পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০ শব্দের পরে ঠিক তাহার অনুরূপ আর একটা শব্দ পড়িলে সচকিত মনোযোগ ঝঙ্কৃত হইয়া উঠে, জোড়ামিলের পরস্পর ঘাতপ্রতিঘাতে মনকে সচেষ্ট করিয়া তোলে —সে সুরের সাহায্যে অনেকখানি আন্দাজ করিয়া লয়।” ( ভাষার ইঙ্গিত ) ৷ আমার বক্তব্য বিষয়ের অনেক মশলা তাহার সুচিন্তিত প্রবন্ধ তিনটি হইতে সংগৃহীত। ১। খাটি সংস্কৃত কঙ্কণ, কিঙ্কিণী, কল্লোল, কাক, কুকুট, কুন্থঃ কেক , কোকিল, গদগগ, গর্গর, ঘর্ঘর, চর্চরী ( হাততালি ! ), ছুছুন্দরী, ঝঞ্জ, মৰ্ম্মর, মুম্মুর, বৰ্ব্বর, বুদবুদ, প্রভৃতি শব্দে অনুপ্রাসের ঝঙ্কার সুস্পষ্ট । সম্ভবতঃ এগুলি মূলে ধ্বন্তাত্মক শব্দ ( onomatopoetic ) ; &• ίπτεττάi. অন্য উপায়ে পদগুলি সাধিয়া দিবেন কি না জানি না। বাঙ্গালায় প্রাণীর সংজ্ঞা, কুকুর, কুকড়ে, ঘুঘু, ছুচে, টাটু, তোতা ঘুরঘুরে (পোক ), টুনটুনি, বুলবুলি, টিকটিকি, গিরগিটি ও বাদ্যযন্ত্র ডুগডুগি, চড়বড়ে, প্রভৃতিও সম্ভবতঃ এই গোত্রের। ইহা ছাড়া আর ৪ অনেকগুলি শব্দ ধ্বন্তাত্মক ন হইলেও অনুপ্রসাত্মক । সুবিধার জন্ত সেগুলিও এই অনুচ্ছেদে দিলাম । যথা – - (V) খাটি সংস্কৃত—অরহর, অবয়ব, অহহ, আশীয, কঙ্কর, কঙ্কাল, কণ্টক, কনীনিক, করক, করস্ক, কলঙ্ক, কর্কট, কর্কশ, কন্ধী, কাকু, কাৰ্ত্তিক, কুঙ্কুম, কুহক, কেতকী, গুগগুল, তাত, তারতম্য, তিন্তিড়ী, দন্দ্র, ননান, পর্পট, পল্লল, পিপীতিকী, পিপীলিকা, পিপ্পল, মৰ্ম্ম, মাম, खच्छाश्चानि ১২শ বধ, শ্রাবণ, ১৩১৯ যোজন, রবাব, রৌরব, ললিত, গাঙ্গল, লাঙ্গল, লাল, লীলা, লোল, বৰ্ব্বল, বন্ধল, বড়বা, শশ, শস্ত, শান্মলী, শিল্পীষ, শিশু, শিংশপা, শীর্ষ, শেষ, শোধ, শ্লেয শ্লেষ্মা, খওর, খঞ্জ শুশান, সদস্ত, সর্ষপ, সহস, সাহস, সামঞ্জস্ত, সীসক, স্বস। এবং ( /e ) চলিত বাঙ্গালা, বাবা, মাম, ককা, দাদা, দিদি, ননদ, ( চাচা, নানা, ফুফু, ) প্রভৃতি সম্পর্কস্থচক শব্দে ; কাকাতুয়া, কাকড়া, চামচিকে, বিবি, পাপিয়া, বাবুই, শুশুক, প্রভৃতি জীবজন্তুর সংজ্ঞায় ; আম আদা, কটিকারি ককেরোল, কঁকুড়, কিসমিস, ঘলখসে, চিচিঙ্গে, তেঁতুল, পেঁপে, মৰ্ত্তমান, বরবটি, শশী, শুশুনি, সর্ষে, প্রভৃতি উদ্ভিদের সংজ্ঞায় ; অনান, ককান, কড়কান, কেঁকড়ান, কোচকাম, কোতকান, খেকান, খোঁচকান, গগান, গেঙ্গান, গোগান, গোণনি, ঘনান, চাচা, চেচান, ছোচান, ছেচড়ান বা জান, টাটান, টুট, তাতান, তোতলান, থতান, থিতোন, থেতলান, দাড়ান, ধাদান, নলান, নিকোল, নিবোন, নিড়োন, নিড়োন, নেটান, নেয়ান, পানান, ফেণান, ফেফান, ম্যমান, বানান বিনোন, বুনোন, রগড়ান, শণান, শাসান, শিষোন, শোষা, প্রভৃতি ক্রিয়াপদে, এবং আরও বহুতর শব্দে অকুপ্রাস আছে। o যথা, আড়গোড়া, আলখাল্লা, উমান, একরার, কতক, কয়েক, কন্ধে, কাকাল, কাবাব, কঁহা তক, কুক, কুকি, কুলকুচে, কেলেঙ্কারি, কেতিক, খয়েরখা, খামখা, খামখেয়ালি, খিরকিচ, খিটকেল, গুণোগার,