৫ম সংখ্যা ভিক্টর বলিলেন—“যে বাজি রাখিতে ইচ্ছা কর তাছাই স্বীকার করিতেছি ।” "বাজি, সকলকে একদিন খাওয়ান।" ভিক্টর বলিলেন—“তাই স্বীকার ” পনর দিনের দিন প্রাতে ভিক্টর সকলকে ংবাদ দিলেন যে, তাহার উপন্যাস সমাপ্ত হইয়াছে। উপন্যাসের আয়তন লইয়া পাছে কেহ ছল ধরে, সেই জন্ত তিনি তাহার উপদ্যাসকে একখানি গ্রন্থেরই আয়তন প্রদান করিয়াছেন। সেইদিনই রাত্রি আটটার সময় যদি তাহার একটি নির্দিষ্ট গৃহে সমবেত হইতে পারেন, তাহা হইলে ভিক্টর তাহার উপস্থাস সৰ্ব্বসমক্ষে পাঠ করিবেন। সকলেই অতিমাত্র কৌতুহলপরবশ হইয়৷ নিদিষ্ট সময়ের পূৰ্ব্বেই নির্দিষ্ট গৃহে গিয়া উপস্থিত হইলেন। ভিক্টর তাহাদিগকে পড়িয়া অনুপ্রাসের অধিকারবিচার ՀԵ (t শুনাইলেন র্তাহার সুবিখ্যাত ও সৰ্ব্বজন সমাझुङ Sostą “Bug Jargal” i সকলকেই স্বীকার করিতে হইল যে, वांछि उँtशtब्रl झांब्रिग्नttछ्न ७ cउttखब्र উদ্যোগ করিতে র্তাহার প্রত্যেকেই বাধ্য প্রথম দিন ভোজ দিলেন ভিক্টরের জ্যেষ্ঠ ভ্রাত श्रां८६ळ । वाणित हेशहे ८*रु ८छाछ रुहेल, কেননা আর সকলের অর্থাভাব । ভিক্টরের এই উপন্যাস খানি ছাড়া আর কোন উপন্যাস লিখিতেও হইল না, কেননা আর সকলের সময়tভাব । সেই ক্ষুদ্র সাহিত্যসভার সঙ্কল্পিত উপন্যাসসংগ্ৰহ গ্রন্থ আর লোকলোচনের গোচরীভূত হইল না বটে, কিন্তু ফরাণী সাহিত্য একখানি উপাদেয় উপন্যাসে সমলস্কৃত হইল । শ্ৰীচন্দ্রশেখর মুখোপাধ্যায়।
অনুপ্রাসের অধিকারবিচার ( २ ) এ পর্য্যস্ত ধ্বদ্যাজুক ও বীপসাত্মক শস্বের বিচার করা গেল। এ গুলির হয় দুই অংশেরই অর্থ নাই অথবা এক অংশ অপর অংশের (পরিবৰ্ত্তিত) পুনরাবৃত্তি। এক্ষণে এমন কতকগুলি ষোড়াপথের দৃষ্টান্ত দিব, যে গুলির প্রত্যেক ংধুেরই স্বতন্ত্র সত্তা ও অর্থ আছে। অথচ অনুপ্রাসের অনুরোধেই সে গুলির উদ্ভব, এরূপ অনুমান অসঙ্গত নহে। এ গুলিকে তিন শ্রেণীতে বিভক্ত করিয়াছি । ( ১ ) সমার্থ (২) সমপৰ্য্যায় (৩) বিপরীতাৰ্থক বা কাৰ্য্যकाँब्र*-गन्नझविशिहे । रुउक७णि ठेगांश्ब्र" রবীন্দ্রবাবুর ‘ভাষার ইঙ্গিত প্রবন্ধে প্রসঙ্গক্রমে প্রদত্ত হইয়াছে। পরিষৎ-পত্রিকা, नर्श्वमङांशृं, छूउँौग्न मश५Itघ्र ( १७०१ ) श्रांभि७ বহুসংখ্যক উদাহরণ উদ্ধৃত করিয়াছি। এবার কার ফর্দ তদপেক্ষাও পূর্ণাঙ্গ । শ্রেণীবিভাগে হয় তো অনেক ক্রটি আছে । অনেকগুলি শব্দযুগ্ম সমর্থ শ্রেণীতে ধরিব বা সমপৰ্য্যায় শ্রেণীতে ধরিব, সে একটা সমস্ত —কেননা শব্দদ্বয়ের মধ্যে অর্থের প্রভেদ অভি সামান্ত । সমপৰ্য্যায় শ্রেণী ও বিপরীতার্থক বা কাৰ্য্যকারণ-সম্বন্ধবাচকশ্রেণী লইয়াও