পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リー میر سیاه حه ثمة সুরেন্দ্রনাথ আধুনিক রাষ্ট্রীয় কৰ্ম্মজীবনে সুরেন্দ্রনাথের স্থান স্বরেন্দ্রনাথ বঙ্গালী । কিন্তু তার প্রতিভার প্রেরণা ও সুদীর্ঘ কৰ্ম্মজীবনের প্রভাব বাংলার সীমা অতিক্রম করিয়া, সমগ্র ভারতরাষ্ট্রকে অধিকার করিয়া আছে। আধুনিক ভারতের রাষ্ট্রীয় জীবনে আরও অনেক শক্তিশালী লোকনায়ক আছেন। ইষ্টদের মধ্যে কেহ কেহ কোনও কোনও বিষয়ে স্বরেন্দ্রনাথের অপেক্ষা শ্রেষ্ঠ, ইহাও অস্বীকার করা সম্ভব নহে। কিন্তু তাদের সকলের প্রভাব ও প্রতিষ্ঠাই আপন আপন প্রদেশেতে আবদ্ধ । লালা লাজপত রায়ের নাম ভারতবিশ্রুত হইলেও, কৰ্ম্মক্ষেত্র, প্রকৃত পক্ষে, পঞ্চনদের সীমা অতিক্রম করে নাই। পণ্ডিত মদনমোহন মালব্যও সেইরূপ কেবল এলাহাবাদ ও আগ্রার যুক্ত-প্রদেশের রাষ্ট্রীয় জীবসেই কতকটা নেতৃত্ব-মৰ্য্যাদা পাইয়াছেন, ভারতের অন্তান্ত প্রদেশের লোকে অনেকেই তার নাম জানে, কিন্তু কেহই এ পর্য্যন্ত র্তার প্রতিণ্ডার বা কৰ্ম্মজীবনের প্রেরণা অনুভব করে নাই। স্যার ফিরোজসহ মেহেতার আসন্ত্রবন্ধুবৰ্গ যাহাই বলুন না কেন, তার রাষ্ট্রীয়-নেতৃত্বও বোম্বাই’এর পাশা ও গুজরাটের বেনিয়া সম্প্রদায়েই সাক্ষাৎভাবে স্বীকৃত হয় ; বোম্বাই প্রদেশের মহারাষ্ট্রীয় সমাজ, কিম্ব বাংলার কি পঞ্জাবের শিক্ষিত সম্প্রদায় এ পর্য্যন্ত র্তাহার নেতৃত্ব স্বীকার করেন নাই। তবে কন্‌গ্রেসে বা জাতীয় মহাসমিতিতে কিছুদিন পর্য্যন্ত যে র্তার একটা অনন্তপ্রতিদ্বন্দী প্রতাপ প্রতিষ্ঠিত হইয়াছিল, ইহাও অস্বীকার করা যায় না। আর ইহার হেতুও একরূপ চক্ষের উপরেই পড়িয়া আছে। জন্মাবধিই কন্‌গ্রেস স্যার ফিরোজশাই মেহেতা, স্বৰ্গীয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঐযুক্ত এল্যান, ও হিউম্‌এবং স্যার উইলিয়ামওয়েডার্বর্ণ,ইহাঁদের অর্থেই বিশেষভাবে পরিপুষ্ট হইয়া আসিয়াছে। অনেক সময় কন্‌গ্রেসের অপরাপর নেতৃবর্গ কনগ্রেসের ব্যয় সংকুলনের জন্য আপনাদের প্রতিশ্রুত চাঁদ যথাসময়ে আদায় করেন নাই বা করিতে পারেন নাই বলিয়া এই চারিজনকেই বহুদিন পর্য্যস্ত এই অনাদায় টাকার দায়ভারও বহন করিতে হয়। এ অবস্থায় যাহাঁদের কার্পণ্যে বা ঔদাসীন্তে স্যার ফিরোজশাহ মেহেতাঁকে বৎসর বৎসর এত