Sbや গোল আছে । এক হিসাবে ধরিলে "সাধনা ও সিদ্ধি' সমপৰ্য্যায়, আবার আর এক হিসাবে ইহাদের মধ্যে কাৰ্য্যকারণসম্বন্ধ। এক হিসাবে ধরিলে ইতস্তত:’ বা 'কুলীন ও কাপ’ সমপৰ্য্যায়, আবার অন্য হিসাবে বিপরীতাৰ্থবোধক । এ সব ক্রটি সৰ্ব্বত্র সংশোধন করিয়া উঠিতে পারি নাই । শব্দযুগ্মগুলির প্রকৃতি পৰ্য্যালোচনা করিলে অনেক রহস্ত ধরা পড়ে। উপসর্গপরিবর্তন বা প্রত্যরপরিবর্তন বা নঞ যোগে অনেক অনুপ্রাসাত্মক শব্দযুগ্মক নিৰ্ম্মিত হয়—যথা আবৰ্ত্তন-বিবর্তন, অমুচর-সহচর, আপদ-বিপদ ক্রিয়াকৰ্ম্ম, ওতপ্রোত। এই প্রকারের উদাহরণ নিঃশেষ করিয়া দেওয়া অসম্ভব। কতকগুলি শব্দযুগে দুইটিই সাধুভাষার শব্দ, যথা—আমোদ-আহলাদ, জন-মানব, ক্রিয়াকাও ; কতকগুলিতে একটি সাধুভাষার শব্দ ও অপরটি সংস্কৃত শব্দের ( হয় তো সেই শব্দটিরই ) অপভ্রংশ, যথা ছন্ন-ছাড়া, বালবাচ্ছ, অতিথ-অভ্যাগত, কিছু কিঞ্চিৎ ; কতকগুলিতে দুইটিই সংস্কৃত শব্দের অপভ্রংশ, যথা ঝড়ঝাপটা, মাথামুণ্ডু, আকুলি বিকুলি, গা গতর ; কতকগুলিতে একটি সংস্কৃত শব্দ অপরটি মুসলমানী শব্দ, যথা কাজিয়া কলহ, তত্ত্ব তল্লাস; কতকগুলিতে একটি সংস্কৃত শব্দের অপভ্রংশ অপরটি মুসলমানী শব্দ, যথা ধর পাকড় ; আবার কতকগুলিতে দুইটিই মুসলমানী ( বা দেশজ ? ) শব্দ, যখ। জমিজায়গা, জোতজম, মামলামেীকদম । (১) সমাৰ্থ শব্দযুগ্ম অনুপ্রাসের অনুরোধ এত অধিক যে বঙ্গদর্শন [ ১২শ বর্ষ, ভাদ্র, ১৩১৯ সমাৰ্থ শব্দযুগ্ম ব্যবহার করিয়া পুনরুক্তি-দোষ (tautology) অগ্রাহ করা হয়। অ—অতিথ-অভ্যাগত, অনুচর-সহচর, আমুনয়-বিনয়, অমুরোধ-উপরোধ, অসুখবিমুখ, অলঙ্কার-প্রতিকার (?)। . আ—আকুলি বিকুলি, আদর আপ্যায়িত, আদর আবদার, আদর আহবান, আপদ বিপদ, আমোদ আহলাদ, আমোদ প্রমোদ, আবেদন নিবেদন, আলাপ পরিচয় (মধ্যে প), ठांश्लूं छद्गमः । ই-ইশারা ইঙ্গিত। উ-উদ্যম উৎসাহ । এ~~এলোমেলো ( এলান মেলান )। ক—কটুকটব্য (?), কথাবার্তা, কথোপকথন, কর কৰ্ম্ম, কাকুতি মিনতি, কাজিয়া কলহ, কাওকারখানা, কাৰ্যকৰ্ম্ম, কালো কিষ্টি ( কৃষ্ণ ), কায়দাকান্থন, কিছু কিঞ্চিৎ, কুড়ী কুষ্ঠ ( কুষ্ঠ), কূট কচালে, কুল কিনারা, কৃষ্ণবিষ্ণু, কেউকেট, কেঁদে ককিয়ে, ক্রিয়াকৰ্ম্ম, ক্রিয়াকাণ্ড । থ—থবর বার্তা, খাতির নাদারত, ধানখন্দ, খালবিল, খেলাধুলা, (রবীন্দ্র বাবুর মতে ধূলা ধুলি নহে, দেয়াল ) খোজখবর, খোলা থাবরা । গ—গয়না গাটি (?), গল্প গুজব (?) গ, গতর ( দুইই ‘গাত্র’শব্দের অপভ্রংশ ), গুণ জ্ঞান ( ), গেড়িগুগলি, গেঁড়ে গৰ্ত্ত। • ঘ—ঘয়ণী গৃহিণী, ঘর গৃহস্থালী (?), घब्रवांशैौ । 渗 চ–চড়চাপড়, চাঁচাছোলা, চালচলন, চালাকচতুর, চিঠিচপাটি, চোরছেচর । ছ—ছন্নছাড়া ( দ্বিতীয়টি প্রথমটির অপ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/২৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।