পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] এইরূপই ধ্বন্যাত্মক , আর সঙ্গীত যেমন তোত্মক স্বরগ্রামের দ্বারাই মানবের চিত্তকে বিবিধভাবাবেগে উদ্বেলিত করিয়া ভূলে, স্বরেন্দ্রনাথের বাগিতাও সেইরূপ শক্তিশালী শব্দপ্রবাহের বলেই শ্রোতৃবর্গের চিত্তে তড়িৎ-সঞ্চার করিয়া থাকে। সঙ্গীতের স্বরগ্রাম যতক্ষণ কর্ণপটাহে আহত করিতে থাকে, ততক্ষণই যেমন তার প্রভাব চিত্তকে অভিভূত করিয়া রাখে, কিন্তু সে স্বরলয় প্রবাহ যখন বন্ধ হইয়া যায়তখন তার অশরীরী স্মৃতিমাত্র পড়িয়াথাকে,কিন্তু তার মধ্যে ধরিবার ছুইবার বড় বেশী কিছুই থাকে না ; সুরেন্দ্রনাথের বাগিতার শব্দপ্রবাহও সেইরূপ ফলই উৎপাদন করে। যতক্ষণ র্তাহার কণ্ঠস্বর কানে বাজিতে থাকে, ততক্ষণই তার উন্মাদিনী উদ্দীপনা চিত্তকে চঞ্চল করিয়া রাখে, কিন্তু কর্ণের সঙ্গে সেই শব্দস্রোতের যোগ বিচ্ছিন্ন হইবার সঙ্গে সঙ্গেই সে উদ্দীপনার নেশাও ধীরে ধীরে ছুটিতে আরম্ভ করে এবং কিয়ৎক্ষণ পরে তার স্মৃতিমাত্রই জাগিয়া রহে, কিন্তু সে বক্তৃতার চিন্তাযুক্তির প্রভাব শ্রোতৃবর্গের জ্ঞান ও চরিত্রকে অধিকার করিতে সমর্থ হয় না । অতএব মুরেন্দ্রনাথ কেবল আপনার অসাধারণ বাগ্মিতাবলেই যে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে এই অনন্তপ্রতিদ্বন্দী প্রতিষ্ঠা লাভ করিয়াছেন, এরূপ সিদ্ধান্ত করা যায় না। ’ আর সুরেন্দ্রনাথের বাগিতার এই অদ্ভূত শব্দসম্পদও প্রকৃতপক্ষে সহজসিদ্ধ নয় । যে সকল সাহিত্যিকের শব্দসম্পদ সহজসিদ্ধ, তাহাঙ্গের শব্দবিন্যাসের অন্তরালে সৰ্ব্বদাই হয় চরিত-চিত্র ভাবরাজ্যের কিম্বা জ্ঞানরাজ্যেরকিম্বা বাহিরের বিষয়ুজগতের কিম্ব সামাজিক ও ঐতিহাসিক অভিজ্ঞতার একটা অসাধারণ বস্তুতন্ত্রত বিদ্যমান থাকে। এই বস্তুতন্ত্রত হইতেই সহজসিদ্ধ সাহিত্যিকের শব্দশক্তি উৎপন্ন হয় । যে সকল লেখক ও বক্তার শব্দসম্পদ সহজসিদ্ধ, র্তাহাদের রচনা বা বক্তৃতার প্রভাব সাময়িক উদ্দীপনাতেই পৰ্য্যবসিত হয় না; কিন্তু পাঠক ও শ্রোতৃবর্গের স্থানেও জীবনে সৰ্ব্বদাই স্বল্পবিস্তর স্থায়িত্ব লাভ করিয়া থাকে । র্যাঙ্গাদের শব্দসম্পদ সহজসিদ্ধ নয় কিন্তু কঠোর সাধনালব্ধ, তাহাদের সাহিত্যচেষ্টা অনেকসময় বস্তুতন্ত্রতাহীন হইয়৷এই স্থায়ী ফললাভে অসমর্থ হয়। মুরেন্দ্রনাথের শব্দসম্পদও সাধন-লব্ধ । র্তাহার স্মৃতিশক্তি অসাধারণ। এই স্মৃতিবলে অনেক শব্দসম্পদশালী ইংরেজ-লেখকের গ্রন্থ তাহার কণ্ঠস্থ হইয়া আছে। এই সকল ইংরেজ-লেখকের শব্দসম্পদ আয়ত্ত করিয়াই সুরেন্দ্রনাথের বকৃত এমন সম্পত্তিশালী হইয়াছে। অার পরপনপুষ্ট বলিয়াই মুরেন্দ্রনাথের বাগিতার শব্দশক্তির পশ্চাতে সৰ্ব্বদ কোন ও সজীব বস্তুতন্ত্রত বিদ্যমান থাকেন। এবং এই কারণেই তাতার উদ্দীপনাও স্থায়ী হয় না। কিন্তু এ সকল সত্ত্বেও প্রধানতঃ আপনার বাগ্মিতাবলেই স্বরেন্দ্রনাথ আধুনিক ভারতবর্ষের রাষ্ট্রীয় চিন্তায় ও কৰ্ম্মজীবনে যে স্থায়ী প্রতিপত্তিলাভ করিয়াছেন, তাহার পুরুষকারই ইহার একমাত্ৰ হেতু নহে, ইহার অন্তরালে দৈবপ্রভাবও প্রত্যক্ষ হয় । দেশকালের যথাযোগ্য যোগাযোগ ব্যতীত এ জগতে কি সাংসারিক কি পারমার্থিক কোনো প্রকারের সাধনাতেই লোকে সিদ্ধি