী ধীরে ধীরে অগ্রসর হইয়া বলিলেন “তোমারি নাম অনুকূল না ? আমাকে তোমার কোষ্ঠ দেখাইয়াছিলে ?” অনুকুল সন্ন্যাসীকে প্রণাম করিয়া বলিল “আজ্ঞা হা ।” সন্ন্যাসী বলিলেন “এইখানে বস । আমি তোমার জন্য আবার এখানে আসি, য়াছি। আমি তোমার ‘রাজযোগে’র, কথা বলিয়াছিলাম না ? অামার গণনায় কিছু ভ্রম হইয়াছিল। বহুদিন ধরিয়া জ্যোতিষচর্চা করি নাই। গতবৎসর একদিন হিমালয়ে বসিয়া ঝুলির মধ্যে কি খুজিতে খুজিতে তোমার লগ্নকুণ্ডলীট বারি হইয়া পড়িল । আর একবার ভাল করিয়া গণনা করিয়া দেখিলাম ভাবফুট’ সম্বন্ধে সামান্য একটু ভ্রম হইয়াছে।" রুদ্ধ নিশ্বাসে কম্পিত বক্ষে অনুকূল বলিল “কি ভ্রম, ঠাকুর ?” সন্ন্যাসী বলিলেন “আর কিছু নয়। তোমার তুঙ্গী বৃহস্পতি ভাগ্যধিপ” না হইয়া “অষ্টমাধিপ" হইয়াছেন। ইহার ফলে তোমার “রাজযোগ" ভঙ্গ হইয়াছে। কিন্তু রাজযোগ ভগ্ন হইলেও তোমায় কোষ্টিতে অতি প্রবল তীর্থমৃত্যু যোগ ঘটিয়াছে। কোন প্রসিদ্ধ তীর্থে তোমার মৃত্যু অবগুস্তাবী। এই পথ দিয়া বঙ্গদশ ১২শ বধ, আষাঢ়, ১৩১৯ ত্রিবেণী যাইতেছিলান, মনে করিলাম তোমার সংবাদটা দিয়া যাওয়া ভাল।” শুনিবামাত্র সমস্ত বিশ্বব্রহ্মাও অমুকুলের চক্ষে বিদ্যুৎবেগে ঘুরিয়া উঠিল। অমুকুল ব্যথিত মস্তিস্ক স্থির করিবার জন্য মাথায় হাত দিয়া বহুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তবুও জ্যোতিষশাস্ত্র যে মিথ্যা নয় ইহা বুঝিয়। কতকটা সে সোয়াস্তি অনুভব করিল। প্রহরী তীত রাত্রে অনুকূল গৃহে পৌঁছিয়া শুনিল আদালতের পেয়াদা সন্ধ্যা হইতে তাহার অপেক্ষায় বসিয়া আছে। তাহাকে দেখিয়াই পেয়াদা তাহার হাতে এক নোটিসূ’ দিল। "নোটিসে কেন তাহাকে গ্রেপ্তার করা হইবে না তাহারই কারণ দেখাইবার জন্য নির্দিষ্ট তারিখের উল্লেখ ছিল। সমস্তাত্রি অনিদ্রায় কাটাইয়া সকল দিক ভাবিয়া দৈববিড়ম্বিত অমুকুল সন্ন্যা? বেশে কাশী যাত্রাই এ অবস্থায় একান্ত কৰ্ত্তব্য বলিয়া স্থির করিল। পরদিন হইতে আর অনুকুলকে কল্যাণপুরে দেখা যায় নাই। তাহার অদৃষ্ঠে “তীর্থমৃত্যু” ঘটিয়াছিল কি না সে সংবাদ পাওয়া যায় নাই। তবে তাহার বৃদ্ধ পিশি আক্ষেপ করিতেন—যাত্রায় রাজা সেজেই তার অমুকুলেয় রাজযোগ খণ্ডে গেল । আর, যারা তার ছেলেকে সর্থের য়াজা गांखांश्ञाहिल, उज्ञाई गठ नtटेब 'मूल তাবিয়া বৃদ্ধ কেবলি তাহাদিগকে অতিসম্পাত করিতেন। ঐযতীন্দ্রমোহন গুপ্ত।