পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] করিতে পারিবে মনে করিয়া আমি প্রীতিলাভ করিতেছি।”* আজি আবার সেই গৌরব মণ্ডিত অতীতের স্মৃতি জাগিয়া উঠিল। সেই তের বৎসরের বালকের কথা ও এই পনর বৎসরের বালকের কথা তুলনা করিয়া বিদ্বৎ সমাজে জল্পনা হইতে লাগিল যে, কালে ভিক্টর আর একজন নুফ, সতে হইয়া উঠিবে। শুদ্ধ ইহাই নহে। ভলটেয়ার তাহাকে র্তাহার বাল্যরচনার জন্ত যেরূপ অভিননিত করিয়ছিলেন, আজ নুফ-সতেও একজন উদীয়মান নবীন কবিকে সেইরূপে অভিনন্দিত করিবার অবসর পাইয়৷ আনন্দিত হইলেন ও র্তাহার অভিপ্রায় প্রকাশ করিলেন । ইহা অবগত হইয়। ভিক্টর এক দিন তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। ইহার পর উভয়ের মধ্যে অভিনন্দন-কবিতার বিনিময় হইল। ভিক্টর তাহার অভিনন্দনকবিতায় অনেক মহিমাকীর্তনের পর শেষে লিথিয়াছেন—“হে নুফ-সতে, তুমি একদিন ভলটেয়ারের আশাস্থল হইয়াছিলে ; এখন তুমি তাহারই অসীমগৌরবের উত্তরাধিকারী। আজ তুমি দয়া করিয়া আমার নবীন বয়সের আশ্রয় ও অবলম্বন হও।” প্রত্যুত্তরে অনেক প্রশংসাবাদের পর নুফসতে লিথিয়ছিলেন —“আমি বৃদ্ধ ; প্রশংসাবাদের দ্বারা প্রশংসাবুদের ঋণ পরিশোধ করিব না। প্রতিদানে আমার সাধ্যানুসারে সস্থাপদেশ দ্বারা তোমাকে সম্বৰ্দ্ধিত কুরিব !" 曾 ইহার অনতিবিলম্বে নুফু-সতে এক দিন

  • “Il faut bien que l' on me succede,

Et jeaime en vous mon heritier.” ভিক্টর হুগোর কথা ২৮৩ ভিক্টরকে ভোজনের নিমন্ত্ৰণ করিলেন । বল। বাহুল্য যে ডেকোটির বিদ্যালয়ের গেীয়বের সীমা রহিল না। পরিষদের এই বৃদ্ধ ও গৌরবান্বিত সদস্ত তৎকালে Lesage এর "Gil Blas” নামক প্রসিদ্ধ উপন্যাসের একটি সংস্করণের সম্পাদনকার্য্যে ব্যাপৃত ছিলেন । একটা কথা লইর এই সময়ে তিনি কিছু ফাপরে পড়িয়ছিলেন। একজন জেসুইট তাছাকে রলিয়াছিল যে, লেসেজের ঐ উপন্যাসখানি আদেী মৌলিক রচনা নহে; উহ! একখানি স্প্যানিশ, ভাষায় লিখিত উপন্যাসের অন্ত্রকরণ মাত্র । কথাটার সত্যাসত্য নির্ণয় না করিলেই নয় ; অথচ তিনি নিজে স্প্যানিশ, ভাষাও জানিতেন না, সেই পুস্তকের ফরাণী অনুবাদও ছিল না । সুতরাং নুফসতে কিছু বিপন্ন, একটু দিশহারা, হইয়া উঠিয়ছিলেন। ভিক্টর বলিলেন—“আমি স্প্যানিশ ভাষা জানি ? নুফ-সতে হৃষ্টচিত্তে , বলিলেন— “বটে ! তুমি যদি একটু কষ্ট স্বীকার করিয়া পুস্তক খানি পড়িয়া, জেসুইটের কথাটা সত্য কি না আমাকে বলিতে পার, তাহা হইলে আমার বড়ই উপকার করা হয়।” যে ব্যক্তি ভলটেয়ারের স্থলাভিষিক্ত, তাহার সনিৰ্ব্বন্ধ অমুরোধ যথাযথক্কপে রক্ষা করিতে তিনি ঐকান্তিক আগ্রহের সহিত নিযুক্ত হইলেন। পরদিনই তিনি ম্প্যানিশ, উপন্যাসখানি সংগ্ৰছ করিলেন । অতি মনেযোগের সহিত তাহ পাঠ করিয়া উভয় গ্রন্থের একটি বিস্তৃত তুলনা ও সমালোচনা লিখিলেন। তাছাতে প্রমাণিত হইল যে, এই দুইখানি উপস্তাসের মধ্যে বিশেষ কোনই