পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] তার প্রত্যাগান 'করি বোম্বাইএর রাজ পুরুষদিগের অনুগ্রহভাজন না হইতেন ; ফিরোজশাহ মেহেতার শিষ্যত্ব ও আনুগত্য স্বীকার করিয়া, তাহারই প্রসাদে, যদি তিনি বোম্বাই-ব্যবস্থাপকসভার বে-সরকারী সভাগণের প্রতিনিধি হইয়া বড় লাটের ব্যবস্থাপকসভায় না আসিতেন ; সেখানে লাট কর্জন আপনার স্বভাবসিদ্ধ ঔদার্থ্যগুণে যদি গোখেলের বিচারযুক্তির যথাসাধ্য খণ্ডন করিতে চেষ্টা করিয়াই, যদি তার মেধার ও পাণ্ডিত্যের সম্বৰ্দ্ধনা না করিতেন ; ভারতের রাষ্ট্ৰীয় কৰ্ম্মক্ষেত্রে তথাকথিত চরমপন্থীদিগের অভু্যদয় হইলে, মিন্টে ও মলে প্রভৃতি ভারতশাসনযন্ত্রের শীর্ষস্থানীয় রাজপুরুষের যদি এই নৃতন রাষ্ট্রীয়-শক্তিকে সংযত ও প্রতিহত করিবার জন্য গোখেলে ও র্তার দলের লোকনায়কগণকে লোক-চক্ষে বাড়াইয়া তুলিতে চেষ্টা না করিতেন ;–এই সকল বাহিরের ঘটনাপাত না হইলে, গোখেলে যে শুদ্ধ আপনার প্রতিভার বা চরিত্রের বলে, ভারতব্যাপী এই খ্যাতি লাভ করিতে পারিতেন, ধীরভাবে সকল বিযয়ের বিশ্লেষণ করিয়া বিচার করিলে, এই সিদ্ধান্ত করা যায় না। কিন্তু এ সকল যোগাযোগ সত্বেও গোখেলে যে সমগ্র ভারতের আধুনিকশিক্ষ-প্রাপ্ত সম্প্রদায়ের নেতৃত্ব-মৰ্য্যাদা লাভ করিতে পারেন নাই, ইহাও স্বীকার করিতেই হইবে । কেবল এক স্বরেন্দ্রনাথই এই দেশে, এই কালে, এই অনন্তপ্রতিযোগী নেতৃত্বের দাবী করিতে পারেন। - যে সকল বাহিরের ঘটনা ও অবস্থার যোগাযোগে এ দেশের অপরাপর রাষ্ট্রীয় কৰ্ম্ম চরিত-চিত্র ২১৭ নায়কগণের প্রভাব ও প্রতিপত্তি প্রতিষ্ঠিত হইয়াছে, স্বরেন্দ্রনাথের কৰ্ম্মজীবনের প্রথমীবস্থায় এবং তাহার পরেও বহুদিন পর্যন্ত, র্তাহার ভাগ্যে সে সকল যোগাযোগ ঘটে নাই। রাজপুরুষদিগের আসন্নসংসর্গলাভ এ দেশের রাষ্ট্রীয় কৰ্ম্মক্ষেত্রে প্রতিষ্ঠালাভের একমাত্র প্রশস্ত পথ। আর এ দেশে ধনবলে ও পদবলেই রাজপুরুষদিগের প্রসাদলাভ করিতে পারা शांग' আজ লোকে বলে, মরেন্দ্রনাথ লক্ষপতি হইয়াছেন। কিন্তু তার কৰ্ম্মজীবনের প্রারগুসময়ে সুরেন্দ্রনাথের এ ধনপরিবাদ ছিল না । গোখেলেকে রাণীডে নিজের হাতে ধরিয়া বাড়ীষ্টয়া দিয়াছিলেন । বাংলার তদানিস্তন লোকনায়ক গণের মধ্যে একজনও এরূপভাবে সুরেন্দ্রনাথকে রাষ্ট্রীয় কৰ্ম্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করেন নাই। বাংলার ধনী ও পদস্থ লোকেরা আজ সুরেন্দ্রনাথের সাহায্য ছাড়া কোনো স্বাদেশিক অনুষ্ঠানে ব্ৰতী হইতে সাহস পান না। কিন্তু ইহঁীদের জোষ্ঠের একদিন রাজদ্বারে লাঞ্ছিত সুরেন্দ্রনাথকে অস্পৃষ্ঠ মনে করিয়া, তাঙ্গ হইতে দুরে থাকিতেন। বহুদিন পর্যন্ত রাজপ্ৰসাদলোলুপ ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েশনের সভাগণ রাষ্ট্ৰীয় আন্দোলন আলোচনায় সুরেন্দ্রনাথের সঙ্গে এক মঞ্চে উপবেশন করিতেও শঙ্কিত হইতেন । আজি সুরেন্দ্রনাথ ইংরেজরাজপুরুষদিগের দ্বারাও কিন্নুৎপরিমাণে সম্বৰ্দ্ধিত হইতেছেন। কিন্তু একদিন তিনি এই রাজকৰ্ম্মচারী সম্প্রদায় নিকট লাঞ্ছিত হইয়া রাজকৰ্ম্ম হইতে অপসারিত হইয়াছিলেন । আর বহুদিন পৰ্য্যস্ত সে লাঞ্ছনীর কথা এ দেশের ইংরেজ